বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Qualifier 2: MI vs GT নয়, আসল লড়াই তো সূর্য-র সঙ্গে রশিদের, কাকে এগিয়ে রাখলেন মঞ্জরেকর?

IPL Qualifier 2: MI vs GT নয়, আসল লড়াই তো সূর্য-র সঙ্গে রশিদের, কাকে এগিয়ে রাখলেন মঞ্জরেকর?

রশিদ খান ও সূর্যকুমার যাদব। ছবি-এপি

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানস। আর এই ম্যাচে কার লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন সঞ্জয় মঞ্জরেকর? সেটাই জানালেন তিনি।

বাকি মাত্র আর কয়েক ঘন্টা। আজ চলতি মরশুমের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যে জিতবে সেই দলই চেন্নাইয়ের সঙ্গে ১৬তম আইপিএলের ফাইনাল ম্যাচ খেলতে নামবে। তার আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর জানান, এই ম্যাচে টাইটানসের বোলার রশিদ খান এবং মুম্বইয়ের ব্যাটার সূর্যকুমার যাদবের মধ্যে লড়াই জমে উঠবে। তাদের লড়াই দেখার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকবে।

আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসকে ৮১ রানে হারিয়ে চনমনে মেজাজে রয়েছে। অন্যদিকে গ্রুপ পর্বের দারুণ খেললেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। এই দুই শক্তিধর দল ম্যাচের নামার আগে সঞ্জয় মঞ্জরেকর জানান, শুধুমাত্র টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদব এবং সেরা বোলার রশিদ খানের লড়াই দুই দলের ভাগ্য নির্ধারণ করবে না। তবে সেই লড়াই হবে দেখার মতো। ইএসপিএন ক্রিকইনফোতে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এই ম্যাচে একটি দলে রয়েছে টি-টোয়েন্টির সেরা বোলার রশিদ খান। অন্যদিকে বিপক্ষ দলে রয়েছেন টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। আমি বলছি না যে এই দুই ক্রিকেটার ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে। তবে খুব কমই দেখা যায় যে টি-টোয়েন্টির সেরা বোলার এবং সেরা ব্যাটার নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে।'

প্রাক্তন এই ক্রিকেটার মনে করেন, এই দুই দলের মধ্যেই একার হাতে ম্যাচ জিতিয়ে দেওয়া ক্ষমতাসম্পন্ন ক্রিকেটাররা রয়েছে। তাদের কোনও একজনের পারফরম্যান্স ম্যাচের রং বদলে দিতে পারে। এ বিষয়ে তিনি বলেন, 'এই ম্যাচের পিচ মুম্বই এবং গুজরাট টাইটান্স দুই দলের পক্ষেই ভালো হতে চলেছে। গুজরাট হোম অ্যাডভান্টেজ পাবে। আক্রমনাত্মক ব্যাটাররা এই ম্যাচে খুব প্রভাব ফেলতে চলেছে। এই দুই দলের স্পিনারদের টার্নিং পিচের দরকার নেই। নুর আহমেদ এবং রশিদ খান ভালো পিচেও ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে।'

গ্রুপ লিগে একে অপরের বিরুদ্ধে দুই দলই নিজেদের ঘরের মাঠে জিতেছে। প্রথম খেলায় গুজরাট ৫৫ রানের জয় পায়। ফিরতি ম্যাচে ২৭ রানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট গ্রুপ পর্যায়ে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪ ম্যাচে হেরেছে। তাদেরকে হারানোর মধ্যে মুম্বই অন্যতম দল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পরিস্থিতি আলাদা। শেষ হাসি হাসবে কে? তা বোঝা যাবে ম্যাচের পর।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন