বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘বাড়াবাড়ি হচ্ছে, এড়িয়ে যাওয়াই যেত,’ বিরাট-গম্ভীরের ঝামেলা নিয়ে বিরক্ত আকাশ চোপড়া

‘বাড়াবাড়ি হচ্ছে, এড়িয়ে যাওয়াই যেত,’ বিরাট-গম্ভীরের ঝামেলা নিয়ে বিরক্ত আকাশ চোপড়া

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলায় মুখ খুললেন আকাশ চোপড়া। ছবি- টুইটার

বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলায় জড়ানো নিয়ে বেজায় বিরক্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের পর দুই হেভিওয়েটের মধ্যে কথা কাটাকাটি শোরগোল ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ম্যাচ চলাকালীন নবীন-উল-হকের সঙ্গে বিরাটের কথাকাটি রেশ পৌঁছে যায় ম্যাচের পরেও। ঝামেলায় জড়ান কোহলি এবং লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। এই দুই হেভিওয়েটের মধ্যে ঝামেলা হয়। যা অনেকেই ভালো চোখে দেখছে না।

তবে এই দুই ক্রিকেটারের মধ্যে দূরত্ব নতুন কিছু নয়। ভারতীয় দলের হয়ে খেলার সময়ও দুই ক্রিকেটারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এমনকী কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ও গোতম গম্ভীরকে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা যায়। ফলে এই দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্ক নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে সোমবার রাতের ঘটনা যা সবকিছুকে ছাপিয়ে চলে গেল।

এই ঘটনার পর শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আরসিবি ব্যাটসম্যান বিরাট কোহলিরও ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে নবীন-উল-হককে। ম্যাচের কয়েক ঘণ্টা পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে নবীন এবং বিরাটের মধ্যে মারামারি এবং তারপর গম্ভীর এবং বিরাটের মধ্যে কথা কাটাকাটি হয়, যার পরেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই ঘটনার নিন্দা করলেও এড়িয়ে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। মজা করেই তিনি বলেছেন, 'কোহলি কেন এত রেগে যায়? আর গৌতম কেন এত গম্ভীর? ম্যাচে যাই ঘটুক না কেন, ম্যাচের পরে যা ঘটেছে তা ছিল একটি বড় গোলযোগ । আমার মতে এটা সম্পূর্ণ এড়ানো যেত।'

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। ১৮ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি। তারপরই বিরাট-গৌতির মধ্যের ঝামেলা হয়। তবে প্রথম পর্বে আরসিবির বিরুদ্ধে জয়ের পর গৌতিকে মুখে আঙুল দিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। এই ম্যাচে হারের পরই বিরাটকেও তেমনই করতে দেখা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে আকাশ চোপড়া বলেন, 'এটাই সেই সময়, বদলা নেওয়ার। আগের ম্যাচে আরসিবি ১ উইকেটে হেরেছে। আর এই ম্যাচে ওরা ১৮ রানে জিতেছে। এরপর ঠিক কী হয়েছে তা কারোর অজানা নেই। এমনটা একেবারেই কাম্য নয়।'

সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিয়েছেন, ভারতের ক্রিকেট বিজ্ঞাপনের জন্য এই ঘটনা মোটেই ভালো নয়। কারণ এই দুই ক্রিকেটারেরই ইতিহাস রয়েছে। তারা ভারতীয় ক্রিকেটের জন্য যে অবদান রেখেছেন সেই প্রসঙ্গও উঠে এসেছে। প্রাক্তন এই ক্রিকেটার বলেন, 'তোমরা দু'জনেই বড় মাপের ক্রিকেটার। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ তোমরা দেশের জন্য যা করেছ তা সবাই জানে। এই মুহূর্ত বিরাট যুব সমাজের আইকন। কিন্তু যখন তুমি ঝামেলার মধ্যে জড়িয়ে পড় তখন নিজের দিকটা মাথায় রাখো না। আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পেরেছ। আমি একই কথা বলব গৌতমকেও। চিন্নাস্বামীতেও একই ঘটনা ঘটেছে। ফলে ভারতীয় ক্রিকেটে যে তোমাদের অবদান এবং ইতিহাস রয়েছে তা ভুলে গেলে চলবে না। তবে এই ঘটনাটা এতটা বাড়াবাড়ি না হলেই ভালো ছিল।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.