কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পারল না। তবে ইডেন গার্ডেন্সে কলকাতা হারিয়ে আইপিএলের প্লে-অফের টিকিট পেয়ে গেল কলকাতার ব্যবসায়ীর সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়েন্টস। সেইসঙ্গে আইপিএলের প্লে-অফে তিনটি দলের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। একটি জায়গা বাকি আছে। সেই জায়গাটার জন্য মূলত বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই হবে। সুযোগ আছে রাজস্থান রয়্যালসেরও।
আইপিএলের পয়েন্ট তালিকা
প্লে-অফের চতুর্থ দল কারা হবে?
রবিবার আইপিএলের গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচ আছে - মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটানস। ওই দুটি ম্যাচের উপর নির্ভর করবে যে চতুর্থ দল হিসেবে প্লে-অফে কারা যাবে।
১) মুম্বই এবং ব্যাঙ্গালোর যদি জিতে যায়, তাহলে নেট রানরেটের নিরিখে নির্ধারিত হবে যে বিরাট কোহলি নাকি রোহিত শর্মা প্লে-অফে যাবেন। আপাতত যা পরিস্থিতি, সেক্ষেত্রে অবশ্যই ফেভারিট হল ব্যাঙ্গালোর। কারণ ব্যাঙ্গালোরের নেট রানরেট যেখানে +০.১৮০, সেখানে মুম্বই ধুঁকছে -০.১২৮-তে।
আরও পড়ুন: IPL 2023 playoffs: IPL থেকে ছিটকে গেল KKR, প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ে GT-র বিরুদ্ধে নামছে CSK
২) যদি মুম্বই জিতে যায় এবং ব্যাঙ্গালোর হেরে যায়, তাহলে প্লে-অফে উঠে যাবেন রোহিতরা। কারণ রোহিতের পয়েন্ট হবে ১৬। ব্যাঙ্গালোর ১৪ পয়েন্টে আটকে থাকবে।
৩) যদি ব্যাঙ্গালোর জিতে যায় এবং মুম্বই হেরে যায়, তাহলে আইপিএলের প্লে-অফে চলে যাবেন বিরাটরা।
আরও পড়ুন: KKR vs LSG: রিঙ্কুর তাণ্ডব সত্ত্বেও ১ রানে হার কলকাতার, প্লে-অফের টিকিট নিশ্চিত লখনউয়ের
৪) ব্যাঙ্গালোর এবং মুম্বই যদি হেরে যায়, তাহলে রাজস্থানের একটা সুযোগ তৈরি হতে পারে। আপাতত ব্যাঙ্গালোরের নেট রানরেট +০.১৮০। মুম্বইয়ের নেট রানরেট -০.১২৮। রাজস্থানের নেট রানরেট +০.১৪৮। সেক্ষেত্রে আরসিবি যদি বড় ব্যবধানে হেরে যায় এবং নেট রানরেটের নিরিখে রাজস্থানের থেকে পিছিয়ে যায়, তাহলে প্লে-অফে চলে যাবেন সঞ্জু স্যামসনরা।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)