বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Auction: কেউ আন্তর্জাতিক T20-র সুপারস্টার, কেউ বিদেশি লিগের সেরা, নিলামে দল পেলেন না এমনই ১১ জন

IPL Auction: কেউ আন্তর্জাতিক T20-র সুপারস্টার, কেউ বিদেশি লিগের সেরা, নিলামে দল পেলেন না এমনই ১১ জন

আইপিএল নিলামে অবিক্রিত থাকেন বেশ কিছু তারকা। ছবি- টুইটার।

ICC ব়্যাঙ্কিংয়ের দুই, তিন ও চার নম্বরে থাকা বোলার অবিক্রিত থাকেন আইপিএলের মেগা নিলামে।

কেউ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সেরা তারকা। কেউ আবার বিশ্বের প্রথম সারির টি-২০ লিগের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। সকলকে অবাক করে আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকলেন এমনই বেশ কিছু বিদেশি তারকা। উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের দুই, তিন ও চার নম্বর বোলার অবিক্রিত থাকেন মেগা নিলামে। দেখে নেওয়া যাক মেগা নিলামে অবিক্রিত থাকা এমনই ১১ জন বিদেশি ক্রিকেটারের তালিকা।

শাকিব আল হাসান: আইপিএলে নিয়মিতভাবে মাঠে নামতে দেখা যেত বাংলাদেশের তারকা অল-রাউন্ডারকে। এই মুহূর্তে আইসিসির ২ নম্বর টি-২০ অল-রাউন্ডার শাকিব। ২ কোটি টাকা বেস প্রাইসের শাকিব এবার অবিক্রিত থাকেন আইপিএল নিলামে।

স্টিভ স্মিথ: স্টিভ স্মিথ আইপিএলে তেমনভাবে নজর কাড়তে পারেননি কখনই। তবে তাই বলে তিনি দল পাবেন না, এমনটাও ভাবা সম্ভব ছিল না। যদিও এবার ২ কোটি টাকা বেস প্রাইসের অজি তারকাকে নিলামে দলে নিতে রাজি হয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। 

তাবরাইজ শামসি: দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর বোলার ছিলেন শামসি। আপাতত বিশ্বের ২ নম্বর টি-২০ বোলার তিনি। ভারতে খেলা হবে আইপিএল, তাই প্রোটিয়া স্পিনার অনায়াসে দল পেয়ে যেতে পারেন বলে মনে করা হয়েছিল। যদিও কেউই আগ্রহ দেখায়নি ১ কোটি টাকা বেস প্রাইসের শামসিকে দলে নিতে।

ইয়ন মর্গ্যান: ব্যাট হাতে ব্যর্থ হলেও গতবার ক্যাপ্টেন হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের ফাইনালে তুলেছিলেন ইয়ন মর্গ্যান। বেশ কয়েকটি দলের নেতা না থাকায় ওয়ান ডে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে এবার দলে নেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। যদিও ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ব্রিটিশ তারকাকে কেউই দলে নেয়নি।

বেন ম্যাকডারমট: ক'দিন আগেই বিগ ব্যাশ লিগের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ম্যাকডারমট। যদিও আইপিএলে কতটা সফল হতে পারেন বেন, তা নিয়ে সংশয়ে ছিল ফ্র্যাঞ্চাইজিরা। ফলে মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস হওয়া সত্ত্বেও অবিক্রিত থাকেন তিনি।

ইমরান তাহির: আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলে বেড়ান ইমরান তাহির। ৪৩ বছর বয়স হলেও ফিটনেসে খামতি নেই। যেখানেই মাঠে নামেন, হতাশ করেন না। চেন্নাই অভিজ্ঞ ক্রিকেটারদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে না বলেই এবার ধরে নেওয়া হচ্ছিল যে তিনি দল পেতে পারেন। যদিও ২ কোটি টাকা বেস প্রাইসের তাহিরকে কেউই দলে নেয়নি।

মুজিব উর রহমান: সংক্ষিপ্ত ফর্ম্যাটে আফগান স্পিনার অত্যন্ত কার্যকরী। ফলে তিনি দল পাবেন না, এমনটাও ভাবা সম্ভব ছিল না। শেষমেশ ২ কোটি টাকা বেস প্রাইসের মুজিব অবিক্রিত থাকেন।

ডেভিড মালান: দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ছিলেন মালান। টি-২০ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রমাণ করা মালান এবার দল পেয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছিল। যদিও ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মালানকে কেউই দলে নেয়নি।

আদিল রশিদ: কার্যকরী স্পিনার। সঙ্গে ব্যাটের হাতটাও মন্দ নয়। ভারতের পিচে সফল হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল আদিল রশিদের। যদিও ব্রিটিশ স্পিনারকে ২ কোটি টাকায় কেউই দলে নেয়নি। তিনি এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর টি-২০ বোলার।

পল স্টার্লিং: আইরিশ তারকা দারুণ ফর্মে রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলে বেড়ান তিনি। অত্যন্ত আগ্রাসী মেজাজের স্টার্লিংকে এবার কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিতে পারে বলে ধরে নেওয়া হচ্ছিল। তবে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের পলকে দলে নেয়নি কেউ।

অ্যাডাম জাম্পা: অজি স্পিনারের এবার আইপিএল নিলামে উপেক্ষিত থাকা অবাক করেছে বিশেষজ্ঞদের। এই মুহূর্তে বিশ্বের চার নম্বর টি-২০ বোলার তিনি। জাম্পার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

এছাড়া অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, মার্টিন গাপ্তিল, জেমস ভিন্স, কেন রিচার্ডসন, কলিন মুনরো, অ্যান্ড্রু টাইরা অবিক্রিত থাকেন নিলামে। ফিঞ্চ, গাপ্তিলদের আইপিএল নিলামে অবিক্রিত থাকা অবশ্য এই প্রথম নয়। এর আগেও তাঁরা আইপিএল নিলামে নাম দিয়েও দল পাননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP নখ, চুল কাটা হল, গ্রামীণ প্রথা মেনে প্রথমবার সদ্যোজাত মেয়েকে স্নান করালেন পপি সেনাবাহিনীর চক্ষু ছিলেন তিনি, প্রয়াত বায়ুসেনার সবচেয়ে বয়স্ক ফাইটার পাইলট ‘যাঁরা শ্রীকৃষ্ণের অপমান করেন তাঁদের সঙ্গে ওই যদুবংশীরা..’ মোদীর নিশানায় কারা? মুর্শিদাবাদে মিশনের জল খেতেই বিষক্রিয়া, অসুস্থ ১৪ পড়ুয়া, ভরতি হাসপাতালে মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান

Latest IPL News

মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.