শুভব্রত মুখার্জি: আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আইপিএলের ১৬তম সংস্করণের খেলা শুরু হবে ৩১ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে। তার আগেই যেন আইপিএল ‘জ্বরে’ আক্রান্ত শহর কলকাতা। আইপিএল এবং শহরের ফ্রাঞ্চাইজি কেকেআরকে নিয়ে বাড়ছে উন্মাদনা। সেই উন্মাদনার আঁচ যেন সর্বত্র ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু ক্রিকেটার। তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে অনুশীলনও শুরু করে দিয়েছেন তারা। পাশাপাশি শুরু হয়েছে কেকেআর ম্যাচের টিকিট বিক্রিও। অনলাইন, অফলাইন সব মাধ্যমেই পাওয়া যাবে এই টিকিট।
আরও পড়ুন… ভিডিয়ো- বাজপাখির মতো ক্যাচ নিয়ে নিজেই অবাক জেমিমা
এবারের আইপিএল-এ নাইট ক্রিকেটারদের জন্য থাকবে নানা প্রমোশনাল ইভেন্ট, বিজ্ঞাপনী শুটিং। আর সবকিছুর ব্যস্ততা সামলে থাকছে ইডেনের ২২ গজে গা ঘামানো। ১৭ দিন বাদেই গড়াবে ১৬তম আইপিএলের প্রথম বল। কেকেআর অবশ্য তাদের অভিযান শুরু করবে একদিন পরেই। কেকেআর তাদের প্রথম ম্যাচ খেলবে দ্বিতীয় দিনেই। ১ এপ্রিল কেকেআরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। তার কয়েকদিন পরেই ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। সোমবার থেকে ইডেনের ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি শুরু করা হয়েছে কেকেআরের তরফে।
আরও পড়ুন… IPL 2023: RR-এর মেন্টাল পারফরম্যান্স কোচ মন ব্রকম্যান, দলের দ্বৈত দায়িত্বে সাঙ্গাকারা
তবে এবার টিকিটের দাম কিছুটা হলেও বেশি রাখা হয়েছে। সবচেয়ে কম দামী টিকিট শুরু হচ্ছে ৭৫০ টাকা থেকে। নবসাজে সজ্জিত ইডেনে গার্ডেন্সের মোট পাঁচটি ব্লক রয়েছে। ৭৫০ টাকার টিকিটে পাঁচটি ব্লকের আপার টিয়ার থেকে খেলা দেখা যাবে। ৭৫০ টাকার টিকিটের পরেই রয়েছে ১০০০ টাকার টিকিট। ইডেনের অন্যতম প্রিমিয়র সিট ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বসে খেলা দেখতে কাটতে হবে ৮০০০ টাকার টিকিট । ক্লাব হাউসের আপার টিয়ারের টিকিট কাটা যাবে ৫০০০ টাকা। কর্পোরেট বক্সে বসে ঠান্ডা ঘরে বসে তারকাদের সঙ্গে খেলা দেখতে হলে আপনাকে খরচ করতে হবে ২৬০০০ টাকা। এই মরশুমে কেকেআরের তরফে ঘরের মাঠে যে সব টিকিট ছাড়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ টিকিটের দাম এটাই। এদিন থেকেই আবার ইডেনের ইন্ডোরে অনুশীলন শুরু করেছে কেকেআর কতৃপক্ষ। এই মরশুমে তাদের নয়া কোচ চন্দ্রকান্ত পন্ডিতের অধীনে অনুশীলন শুরু করেছে কেকেআর ক্রিকেটাররা। নীতিশ রানা, রিঙ্কু সিংরা এদিন গা ঘামিয়েছেন ইডেনে। কেকেআরের সোশ্যাল মিডিয়াতে সেই অনুশীলনের ছবিও পোস্ট করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।