বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Auction: মেগা নিলামে কারা গড়ল সেরা দল? অবিবেচকের মতো খরচ করল কারা? চোখ রাখুন রেটিংয়ে

IPL Auction: মেগা নিলামে কারা গড়ল সেরা দল? অবিবেচকের মতো খরচ করল কারা? চোখ রাখুন রেটিংয়ে

নিলামের টেবিলে সানরাইজার্স হায়দরাবাদ। ছবি- আইপিএল।

২ দিনের মেগা নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০-এর মধ্যে কোন দল কত নম্বর পেতে পারে, দেখে নিন।

চেন্নাই সুপার কিংস (৭/১০): চেন্নাই সুপার কিংস চমকে বিশ্বাস করে না। বরং অভিজ্ঞতার উপর ভর করে বাজি মাত করতে চায়। সেকারণেই পুরনো স্কোয়াড ধরে রাখার চেষ্টা চোখে পড়ে নিলামে। দীপক চাহারকে ১৪ কোটি টাকায় ধরে রাখা তাদের সেরা চাল হিসেবে বিবেচিত হতে পারে। নিলাম থেকে স্যান্টনার, মিলিন, কনওয়ের মতো আন্তর্জাতিক তারকাদের যেমন দলে নেয় চেন্নাই, ঠিক তেমনই হাঙ্গার্গেকরের মতো তরুণের উপরও বিনিয়োগ করে তারা। তবে ডু'প্লেসিকে ধরে রাখতে না পারা তাদের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হতে পারে। প্রতিষ্ঠিত তারকার অভাব যদিও চোখে পড়ছে সিএসকের স্কোয়াডে। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৭ পেতে পারে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালস (৮/১০): দিল্লি বরাবর তারুণ্যের জোয়ারে ভাসতে চায়। এবারও যশ ধুল, ভিকি ওস্তওয়ালের মতো ভবিষ্যতের তারকাদের উপরেও বিনিয়োগ করে তারা। ওয়ার্নার ও মিচেল মার্শকে জালে তোলা তাদের সেরা চাল হিসেবে বিবেচিত হবে। সেই সঙ্গে মুস্তাফিজুর, শার্দুল, চেতন সাকারিয়ার মতো কার্যকরী ক্রিকেটারকে দলে নিয়েছে ক্যাপিটালস। লুঙ্গি এনগিদিকে শেষ বেলায় অতি সস্তায় কিনে নেয় দিল্লি। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৮ পেতে পারে দিল্লি।

গুজরাট টাইটানস (৬/১০): নিলামে যথাযথ পরিকল্পনার অভাব চোখে পড়ে গুজরাটের। লকি ফার্গুসন ও শামিকে দলে নিয়ে বোলিং বিভাগে জমাট করলেও ব্যাটিং বিভাগকে দুর্বল মনে হওয়াই স্বাভাবিক। তেমন কোনও প্রতিষ্ঠিত ভারতীয় ব্যাটসম্যানকে দলে নেয়নি গুজরাট। রাহুল তেওয়াটিয়ার পিছনে বাড়তি টাকা খরচ করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বরুণ অ্যারন, প্রদীপ সাঙ্গওয়ানদের উপর বিনিয়োগ লাভদায়ক নাও হতে পারে। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৬ পেতে পারে গুজরাট।

কলকাতা নাইট রাইডার্স (৬.৫/১০): কামিন্স ও শ্রেয়সকে দলে নেওয়া কলকাতার সেরা চাল হিসেবে বিবেচিত হবে। রাহানের উপস্থিতি বাড়তি অভিজ্ঞতা জোগাবে। তবে আনকোরা ক্রিকেটারে ঠাসা কলকাতার স্কোয়াড। নিলাম থেকে বেশিরভাগই ক্রিকেটারকে দলে নেওয়া ফাটকা বলেই মনে হবে তাদের। কঠিন পরিস্থিতিতে নতুন ক্রিকেটাররা কতটা চাপ সামলাতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৬.৫ পেতে পারে কলকাতা।

