IPL Auction: কে হল মেগা নিলামের আসল বাজিগর ? আলোচনায় উঠল কার নাম? Updated: 14 Feb 2022, 09:36 PM IST লেখক Sanjib Halder দু'দিন ধরে টানটান উত্তেজনার নিলামের পর আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি বেছে নিল তাদের টিম। কারা করল বাজিমাত? কোন টিমই বা তুলনামূলক দুর্বল হয়ে পড়ল? কারাই বা একেবারে ব্যালেন্সড টিম তৈরি করতে পারল?