হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তার পরেই আগামী মরশুমের জন্য আট ফ্রাঞ্চাইজি কাদের দলে ধরে রাখবে সেই সম্পর্কে জানা যাবে। নিয়ম অনুযায়ী কোনো দলই চার জনের বেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না। এই নিয়মের বেড়াজালে একাধিক তাবড় তাবড় নামকে আলবিদা জানাতে হবে দলগুলিকে। এক নজরে দেখে নিন কারা হতে পারে সেইসব তারকা।
1/5এ মরশুমে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৩ রান সংগ্রাহক ছিলেন ফ্যাফ ডু'প্লেসি। তবে কেরিয়ারের পড়ন্ত বেলায় ভবিষ্যতের কথা মাথায় রেখে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে ৩৭ বছর বয়সী প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের। (ANI)
2/5দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি দলছুট হতে পারেন এবারের সর্বোচ্চ উইকেটশিকারীও। তারকাসমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিটেনশন তালিকায় হার্ষাল প্যাটেলের নাম থাকার সম্ভাবনা খুবই কম। তাই টুর্নামেন্টের ইতিহাসে যুগ্মভাবে এক মরশুমে সর্বকালের সর্বোচ্চ উইকেট নেওয়ার পরও আরসিবির বদলে পরের বছর অন্য জার্সি গায়ে চাপিয়ে মাঠে হার্ষালের মাঠে নামার সম্ভাবনা প্রবল। (ANI)
3/5আইপিএল ১১-এ ৩.২ কোটির বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবকে দলে নেয়। তারপর থেকে শুধুই সাফল্য। সূর্যর কেরিয়ার গ্রাফ খালি ওপরেই গিয়েছে। তবে তাঁকেও তারকাখচিত দলের অন্যতম সদস্য হওয়ার মাশুল গুনতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকে রিটেন না করলেও নিলামে তাঁকে পুনরায় দলে নিতে পুরোদমে চেষ্টা করবে। কিন্তু তাঁর মতো ব্যাটারকে অনেকেই পেতে আগ্রহী হবে, তাই মুম্বইয়েই তিনি ফিরবেন কিনা, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। (ANI)
4/5প্রায় ৪০-র গড়ে ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫৮৭ রান করা শিখর ধাওয়ানের মরশুম খারাপ গেছে, তা বুক ঠুকে কেউ বলতে পারবে না। তবে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। ডু'প্লেসির মতো ধাওয়ানের রিটেনশনের ক্ষেত্রেও সম্ভবত তাঁর বয়সটাই বাধা হয়ে দাঁড়াবে। (ANI)
5/5ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের হয়ে মরশুমের শুরুটা আহামরি না করলেও মরশুম শেষে দলের সর্বোচ্চ (টুর্নামেন্টের অষ্টম সর্বাধিক) ৪৭৮ রান করেন শুভমন গিল। তবে কেকেআরের এক সময়ে তাঁকে ভাবী অধিনায়ক হিসেবে দেখা হলেও এখনও পর্যন্ত নিজের খেলায় সেই পরিবর্তন এনে নিজেকে পরের ধাপে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন শুভমন গিল। বেঙ্কটেশ আইয়ারের আগমনে তাই গিলের কেকেআরে থাকার সম্ভাবনায় দারুণ প্রভাব পড়েছে। তবে তাঁকে নাইটরা শেষ পর্যন্ত রেখে দিলেও দিতে পারে। (ANI)