কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় তরুণ তুর্কীরা জিতেছেন। সেই বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাজ বাওয়া। ক্যরিবিয়ানে তাঁর খেলা মনে করিয়ে দেয় কপিল দেবের কথা। ফাইনালে বাওয়া নিয়েছিলেন পাঁচ উইকেট। বিশ্বকাপে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। এহেন রাজকে আইপিএলের নিলামে তাঁর বেস প্রাইস থেকে দশ গুণ বেশি দাম দিয়ে দলে নেয় পঞ্জাব। এই পরিমাণ অর্থে স্বভাবতই খুশি বাওয়া।
নিলামের সময় বাওয়া নিজে ছিলেন ভুবনেশ্বরের হোটেলে। রঞ্জিতে খেলতে সেখানে বাওয়া। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছে বাওয়া। আর হোটেল ঘরে বসেই এই নিলাম দেখলেন বাওয়া। ছোটবেলায় আইপিএলে পঞ্জাবের খেলা দেখতে অনেকবারই স্টেডিয়ামে গিয়েছেন বাবা-কোচের সঙ্গে। এবার সেই পঞ্জাবের হয়েই খেলবেন বাওয়া। এই বিষয়ে বাওয়া বলেন, ‘পঞ্জাব কিংসে সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। অনেকদিন ধরেই এটা আমার প্রিয় দল। আমার মনে আছে সন্ধ্যায় অনুশীলনের পর তাদের খেলা দেখতে যেতাম এবং আমি এখন পঞ্জাব কিংসের জার্সি পরব।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৩১ রানে ৫ উইকেট নেন এবং কঠিন সময়ে ব্যাটিংয়ে ৫৪ বলে ৩৫ রান করেন রাজ। উগান্ডার বিরুদ্ধে অপরাজিত ১৬২ রানও করেছিল রাজ। টুর্নামেন্টে খেলা ৬টি ম্যাচের ৫টি ইনিংসে ব্যাট করে বাওয়া ৬৩ গড়ে এবং ১০০.৮০ স্ট্রাইক রেটে ২৫২ রান করেন। বোলিংয়ে, ১৬.৬৬ গড়ে এবং ৪.৫০ ইকোনমি রেটে ৯টি উইকেট নেন। তাঁর এই পারফরম্যান্সের জোরেই, আইপিএল নিলামে তাঁর উপর কোটি টাকার বৃষ্টি হল। আর প্রিয় দলে যেতে পেরে খুশি বাওয়াও।