বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Auction: এই বছর MI-এর জার্সিতে মাঠে নামতে পারবেন? নিজেই আপডেট দিলেন জোফ্রা

IPL Auction: এই বছর MI-এর জার্সিতে মাঠে নামতে পারবেন? নিজেই আপডেট দিলেন জোফ্রা

জোফ্রা আর্চার।

আর্চারকে নেওয়ার জন্য নিলাম টেবিলে রীতিমতো উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। আর্চারের প্রাক্তন দল রাজস্থান তাঁকে নেওয়ার জন্য ৬ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত দর দিয়েছিল। এর পর রাজস্থান সরে আসে। সানরাইজার্স হায়দরাবাদ পাল্টা মুম্বইয়ের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করে। কিন্তু আর্চারকে শেষ পর্যন্ত নেয় মুম্বই। 

ইশান কিষাণকে নিয়ে আইপিএল নিলামের আগে থেকেই জল্পনা ছিল। এবং তিনি যে বেশি দাম পাচ্ছেন, সেটাও মোটামুটি ভাবে নিশ্চিত ছিল। যে কারণে মুম্বই ইন্ডিয়ান্স এই বছরও তাদের দলে ইশানকে ধরে রাখতে ১৫.২৫ কোটি টাকা খরচ করেছে। তবে জোফ্রা আর্চারের চোট রয়েছে। তিনি খেলতে পারবেন না, তবু কেন তাঁকে ৮ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স? উঠে গিয়েছে প্রশ্ন।

এমনকী আর্চারকে নেওয়ার জন্য নিলাম টেবিলে রীতিমতো উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল রাজস্থান রয়্যালস ও মুম্বইয়ের। আর্চারের প্রাক্তন দল রাজস্থান তাঁকে নেওয়ার জন্য ৬ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত দর দিয়েছিল। এর পর রাজস্থান সরে আসে। সানরাইজার্স হায়দরাবাদ পাল্টা মুম্বইয়ের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করে। কিন্তু আর্চারকে শেষ পর্যন্ত নেয় মুম্বই। চোটের জন্য বহুদিন ধরেই মাঠের বাইরে আর্চার। এ বছর তিনি আইপিএলে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল। কিন্তু নিলামে তাঁর নাম ছিল। তবুও বিশ্বকাপ জয়ী ফাস্টবোলারের জন্য ঝাঁপিয়েছিল তিন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কেন?

তবে মুম্বই তাঁকে কেনায় উচ্ছ্বসিত জোফ্রা আর্চার। তিনি একটি ভিডিয়ো বার্তায় বলেছেন. ‘আমি মুম্বই ইন্ডিয়ান্সে (এমআই) যোগ দিতে পেরে খুবই খুশি। এটি এমন একটি ফ্র্যাঞ্চাইজি, যারা সত্যিই আমার হৃদয়ের কাছাকাছি ছিল এবং আমি সব সময় এই টিমের হয়ে খেলতে চেয়েছিলাম।’ 

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমি এমন অসাধারণ একটি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছি। আমি বিশ্বের বড় বড় কিছু তারকার সঙ্গে খেলার সুযোগও পেতে যাচ্ছি। তাই আমি সত্যিই একটি নতুন অধ্যায় শুরু করার জন্য উন্মুখ। শীঘ্রই দেখা হবে।’

গত বছর মে মাসে গুরুতর চোটের জন্য আর্চারের ডান কনুইতে অস্ত্রোপচার হয়েছিল। এর পর তিনি সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন। কিন্তু বল করতে গিয়ে ফের অস্বস্তি অনুভব করায় তিনি আবার মাঠের বাইরে চলে যান। নতুন করে চিকিৎসা শুরু হয়। করতে হয় অস্ত্রোপচার। যার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজে খেলেননি তিনি।

আইপিএল নিলামের অনেক আগেই টুর্নামেন্টের সিইও হেমঙ্গ আমিন ১০ ফ্র্যাঞ্চাইজিকে মেইল করে জানিয়ে দিয়েছিল, ২০২২ সালের আইপিএলে আর্চার চোটের জন্য খেলতে পারছেন না। ২০২৩ ও ২০২৪ সালে আর্চার সম্ভবত আইপিএল খেলতে পারেন। ফলে কোনও ফ্র্যাঞ্চাইজি এই জোরে বোলারকে সই করালে ঝুঁকি থেকেই যাচ্ছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, যেহেতু আর্চারের চোট রয়েছে, তাই তাঁর কোনও বিকল্প পাবে না ফ্র্যাঞ্চাইজি। এর পরেও যে কেন আর্চারকে মুম্বই নিল, বা বাকি দলগুলো লড়াই করল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.