বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Points Table: MI-কে রুদ্ধশ্বাস ম্যাচে হারালেও লিগ তালিকায় এক চুলও উন্নতি হল না SRH-র

IPL Points Table: MI-কে রুদ্ধশ্বাস ম্যাচে হারালেও লিগ তালিকায় এক চুলও উন্নতি হল না SRH-র

৩ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল সানরাইজার্স। ছবি- পিটিআই। (PTI)

পাঁচ ম্যাচ পর জয়ের সরণীতে ফিরে প্লে-অফের আশা অব্যাহত সানরাইজার্সের।

ওয়াংখেড়ের ময়দানে মরন-বাঁচন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ের এই ম্যাচ থেকে বাড়তি কিছু পাওনা না থাকলেও, সানরাইজার্সকে প্লে-অফের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হত। রুদ্ধশ্বাস ম্যাচ জিততে সক্ষম হলেও অবশ্য লিগ তালিকায় সানরাইজার্সের স্থান বদল হল না।

এই ম্যাচে নামার আগে লিগ তালিকায় আট নম্বরে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের ফলাফলে লিগ তালিকায় কোনও দলেরই স্থানের এক চুলও হের ফের হল না। আটেই রইল সানরাইজার্স এবং শেষেই থাকল মুম্বই। অবশ্য সানরাইজার্সের পয়েন্ট কেকেআর এবং পঞ্জাব কিংসের সমান। তবে ওই দুই দলের থেকে খারাপ নেট রান-রেট হওয়ায় তারা লিগ তালিকায় এগোতে পারল না।

ক্রমিক নংদলম্যাচজয় হারপয়েন্টনেট রান-রেট
গুজরাট টাইটানস১৩১০২০০.৩৯১
রাজস্থান রয়্য়ালস১৩১৬০.৩০৪
লখনউ সুপার জায়ান্টস১৩১৬০.২৬২
দিল্লি ক্যাপিটালস১৩১৪০.২৫৫
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১৩১৪-০.৩২৩
কলকাতা নাইট রাইডার্স১৩১২০.১৬০
পঞ্জাব কিংস১৩১২-০.০৪৩
সানরাইজার্স হায়দরাবাদ১৩১২-০.২৩০
চেন্নাই সুপার কিংস১৩-০.২০৬
১০মুম্বই ইন্ডিয়ান্স১৩১০-০.৫৭৭

ম্যাচে প্রথমে ব্যাট করে রাহুল ত্রিপাঠীর ৭৬ রান ও নিকোলাস পুরান ও প্রিয়ম গর্গের যথাক্রমে ৩৮ ও ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৯৩ রান তোলে সানরাইজার্স। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন রমনদীপ সিং। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ ৯৫ রান যোগ করেন। তবে উমরান মালিক মাঝের ওভারগুলিতে তিন উইকেট নিয়ে মুম্বইকে লাইনচ্যূত করে দেন। টিম ডেভিডের ঝোড়ো ১৮ বলে ৪৬ রানেও লাভের লাভ কিছুই হয়নি। শেষমেশ তিন রানে হারে মুম্বই

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন