পরের মরশুম থেকে ৮ দলের বদলে ১০ দলের আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে। সেই মতো কোন ২টি শহর নতুন করে আইপিএলে অংশ নিতে চলেছে, তা জানা যায় সোমবার। এও জানা যায় যে, কাদের হাতে উঠল নতুন দল দু'টির মালিকানা।
আইপিএলের দু'টি নতুন দলের নিলামে টাকার ছড়াছড়ি
২০০৮ সালে আইপিএলের সূচনার সময় যে দল সবথেকে বেশি দামী ছিল, সেই দলের থেকে ১৬ গুণ বেশি টাকা দিয়ে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ।বিস্তারিত জানুন:- IPL 2022 Team Auction: ২০০৮ সালের সবথেকে দামী দলের থেকে ১৬ গুণ বেশি টাকায় বিক্রি হল লখনউ!
১০ দলের টুর্নামেন্ট, তবে প্রত্যেকটা দল লিগে ক'টি ম্যাচ খেলবে জানেন?
২০২২ আইপিএল মরশুম অনুষ্ঠিত হবে ১০ দলের। মোট ম্যাচ খেলা হবে ৭৪টি। যদিও প্রত্যেকটা দল ৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে। এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে।
আমদাবাদের মালিকানা হাতে পাওয়া CVC ক্যাপিটাল কারা?
আন্তর্জাতিক লগ্নির বাজারে অন্যতম পরিচিত নাম CVC ক্যাপিটালস। সদর দফতর লুক্সেমবার্গে। আগে ফর্মুলা ওয়ানে অংশীদারিত্ব ছিল। সম্প্রতি লা লিগার শেয়ার কিনেছে।বিস্তারিত জানতে পড়ুন:- অংশীদারিত্ব আছে La Liga-য়, ছিল ফর্মুলা ওয়ানেও, IPL-র নয়া দল আমদবাদ কিনল কারা?
নজর থাকবে ভালো দল গড়ায়: গোয়েঙ্কা
আইপিএলের আঙিনায় ফিরে আসে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আইপিএলে ফিরে এসে ভালো লাগছে। আমি উচ্ছ্বসিত। এটা প্রথমিক পদক্ষেপ। এবার আমাদের ভালো দল গড়ে পারফর্ম করতে হবে।’
আইপিএলে ফিরল গোয়েঙ্ক গ্রুপ
আইপিএলে গোয়াঙ্কা গ্রুপের মাথা গলিয়ে দেওয়া এই প্রথম নয়। এর আগে সিএসকে ও রাজস্থান রয়্যালস আইপিএল থেকে নির্বাসিত থাকার সময় ২০১৬ ও ২০১৭ সালে পুণ ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল গোয়েঙ্কা গ্রুপের হাতেই। সেদিক থেকে তারা আইপিএলে ফিরল বলা যায়। যদিও এবার পুণের ময়ারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নয়, বরং তাঁদের বেস ক্যাম্প ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়াম।
আইপিএলে দল পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আইপিএলে দল কেনার আগ্রহ দেখিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ। তবে শেষমেশ তাদের খালি হাতে ফিরতে হয়। গ্লেজার্সরা ৫ হাজার কোটি টাকার মতো বিড জমা দিয়েছিল বলে খবর। আদানি গ্রুপ ৫০০০ কোটি টাকার বিড জমা দিয়েছিল বলে খবর।
RPSG গ্রুপ ও CVC ক্যাপিটালের হাতে উঠল মালিকানা
আইপিএলের দু'টি নতুন দলের মালিকানা উঠল RPSG গ্রুপ ও CVC ক্যাপিটালের হাতে। আরপিএস গ্রুপ ৭০৯০ কোটি টাকায় কিনে নেয় লখনউ ফ্র্যাঞ্চাইজি। সিভিসি ক্যাপিটাল ৫৬২৫ কোটি টাকায় কিনে নেয় আমদাবাদের মালিকানা। সুতরাং, ২টি নতুন আইপিএল দল বিক্রি করে বোর্ডের আয় ১২৭১৫ কোটি টাকা। সুতরাং বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম পেল ঘরোয়া আইপিএল দল। সেই সঙ্গে প্রথমবার আইপিএলে জুড়ে গেল উত্তরপ্রদেশের নাম।
আমদাবাদ ও লখনউ কি যোগ দিতে চলেছে আইপিএলে?
আমদাবাদ ও লখনউ, নতুন দল হিসেবে এই দু'টি শহরের নাম ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। তাই যদি হয় তবে আইপিএলের দশটি দল দাঁড়াবে- মুম্বই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, পঞ্জাব, হায়দরাবাদ, রাজস্থান, আমদাবাদ ও লখনউ।
হায়েস্ট বিডার গোয়েঙ্কা গ্রুপ!
RPSG গ্রুপ হায়েস্ট বিডার বলে খবর। পরিমাণ ৭০০০ কোটি। CVC ক্যাপিটালস দ্বিতীয় সর্বোচ্চ বিডার। পরিমাণ ৫২০০ কোটি টাকা। এমনটাই শোনা যাচ্ছে। যদিও এখনও বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ঘোষণা হতে পারে যে কোনও মুহূর্তে
সমস্ত বিডারদের নিজেদের জায়গায় বসার অনুরোধ বোর্ডের। ঘোষণা হতে পারে যে কোনও মুহূর্তে।
আমদাবাদ ও লখনউ হতে পারে আইপিএলের নতুন দু'টি দল
আমদাবাদ ও লখনউ হতে পারে আইপিএলের নতুন দু'টি দল। এমনই খবর শোনা যাচ্ছে। যদিও বোর্ডের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
কোন শহরগুলির জন্য আবেদন করা হয়েছে?
৬টি শহরের নাম রয়েছে তালিকায়, যার মধ্যে ২টি শহরকে দেখা যাবে পরের আইপিএলে। লড়াইয়ে রয়েছে আমদাবাদ, লখনউ, কটক, ইন্দোর, ধরমশালা ও গুয়াহাটি।
লড়াইয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ
আইপিএলের নতুন দল কিনতে আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ। বিজ জমা দিয়েছেন তাঁরাও। কোনও একটি দলের মালিকানা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই তাঁরা আমিরশাহিতে হাজির।বিস্তারিত পড়ুন:- IPL দল কিনতে আমিরশাহিতে হাজির ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরা, রিপোর্ট
কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা
টেন্ডার প্রক্রিয়া সারা। কোন দু'টি শহর আইপিএলে নতুন করে অংশ নিতে চলেছে, তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। দশটি সংস্থা আইপিএলের নতুন দল কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে খবর। চলছে বাছাই প্রক্রিয়া।