লখনউ সুপার জায়ান্টস (৮.৫/১০): নতুন দল হলেও নিলামে বিচক্ষণতা দেখিয়েছে লখনউ। তাদের হাতে আগে থেকেই ছিল স্টইনিস। এবার ডি'কক ও হোল্ডারকে দলে নেওয়া লখনউয়ের মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচিত হতে পারে। আবেশের মতো ভারতীয় পেসারের সঙ্গে রয়েছেন মার্ক উড। ক্রুণাল পান্ডিয়া ও দীপক হুডার মতো ভারতীয় তারকাও রয়েছেন দলে। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৮.৫ পেতে পারে লখনউ।

মুম্বই ইন্ডিয়ান্স (৭.৫/১০): মুম্বইও বেশ কিছু নতুন ক্রিকেটারের উপর ভরসা রেখেছে। জোফ্রা আর্চারকে দলে নেওয়া তাদের সেরা চাল হলেও আর্চার এ বছর মাঠে নামবেন না। টিম ডেভিডের উপর চোখ বন্ধ করে ভরসা রাখা কতটা সম্ভব হবে, সেবিষয়েও প্রশ্ন থেকেই যায়। ইশান কিষাণকে রেকর্ড অঙ্কে দলে ফেরালেও তিনি গত মরশুম থেকেই চেনা ছন্দে নেই। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৭.৫ পেতে পারে মুম্বই।

পঞ্জাব কিংস (৮.৫/১০): নিলাম থেকে অন্যতম সেরা স্কোয়াড গড়ে নিয়েছে পঞ্জাব কিংস। একই সঙ্গে ধাওয়ান, বেয়ারস্টো ও রাবাদাকে দলে নেওয়া দুর্দান্ত চাল। লিভিংস্টোন ও ওডিন স্মিথ টি-২০ ক্রিকেটে অত্যন্ত কার্যকরী। ঋষি ধাওয়ান ও শাহরুখ খান কার্যকরী ভূমিকা নিতে পারেন। রাজ বাওয়া বাড়তি মাত্রা জোগাবেন স্কোয়াডে। রাহুল চাহার ইতিমধ্যেই প্রমাণিত। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৮.৫ পেতে পারে পঞ্জাব।

রাজস্থান রয়্যালস (৯/১০): ট্রেন্ট বোল্টকে দলে নেওয়া তাদের সেরা চাল। দেবদূত পাডিক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল ও আর অশ্বিন, চার ভারতীয় তারকা দলকে ভারসাম্য এনে দেবেন। কার্যত সংক্ষিপ্ত ফর্ম্যাটে অনায়াসে জাতীয় দল গড়ে ফেলতে পারে রাজস্থান। রিয়ান পরাগ দলে বাড়তি মাত্রা যোগ করবেন। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৯ পেতে পারে রাজস্থান।

আরসিবি (৭/১০): আরসিবি বরাবর চমক দিতে অভ্যস্ত। তবে এবার তারা তুলনায় বুঝেশুনে দল গড়েছে। হার্ষাল প্যাটেল ও হাসারাঙ্গাকে দলে ফেরানো তাদের সেরা চাল। ডু'প্লেসি ও হ্যাজেলউডকে দলে নেওয়া লাভদায়ক হতে পারে। কার্তিক ফিনিশারের ভূমিকা নিতে পারেন। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৭ পেতে পারে ব্যাঙ্গালোর।

সানরাইজার্স হায়দরাবাদ (৬.৫): হায়দরাবাদ তুলনায় অবিবেচকের মতো খরচ করেছে। নিকোলাস পুরানকে বিরাট অঙ্কে দলে নেওয়া বুমেরাং হতে পারে। সম্ভাবনা থাকলেও পুরান আইপিএলে ধারাবাহিক নন। রাহুল ত্রিপাঠী ও ওয়াশিংটন সুন্দর কার্যকরী ভূমিকা নিতে পারেন। ভুবি-নটরাজনের ভারতীয় পেস জুটি আস্থা জোগাবে। অভিষেক শর্মার পিছনে বড় অঙ্ক খরচ করাও কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবমিলিয়ে নিলামে সেরা দল গড়ার নিরিখে ১০ এর মধ্যে ৬.৫ পেতে পারে হায়দরাবাদ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.