বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশ দেয়নি BCCI- দাবি DC CEO-র

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশ দেয়নি BCCI- দাবি DC CEO-র

দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মলহোত্রা।

আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের, বিশেষ করে যাদের সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ খেলার, তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে স্পষ্ট করে কোনও বার্তা পাননি বলেই জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রা।

শুভব্রত মুখার্জি: অক্টোবর -নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে একাধিক সিরিজ, ফ্র্যাঞ্চাইজি লিগের একাধিক ম্যাচে খেলতে হবে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলতে চলা ক্রিকেটারদের। রয়েছে দু'মাস ব্যাপি আইপিএল। তার পরেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন অবস্থায় চোট আঘাতের সমস্যা যেন দিন দিন বেড়েই চলেছে। জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার- তালিকা যেন দিনদিন দীর্ঘ হচ্ছে। ফলে বিশ্বকাপের আগে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হল ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সিইও ধীরজ মলহোত্রা। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নির্দিষ্ট নির্দেশ নেই বিসিসিআইয়ের তরফে।

আরও পড়ুন: আমি কিংবদন্তি- রাসেলের হুঙ্কারের মাঝেই তাঁর KKR অধিনায়ক হওয়া নিয়ে গুঞ্জন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের, বিশেষ করে যাদের সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ খেলার, তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে স্পষ্ট করে কোনও বার্তা পাননি বলেই জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রা। উল্লেখ্য, ধীরজ একটা সময়ে বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। তিনি জানিয়েছেন, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির‌ তরফে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটি বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। ফলে বিসিসিআইয়ের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মেডিক্যাল ইউনিটের একযোগে কাজ করতে সুবিধা হবে বলেই তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: পন্তের জার্সি নম্বর নিজেদের টুপি, টি-শার্টে ব্যবহার করার কথা ভাবছেন DC কোচ

সংবাদ সংস্থা পিটিআই-কে ধীরজ বলেছেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নির্দিষ্ট কোন নির্দেশ বোর্ডের তরফে দেওয়া হয়নি। তবে এনসিএ-র তরফে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিস্তারিত রিপোর্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে পাঠানো হয়েছে। আমাদের দলে তিন জন ক্রিকেটার রয়েছেন (পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব) যারা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে। এরা কতটা ক্রিকেট খেলেছে, এদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নির্দিষ্ট রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়েছে। তবে বিসিসিআই এই বিষয়ে আমাদের থেকে ঠিক কী চায়, তার কোনও নির্দিষ্ট রুপরেখা বলা হয়নি।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কোচের মতে, ‘আমাকে একটা কথা বলুন, জাসসির (জসপ্রীত বুমরাহ) অনুপস্থিতিতে আমাদের সেরা পেসার মহম্মদ শামি। এখন গুজরাট যদি ফাইনালে যায় ওকে ৬৪ ওভার (১৬টা ম্যাচ, ৪ ওভার করে) বল করতে হবে। ধরুন এনসিএ বলে দিল, শামিকে দিয়ে সর্বোচ্চ ৪০ ওভার বোলিং করানো যাবে। তার পরেও কোথায় গ্যারান্টি রয়েছে যে, শামি হ্যামস্ট্রিংয়ে চোট পাবে না? এই গ্যারান্টি কেউ কি লিখিত দিতে পারবে।’

বন্ধ করুন