সারা বিশ্বের এক হাজারেরও বেশি ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন। যাঁদের মধ্যে ৫৯০ জনকে বেছে নেওয়া হয়েছে নিলামের জন্য। সেই তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম নেই এমন কয়েকজনের, যাঁরা গতবছর ১০ কোটি টাকারও বেশি আয় করে ইতিমধ্যেই আইপিএলের সব থেকে দামি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছিলেন।
1/5এবি ডি'ভিলিয়র্স: গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামেন এবি ডি'ভিলিয়র্স। তিনি ১১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সবার ধারণা ছিল তিনি আইপিএল খেলা চালিয়ে যাবেন। তবে সকলকে অবাক করে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন প্রোটিয়া তারকা। স্বাভাবিকভাবেই এবার আইপিএল নিলামে নাম নেই ডি'ভিলিয়র্সের।
2/5বেন স্টোকস: গত আইপিএলে বেন স্টোকসকে ১২.৫ কোটি টাকায় ধরে রাখে রাজস্থান রয়্যালস। যদিও মাত্র ১টি ম্যাচ খেলেই চোট পেয়ে ছিটকে যান ব্রিটিশ অল-রাউন্ডার। স্টোকস এবার নিলামে সব থেকে দামি ক্রিকেটারদের মধ্যে থাকবেন বলেই সবার ধারণা ছিল। তবে টেস্টের প্রস্তুতিতে মন দেওয়ার জন্যই তিনি আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। নিলামের জন্য নাম নথিভুক্ত করাননি স্টোকস।
3/5ক্রিস মরিস: গত আইপিএল নিলামে সর্বকালীন রেকর্ড দামে বিক্রি হন ক্রিস মরিস। প্রোটিয়া তারকাকে ১৬.২৫ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। মরিস ইতিমধ্যেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁকে দেখা যাবে না এবারের আইপিএল নিলামে।
4/5ঝাই রিচার্ডসন: গতবছর পঞ্জাব কিংস ঝাই রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় দলে নেয়। যদিও এবার আইপিএল নিলামের জন্য বিসিসিআইয়ের প্রকাশিত তালিকায় নাম নেই অজি তারকার। এটা পরিস্কার নয় যে, রিচার্ডসন নিলামের জন্য নাম নথিভুক্ত করাননি, নাকি তাঁর জায়গা হয়নি নিলামের জন্য বেছে নেওয়া চূড়ান্ত তালিকায়।
5/5কাইল জেমিসন: গতবছর কাইল জেমিসনকে ১৫ কোটি টাকায় দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলেই কিউয়ি অল-রাউন্ডার এবার নাম নথিভুক্ত করাননি আইপিএল নিলামে।