আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় উপ-মহাদেশে আইপিএলের ডিজিটাল স্বত্ব পেল ভায়োকম১৮। ভারতীয় উপ-মহাদেশে টিভির স্বত্ব থাকল স্টারের হাত। সবমিলিয়ে চারটি সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৪৮,৩৮০ কোটি টাকা তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবার মোট চারটি ভাগে আইপিএল স্বত্ব বিক্রির নিলাম হয় - প্যাকেজ 'এ' (ভারতীয় উপ-মহাদেশে টিভির সম্প্রচার স্বত্ব), প্যাকেজ ‘বি' (ভারতীয় উপ-মহাদেশে আইপিএলের ডিজিটাল স্বত্ব), প্যাকেজ ‘সি’ (বিশেষ ম্যাচের ডিজিটাল সম্প্রচার স্বত্ব, পোশাকি ভাষায় নন-এক্সক্লুসিভ ডিজিটাল) এবং প্যাকেজ ‘ডি’(বিশ্বের সম্প্রচার স্বত্ব)। সেই নিলামে চারটি স্বত্ব বেচে ৪৮,৩৯০ কোটি টাকা উঠেছে।
কার হাতে কোন স্বত্ব গিয়েছে?
ভারতীয় উপ-মহাদেশে ডিজনি স্টারের হাতেই টিভি সম্প্রচার স্বত্ব আছে। সেজন্য ডিজনিকে ২৩,৫৭৫ কোটি টাকা খরচ করতে হয়েছে (ম্যাচপিছু ৫৭.৫ কোটি টাকা)। তবে ডিজনির হাত থেকে ভারতীয় উপ-মহাদেশের ডিজিটাল স্বত্ব ছিনিয়ে নিয়েছে ভায়োকম১৮। ২০,৫০০ কোটি টাকায় সেই স্বত্ব জিতেছে মুকেশ আম্বানির সংস্থা। সেইসঙ্গে বিশেষ ম্যাচের ডিজিটাল সম্প্রচার স্বত্বও (প্রতি মরশুমে ১৮ টি বিশেষ ম্যাচ) জিতেছে। সেজন্য বাড়তি ২,৯৯১.৬ কোটি টাকা গুনতে হয়েছে। তার ফলে ২০২৩ সাল থেকে ২০২৭ পর্যন্ত হটস্টারে আইপিএল দেখতে পারবেন না।
আরও পড়ুন: IPL Media Rights: স্টার পেল IPL-র টিভি স্বত্ব, ডিজিটালে আম্বানির সংস্থা, উঠল ৪৪,০৭৫ কোটি টাকা
শুধু ভারতীয় উপ-মহাদেশের ডিজিটাল স্বত্ব প্যাকেজ ‘ডি’-র একাংশও জিতেছে ভায়োকম১৮। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের ডিজিটাল স্বত্বও জিতেছে। বাকি বিশ্বের স্বত্ব কিনে নিয়েছে টাইমস ইন্টারনেট। সার্বিকভাবে ১,৩০০ কোটি টাকার বেশি অর্থে সেই প্যাকেজ ‘ডি’-র স্বত্ব বিক্রি হয়েছে।
উল্লেখ্য, আইপিএলের প্রথম ১০ বছরের স্বত্ব কিনেছিল সোনি। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্বত্ব কিনতে ৮,২০০ কোটি টাকা খরচ করেছিল। পরের পাঁচ বছরের স্বত্ব ১৬,৩৪৭.৫ কোটি টাকায় কিনেছিল ডিজনি স্টার। সেইসময় আইপিএলের প্রতিটি ম্যাচের মূল্য ছিল ৫৪.৫ কোটি টাকা। এবার তা ১১৪ কোটি টাকায় (১৪.৬১ মিলিয়ন মার্কিন ডলার) ঠেকেছে। যা অঙ্কের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে আছে এনএফএল (১৭ মিলিয়ন মার্কিন ডলার)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।