ওয়েস্ট ইন্ডিজে রেকর্ড পঞ্চমবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় অনুর্ধ্ব ১৯ তারকারা। স্বাভাবিকভাবেই এরপর আইপিএলে কোনো না কোনো দলে সুযোগ পাওয়ার আশায় ছিলেন অনেকেই। তবে যশ ধুলরা নিলামের তালিকায় নাম তুলতে পারলেও নিয়ম বাধা হয়ে দাঁড়ায় রবি কুমারদের।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আইপিএল নিলামের আগে অন্তত একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা বা ১৯ বছরের অধিক বয়সী ক্রিকেটাররই নিলামে নিজেদের নাম তুলতে পারবেন। এর ফলে বাংলার ফাস্ট বোলার রবি কুমার, অনুর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক শেখ রশিদরা নিলামে নিজেদের নাম তুলতে পারেননি। যেহেতু বিগত দুই বছরে করোনার কারণে প্রায় কোনোরকম ঘরোয়া টুর্নামেন্টই আয়োজন করা সম্ভব হয়নি। তাই অনেকেই চাইছিলেন এ বারের জন্য রবি কুমাররা যাতে বিশেষ ছাড় পান। সেটাই হল।
Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নিলামের আগে সমস্ত ফ্রাঞ্চাইজিদের সঙ্গে এক বেসরকারি আলোচনায় বিসিসিআইয়ের তরফে অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের এই বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। টুর্নামেন্ট চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই বিষয়ের সত্যতা স্বীকার উক্ত মাধ্যমকে জানান, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিলামের তালিকায় যুক্ত করেছি।’ এই বিশেষ ছাড়ের জেরে ঠিক কাদের নিলামে উঠেছে তা জানানো না হলেও, মোট ১০ জন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছেন বলে খবর। এর মধ্যে রবি কুমার, রশিদরাও রয়েছেন। এই সংযুক্তিকরণের জেরে দুইদিনব্যাপী নিলামে মোট ৬০০জন ক্রিকেটারের নাম উঠতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।