কলকাতা নাইট রাইডার্স ঘরের ছেলেদের সুযোগ দেয় না, এই অভিযোগ আজকের নয়, বহুদিনের। এইবারেও সেই একই ছবি ধরা পড়ল নিলামে। বারংবার ঘরের ছেলেদের জন্য দর না হাঁকিয়ে, আনকোরা নামের পিছনে ছুটতেও দ্বিধা করল না নাইট ম্যানেজমেন্ট।
আইপিএলের প্রথম দিনে অবিক্রিত ছিলেন ঋদ্ধিমান সাহা এবং স্যাম বিলিংস দুই জনেই। তবে দ্বিতীয় দিনে ‘অ্যাক্সেলারাটেড প্রসেস’এ দুই কিপারই পুনরায় নিলামে উঠেন। শেল্ডন জ্যাকসন ছাড়া নাইট দলে কিপিং বিকল্প ছিল না। তাই নাইটরা যে আরেকজন কিপারের পিছনে ছুটতে পারে, সেই সম্ভাবনা ছিলই, হলও তাই। দুই কোটি টাকায় স্যাম বিলিংসকে দলে নিল নাইটরা।
তবে চাইলে সহজেই ঋদ্ধিকে নিতেই পারত নাইটরা। বিলিংসের তুলনায় ঋদ্ধির বেস প্রাইসও অর্ধেক (এক কোটি) ছিল। কিন্তু সেইদিকে তাকাইনি ম্যানেজমেন্ট। শেষমেশ দর হাঁকাহাঁকিতে চেন্নাই সুপার কিংসকে মাত দিয়ে গুজরাট টাইটানস দলে নিল ঋদ্ধিকে। গুজরাটে তেমন কোনো কিপার নেই, তাই সম্ভবত প্রথম বাছাই হিসাবেই সুযোগ পেতে চলেছেন ৩৭-র ঋদ্ধি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।