বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL দল কিনতে আমিরশাহিতে হাজির ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরা, রিপোর্ট

IPL দল কিনতে আমিরশাহিতে হাজির ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরা, রিপোর্ট

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লোগো ও আইপিএলের ট্রফি। ছবি- টুইটার।

সোমবারই জানা যাবে কোন দু’টি শহর আইপিএলে অংশ নিতে চলেছে এবং তাদের মালিকানা কাদের হাতে যেতে চলেছে।

এবার থেকে আইপিএলে দু'টি নতুন দল অংশ নিতে চলেছে, এখবর বহু আগেই জেনে গিয়েছে ভারতীয় ক্রিকেটমহল। নতুন দল কেনার জন্য টেন্ডার প্রক্রিয়াও সারা। অবশেষে সোমবারই উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। কারা হবেন দু'টি নতুন আইপিএল দলের মালিক, বিসিসিআইয়ের তরফে তা জানানো হবে এদিনই।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ আইপিএল দল কিনতে আগ্রহী, এমন খবর জানা গিয়েছে ইতিমধ্যেই। সেই মতো সোমবার গ্লেজার্স পরিবার আমিরশাহিতে হাজির দু'টি নতুন দলের মধ্যে একটির মালিকানা হাতে পাওয়ার লক্ষ্যে।

বোর্ডর এক সূত্র সংবাদ সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন আইপিএল দলের নিলামের জন্য ম্যান ইউ কর্তৃপক্ষের আমিরশাহিতে হাজির হওয়ার বিষয়টি। তিনি বলেন, ‘হ্যাঁ, ওনারা এখানে এসেছেন। আমরা বিকালেই জেনে যাব কোন দু’টি শহর আইপিএলে অংশ নিতে চলেছে এবং তাদের মালিকানা কাদের হাতে যেতে চলেছে।'

আগামী মরশুম থেকেই খোলনলচে বদলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আরও বড় রূপ নিতে চলেছে। আইপিএলের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম, যেখানে সব দলকেই নিজেদের স্কোয়াড ঢেলে সাজাতে দেখা যাবে। হাতে গোনা কয়েকজন পুরনো ক্রিকেটারকে ধর রাখার সুযোগ পেতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।

বন্ধ করুন