বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Qualifier 2 RR vs RCB: বল ধরতে না পারায় পাডিক্কালকে গরম দিয়েছিলেন, এবার নিজেই ক্যাচ ফস্কালেন রিয়ান

IPL Qualifier 2 RR vs RCB: বল ধরতে না পারায় পাডিক্কালকে গরম দিয়েছিলেন, এবার নিজেই ক্যাচ ফস্কালেন রিয়ান

অন্যকে গরম! নিজেই ক্যাচ ফস্কালেন রিয়ান পরাগ। (ছবি সৌজন্যে টুইটার)

IPL Qualifier 2 RR vs RCB: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রজত পতিদারের সহজ ক্যাচ ফস্কে বসেন রাজস্থান রয়্য়ালয়ের রিয়ান পরাগ। যে রজত গত ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। আর রিয়ান তো নিজের দলের সতীর্থকেই গরম দিয়েছিলেন।

প্রথম কোয়ালিফায়ারে ক্যাচ বল ধরতে না পারায় দেবদূত পাডিক্কালকে গরম দিয়েছিলেন। এবার নিজেই একেবারে সহজ ক্যাচ ফস্কে বসলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। তারপর নেট দুনিয়ায় চূড়ান্ত ট্রোলড হলেন। নীতিশিক্ষার পাঠও দিলেন নেটিজেনরা।

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারপর ক্রিজে আসেন এলিমিনেটরের নায়ক রজত পতিদার। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তাঁর সহজ ক্যাচ ফস্কে বসেন রিয়ান। ব্যাকওয়ার্ড পয়েন্টে দু'হাত দিয়ে সহজ ক্যাচ ধরার চেষ্টা করেন। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি রিয়ান। সেইসময় ১৩ রানে ব্যাট করছিলেন রজত।

আরও পড়ুন: মাঠেই অশ্বিনের উপর চটলেন রিয়ান! তরুণ ক্রিকেটারের আচরণে স্তম্ভিত সিনিয়ার সতীর্থ

তারপরই উত্তাল হয়ে ওঠে টুইটার। নেটিজেনরা বলতে থাকেন, ‘এটাকেই কর্মা বলে।’ যে রিয়ান প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের বিরুদ্ধে বল ধরতে না পারায় পাডিক্কালকে গরম দিয়েছিলেন। এবার সেই রিয়ানই নেটিজেনদের তোপের মুখে পড়েন। তাঁর হাবভাব নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। কেউ কেউ বলেন, ‘বিরাট কোহলির মতো হাবভাব রিয়ান পরাগের। দক্ষতা আছে রিয়ান পরাগের মতো।’

নিজের হাবভাবের জন্য আগেও তোপের মুখে পড়েছেন রিয়ান। সপ্তাহদুয়েক আগেই লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ১৯ তম ওভারে মার্কাস স্টইনিসের ক্যাচ নেওয়ার দাবি করেছিলেন পরাগ। কিন্তু বল মাটিতে ঠেকে গিয়েছে কিনা, তা যাচাই করতে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার। রিয়ান লং অনে ভালোভাবে বল ধরলেও তা মাটিতে ঠেকে গিয়েছে বলে মনে করেছিলেন তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। তাই নট আউট দিয়ে দিয়েছিলেন।

তবে স্টইনিসের উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রাজস্থানকে। সেই পরাগের দিকেই ক্যাচ গিয়েছিল। তখন সহজেই সেই বল তালুবন্দি করে নিয়েছিলেন পরাগ। তারপরই তৃতীয় আম্পায়ারকে খোঁচা দিয়েছিলেন রাজস্থানের তরুণ খেলোয়াড়। বল মাটিতে ঠেকানোর ‘নাটক’ করে অনফিল্ড আম্পায়ারের দিকে তাকিয়ে আউটের ইশারা করেছিলেন।

বন্ধ করুন