আইপিএল ২০২২-এর ফাইনালে মুখোমুখি রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস। এই মেগা ফাইনাল ঘিরে উত্তেজনা চরমে। তবে ম্যাচ শুরুর আগে রণবীর সিং-এর দুরন্ত নাচের পারফরম্যান্স আর তার পর এআর রহমানের ‘বন্দেমাতরম’ গান একেবারে মাতিয়ে দিলেন।
মোতেরায় ১ লাখ দর্শক রহমানের গানে একেবারে মুগ্ধ। আবেগে ভেসে গেল প্রত্যেকেই। টানটান উত্তেজনার লড়াইয়ের আগেই শান্তির পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী এবং সুরকার এআর রহমান। তবে ২২ গজের লড়াইটা নেহাৎ-ই সাময়িক। ম্যাচের আগে পরে সকলেই যে বন্ধু বা কাছের মানুষ।
শেষ বার ২০১৯ সালের আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল। তার পর করোনার প্রকোপ বাড়তে থাকায় ওপেনিং এবং ক্লোজিং, কোনও সেরিমনি আইপিএলে আর হয়নি। তবে এ বার করোনা ভীতি সরিয়ে নতুন ভোর আইপিএল ২০২২-এ।
ফাইনালের আগে ক্লোজিং সেরিমনিতে উপস্থাপক রবি শাস্ত্রী মঞ্চ ছাড়ার পরেই জমকালো এন্ট্রি রণবীর সিং-এর। অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে জমিয়ে দিলেন বলিউড স্টার। নাচের মাঝেই লোকেশ রাহুলের কানে আঙুল দিয়ে ট্রেডমার্ক সেলিব্রেশনও নকল করতে দেখা যায় তাঁকে। তিনি পৌঁছে যান রাজস্থান রয়্যালসের ডাগ-আউটেও। হাই-ফাইভ করেন যশস্বী জসওালের সঙ্গে। পরে মঞ্চের দখল নেন এআর রহমান। তাঁর গানের সুরে আত্মহারা হয়ে পড়েন দর্শকেরা। ৩০ মিনিট চলে সমাপ্তি অনুষ্ঠান।
রণবীর সিং-এর এনার্জি, রহমানের ‘জয় হো’ সুরের জাদুতে প্লেয়াররাও নিঃসন্দেহে বাড়তি মোটিভেশন নিয়েই মাঠে নামেন। মাঝে আমির খানের লাল সিং চাড্ডার প্রোমোশন- সব মিলিয়ে ক্রিকেট আর বলিউড তারকাদের উপস্থিতি আইপিএল ফাইনালে অন্য মাত্রা যোগ করল।