বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > প্রচণ্ড গরম, তবু এখনই স্থানীয় লিগ বন্ধ নয়! ময়দানে অতিরিক্ত পানীয় জল পাঠাচ্ছে CAB

প্রচণ্ড গরম, তবু এখনই স্থানীয় লিগ বন্ধ নয়! ময়দানে অতিরিক্ত পানীয় জল পাঠাচ্ছে CAB

ময়দানে অতিরিক্ত পানীয় জল পাঠাচ্ছে CAB (ছবি:ফেসবুক)

করোনার কারণে দীর্ঘ দিন স্থগিত ছিল স্থানীয় ক্রিকেট। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফের পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। তবে এরমধ্যে দেখা গিয়েছে নতুন এক সমস্যা। বর্তমানে গরমের ফলে চিন্তা বেড়েছে বাংলার সর্বোচ্চ ক্রিকেট সংস্থার। কারণ বর্তমানে কলকাতা ও তার আশেপাশের এলাকায় প্রবল দাবদাহ চলছে।

করোনার কারণে দীর্ঘ দিন স্থগিত ছিল স্থানীয় ক্রিকেট। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফের পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। তবে এরমধ্যে দেখা গিয়েছে নতুন এক সমস্যা। বর্তমানে গরমের ফলে চিন্তা বেড়েছে বাংলার সর্বোচ্চ ক্রিকেট সংস্থার। কারণ বর্তমানে কলকাতা ও তার আশেপাশের এলাকায় প্রবল দাবদাহ চলছে। বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। এর মাঝেই ক্রিকেট মাঠে খেলা চলছে পুরোদমে। ফলে স্থানিয় ক্রিকেটারদের শরীর নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। কারণ গরমের ফলে এখন হঠাৎ করে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার কোনও উপায় নেই।

এমন অবস্থায় দ্বিতীয় পথ বের করেছে সিএবি। গরমে যাতে ক্রিকেটারদের খেলতে অসুবিধা না হয়,তার জন্য সিএবি সব দিক খতিয়ে দেখছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মাঠে যাতে পর্যাপ্ত জল,অন্যান্য শক্তিবর্ধক পানীয়ের কোনও অভাব না থাকে,তা নিশ্চিত করতে চাইছে সিএবিসংস্থার যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন,‘ক্রিকেটারদের স্বাস্থ্যের খেয়াল আমরা সব সময় রাখি। তাই ক্রিকেটারদের পর্যাপ্ত জল দেওয়া হচ্ছে। ওরা যাতে বেশি করে জল খেয়ে নিজেদের সুস্থ রাখতে পারে,তার জন্যও আমরা তাদের উৎসাহ দিচ্ছি।’

সব জিনিস যাতে ঠিক মতো মাঠে পৌঁছে যায় সেটা দেখা হচ্ছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন,‘২৮ এপ্রিল পর্যন্ত এ ভাবেই দাবদাহ চলবে। ফলে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে লেবুর জল,অন্যান্য পানীয় এবং বরফের পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই যাতে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে সুস্থ থাকতে পারে,তাই জলের পরিমাণও বাড়ানো হচ্ছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন