সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জব কিংস ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে কাদের ধরে রাখল?
1/10লোকেশ রাহুল: আগেই ইঙ্গিত মিলেছিল যে পঞ্জাব কিংস কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চায় না। বরং তারা স্যালারি পার্সের সব টাকা খরচ করতে চায় নিলামে। ইএসপিএন-ক্রিকইনফোর খবর অনুযায়ী পঞ্জাব কোনও ক্রিকেটারকে ধরে রাখেনি। সুতরাং পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলকে পরের আইপিএলে অন্য কোনও দলের নেতৃত্বে দেখার সম্ভাবনা প্রবল।
2/10ইয়ন মর্গ্যান: আইপিএল ২০২১-এ যে রকম খারাপ ফর্মে ছিলেন, তাতে কেকেআর তাদের ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকে যে ধরে রাখবে না, সেটা একপ্রকার নিশ্চিত ছিল।
3/10ক্রুনাল এবং হার্দিক পাণ্ডিয়া: মুম্বই ইন্ডিয়ান্স মাত্র ২ জন ক্রিকেটারকে ধরে রেখেছে বলে খবর। ক্যাপ্টেন রোহিত ছড়া সেই তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরাহ। সুতরাং পান্ডিয়া ভাইয়েদের নিলাম থেকে নতুন দল খুঁজে নিতে হবে।
4/10সুরেশ রায়না: ক্যাপ্টেন ধোনিকে ধরে রাখলেও ভাইস ক্যাপ্টেন সুরেশ রায়নাকে ধরে রাখেনি সিএসকে। রায়নাকে লখনউ ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে পরের আইপিএলে।
5/10শুভমন গিল: অন্যতম সম্ভাবনাময় প্রতিভা। কেকেআর শুভমনকে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে দেখছে, এমনটাই ইঙ্গিত মিলেছিল। তবে শেষ পর্যন্ত গিলকে ধরে রাখেনি নাইট রাইডার্স।
6/10শ্রেয়স আইয়ার: শ্রেয়স আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি দিল্লিতে থাকতে চান না। ঋষভ পন্ত থাকতে যে তাঁর পক্ষে দিল্লির নেতৃত্ব ফিরে পাওয়া সম্ভব নয়, সেটা উপলব্ধি করেই শ্রেয়স সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে খবর। তাঁকে অন্য কোনও দলের নেতৃত্বে দেখা যেতে পারে।
7/10শিখর ধাওয়ান: দিল্লির ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় নাম নেই ধাওয়ানের। ক্যাপিটালস ধরে রেখেছে পন্ত, পৃথ্বী, অক্ষর ও নরকিয়াকে।
8/10জোস বাটলার: রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ছাড়া আর কোনও ক্রিকেটারকে ধরে রাখেনি বলে খবর। তাই বাটলারকে পরের আইপিএলে অন্য কোনও দলে দেখা যেতে পারে।
9/10হার্ষাল প্যাটেল: আইপিএল ২০২১-এ সবথেকে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক হয়েছেন হার্ষাল। তবে তাঁকে ধরে রাখেনি আরসিবি। তারা ধরে রেখেছে কোহলি ও ম্যাক্সওয়েলকে।
10/10রশিদ খান: আফগান তারকা নিজে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম পছন্দের রিটেনার হতে চেয়েছিলেন বলে শোনা গিয়েছিল। তবে সানরাইজার্স ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ছাড়া আর কাউকেই ধরে রাখছে না বলে খবর।