হালে ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়ার জল্পনা তুঙ্গে, কোথাও কোথাও তাঁর অবসরের কথাও শোনা যাচ্ছে। এরই মাঝে আইপিএল নিলামেও ব্রাত্যও বাংলার ঋদ্ধিমান সাহা। ৩৭ বছর বয়সী তারকা উইকেটরক্ষকের জন্য প্রথম দিনে কোনো দলই দর হাঁকাননি।
১ কোটি টাকার বেস প্রাইসে নিলামে নাম দিয়েছিলেন ৩৭ বছর বয়সী ঋদ্ধিমান সাহা। আইপিএলের শুরুর মরশুম থেকে এখনও অব্দি প্রতি বছরই মেগা টুর্নামেন্টে খেলেছেন তিনি। রয়েছে আইপিএল ফাইনালে শতরানও। তাও নিলামে ব্রাত্যই থেকে গেলে ঋদ্ধিমান। আইপিএলে ১৩৩ ম্যাচ খেলে ২৪-র অধিক গড় ও ১২৮-র স্ট্রাইক রেট, ঋদ্ধিমানের দক্ষতা প্রদর্শনের জন্য যথেষ্ট। আর তাঁর উইকেটকিপিং দক্ষতা নিয়ে বলার কিছুই থাকে না। তাও সত্ত্বেও ঋদ্ধির অবিক্রিত থাকাটা বেশ বিস্ময়কর।
অপরদিকে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ‘স্পেশালিস্ট’ হিসাবে পরিচিত স্যাম বিলিংসের জন্যও কোনো ফ্রাঞ্চাইজির দর হাঁকায়নি। আইপিএলে তেমন সাফল্য না পেলেও, বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে না না দলের হয়ে খেলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার। ২ কোটি ব্রেস প্রাইসের এই ইংলিশ ক্রিকেটারের আইপিএল রেকর্ড সম্ভবত তাঁর কাল হল। অবশ্য অবিক্রিত ক্রিকেটারদের, ফ্রাঞ্চাইজিগুলো চাইলে কাল পুনরায় নিলামে ডাকতে পারেন। ঋদ্ধি, বিলিংসরা সেইদিকেই তাকিয়ে থাকবেন।