বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL-এ ফের কোচ বদল হায়দরাবাদের, লারাকে ছেঁটে ফেলে কোহলিদের প্রাক্তন হেড স্যারের হাতে দায়িত্ব তুলে দিল SRH

IPL-এ ফের কোচ বদল হায়দরাবাদের, লারাকে ছেঁটে ফেলে কোহলিদের প্রাক্তন হেড স্যারের হাতে দায়িত্ব তুলে দিল SRH

লারার জায়গায় নতুন কোচ খুঁজে নিল সানরাইজার্স হায়দরাবাদ। ছবি- এসআরএইচ।

সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নেওয়ার আগে IPL-এ দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কোচিং করিয়েছেন প্রাক্তন কিউয়ি তারকা। গত ছয় মরশুমে এই নিয়ে চারবার কোচ বদল করল SRH।

আগে আইপিএলে দল ব্যর্থ হলে কোপ পড়ত ক্যাপ্টেনদের ঘাড়ে। দীনেশ কার্তিক থেকে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন থেকে ইয়ন মর্গ্যান, দলের ব্য়র্থতায় কোণঠাসা হওয়া ক্যাপ্টেনদের তালিকা আইপিএলে দীর্ঘ। তবে সাম্প্রতিক সময়ে বদলেছে সেই ট্রেন্ড। এবার দলের ব্যর্থতায় কোচ বদলের হিড়িক দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে।

দিল্লি ক্যাপিটালস হেড কোচ পন্টিংকে ধরে রাখলেও আইপিএল ২০২৩-এর পরে ছেঁটে ফেলে দুই সহকারী কোচ শেন ওয়াটসন ও অজিত আগরকরকে। আগরকর অবশ্য জাতীয় দলের নির্বাচক প্রধানের দায়িত্ব নেবেন বলেই দিল্লি শিবির থেকে সরিয়ে নেন নিজেকে।

কোচ বদলেছে আরসিবি। তারা মাইক হেসন ও সঞ্জয় বাঙ্গারকে ছেড়ে দিয়ে লখনউ সুপার জায়ান্টসের অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করেছে। এবার সানরাইজার্স হায়দরাবাদ তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করল। সানরাইজার্স ব্রায়ান লারাকে ছেড়ে দিয়ে তাঁর জায়গায় দলের হেড কোচ নিযুক্ত করে ড্যানিয়েল ভেত্তোরিকে।

সোমবার সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ক্যারিবিয়ান কিংবদন্তি লারাকে ছাঁটাই করার কথা জানিয়ে দেওয়া হয়। ঠিক তার পরেই প্রাক্তন কিউয়ি তারকা ভেত্তোরিকে নতুন কোচ করার কথা ঘোষণা করে এসআরএইচ।

আরও পড়ুন:- IND vs WI: ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি T20 রান, ফিঞ্চের রেকর্ড ভাঙলেন নিকোলাস পুরান, দেখুন সেরা পাঁচের তালিকা

লারার সঙ্গে সানরাইজার্সের চুক্তি ছিল ২ বছরের। সেই চুক্তি শেষ হয় আইপিএল ২০২৩-এর পরেই। অন্যদিকে ভেত্তোরি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচ ছিলেন। তিনি আপাতত অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন:- IND vs WI: বল না করালে অক্ষরকে খেলানো হচ্ছে কেন? যুক্তিহীন এই ৫ সিদ্ধান্তে দ্বিতীয় T20 ম্যাচ হারল ভারত

গত ছয় মরশুমে এই নিয়ে চারবার কোচ বদল করল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৯ পর্যন্ত প্রথম দফায় হায়দরাবাদকে কোচিং করানোর পরে টম মুডি ২০২২ সালেও দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। মাঝে ২০২০ এবং ২০২১ সালে হায়দরাবাদের কোচ ছিলেন ট্রেভর বেলিস। ব্য়াটিং কোচ থেকে ২০২৩ আইপিএলে সানরাইজার্সের হেড কোচের পদে উন্নীত হন ব্রায়ান লারা। তবে ১টি মরশুম হটসিটে কাটিয়েই বিদায় নিতে হল ক্যারিবিয়ান তারকাকে।

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করা ছাড়াও ভেত্তোরি এই মুহূর্তে দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের ছেলেদের দলের হেড কোচের ভূমিকাও পালন করছেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও ভাইটালাটি ব্লাস্টে মিডলসেক্সকেও কোচিং করিয়েছেন ড্যানিয়েল। কিউয়ি তারকা বাংলাদেশের জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ষষ্ঠীর বিকেল ভিজবে বৃষ্টিতে, এরপর সপ্তমীতেও উত্তর-দক্ষিণ মিলিয়ে ৯ জেলায় সতর্কতা ৫০০ কোটির জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর আবার ‘রোডিজ’-এ ফিরছেন রিয়া! উৎসবের মরশুমে ইলিশ মাছে কতটা মেশানো হচ্ছে ফরমালিন? অভিযানে নামল স্বাস্থ্য দফতর খুনের কেসে ফাঁসানো হয়েছে লোকনাথকে! মিসিং লিঙ্ক খুঁজে বের করতে পারবেন অনির্বাণ? হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন গুরুগ্রামে জয়জয়কার বিজেপির, চারটি আসনেই ফুটল পদ্ম উৎসবের আবহে UPI লেনদেনে বড় বদল, ষষ্ঠীতে কী ঘোষণা করল RBI?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.