কেকেআরে অনুকুল রায়। ২০ লাখ টাকার বেস প্রাইসে প্রথম বাঙালি ক্রিকেটারকে দলে নিল কেকেআর। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এই বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজার অন্ধ ভক্ত ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার। যদিও পশ্চিমবঙ্গে অনুকুলের জন্ম নয়। তিনি এখানে থাকেনও না। ঝাড়খণ্ডের হয়ে খেলা অনুকুলের জন্ম বিহারের সমস্তিপুরে। সেখানেই তাঁর বাবা সুধাকর রায় আইনি পেশার সঙ্গে যুক্ত। ভিনরাজ্যে জন্মানো এই অনুকুলই এবার আইপিএলে খেলবেন কলকাতার হয়ে।
সমস্তিপুরে যেখানে অনুকুল জন্মেছিলেন, সেখানে তাঁকে ‘জাডেজা’ সম্বোধন করেন স্থানীয়রা। তবে বিহারে থেকে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলা যায় না বলে অনুকুলকে ঝাড়খণ্ডের চাইবাসা পাঠিয়েছিলেন বাবা সুধাকর। সেখানে তাঁর প্রথম কোচ ছিলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার বেঙ্কট রাম। আর এবার এই যুব অল-রাউন্ডারকে দেখা যাবে কলকাতার জার্সিতে। সমস্তিপুরের জাডেজাকে স্পষ্ট বাংলায় বলতে শোনা যাবে ‘করব লড়ব জিতব রে।’
২০১৮ সালের যুব বিশ্বকাপে ভারতের দলে সুযোগ পান তিনি। সেই বিশ্বকাপে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন অনুকুল। বিশ্বকাপ জিতেছিল ভারত। এর পরের বছই ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুশ্তাক আলিতে অভিষেক ঘটান অনুকুল। দেওধর ট্রফিতে ভারত-বি দলে সুযোগ পেয়েছিলেন অনুকুল। এর আগে ২০১৮ সালেই ঝাড়খণ্ডের হয়ে রঞ্জিতে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি স্পিন বোলার। বোলার হলেও ব্যাট হাতেও বেশ কার্যকরী অনুকুল রায়। ২০১৯ সালে আইপিএলে নিজের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ম্যাচ ম্যাচ খেলেন অনুকুল রায়। মুম্বইয়ের সাথে আইপিএলও জিতেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।