বেঙ্গালুরুতে দুইদিনব্যাপী আইপিএলের মেগা নিলামের কেনাবেচা শেষ হয়েছে। সব ফ্রাঞ্চাইজিই নিজেদের সাধ্যমতো দল গড়ার চেষ্টা করেছে। তবে নিলাম শেষে কিন্তু সবার মুখে একটাই কথা, একই দলের হয়ে খেলতে চলেছেন জসপ্রীত বুমরাহ এবং জোফ্রা আর্চার।
এ মরশুমে আর্চার যে খেলতে পারবেন না, সেকথা আগেই মোটামুটি সকলের জানা ছিল। তা সত্ত্বেও নিলামে তাঁকে আট কোটি টাকার বিপুল অর্থে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বের দুই সেরা ফাস্ট বোলারকে একসঙ্গে দেখার জন্য সব সমর্থকরাই উচ্ছ্বসিত। কিন্তু তার জন্য বছরখানেক অপেক্ষা করতে হবে। অনুরাগীদের মতো মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত জাহির খানও এই দুই তারকা বোলারকে একসঙ্গে বল করতে দেখতে মুখিয়ে আছেন।
তাঁর মতে দুই তারকা ফাস্ট বোলারকে একসঙ্গে দেখার জন্য একটু ধৈর্য্য ধরাই যায়। নিলামের পর মুম্বইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট জাহির বলেন, ‘জানি সকলেই জুটি বেঁধে এই দুইজনকে একসঙ্গে মাঠে নামতে দেখার জন্য মুখিয়ে রয়েছে। আমরাও সেই অপেক্ষায় করছি। দুই কিংবদন্তি ফাস্ট বোলারকে একসঙ্গে বল করতে দেখাটা সৌভাগ্য এবং এটা সম্ভব হওয়ায় আমি অভিভূত। এর জন্য একটু অপেক্ষা তো করাই যায়।’