বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL নিয়ে জয় শাহের বড় সিদ্ধান্ত, চাপে শাহিদ আফ্রিদিরা! কী হবে পাকিস্তানের?

IPL নিয়ে জয় শাহের বড় সিদ্ধান্ত, চাপে শাহিদ আফ্রিদিরা! কী হবে পাকিস্তানের?

জয় শাহের বড় সিদ্ধান্তে চাপে শাহিদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা থেকে পাকিস্তান্তের ক্রিকেটার কেউ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। এ বিষয়ে শাহিদ আফ্রিদিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এতে পাকিস্তানের ক্ষতি হবে। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটি (পাকিস্তানের) বাজার এবং অর্থনীতিকে নীচে নামিয়ে দেবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী পাঁচ বছরের জন্য মিডিয়া রাইটস বিক্রি  করেছে ৪৮,৩৯০ কোটি টাকা। এর পরেই পাকিস্তান ক্রিকেটে যেন অশান্তির আঁচ দেখা গিয়েছে। যদিও এই অশান্তি বেড়ে গেছে যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন যে আইপিএল আনুষ্ঠানিকভাবে আইসিসি এফটিপিতে আড়াই মাসের একটি উইন্ডো পাবে। এরফলে অন্যান্য দেশের খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে টুর্নামেন্টে অংশ নিতে পারে।

এরপরেই চিন্তা বেড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা থেকে পাকিস্তান্তের ক্রিকেটার কেউ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। আইসিসির এফটিপি-তে উইন্ডো পাওয়ার অর্থ হল পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজে এর প্রভাব পড়তে পারে। তাই এই সিদ্ধান্ত পাকিস্তানকে অবাক করেছে। এ বিষয়ে শাহিদ আফ্রিদিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এতে পাকিস্তানের ক্ষতি হবে। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটি (পাকিস্তানের) বাজার এবং অর্থনীতিকে নীচে নামিয়ে দেবে। সবচেয়ে বড় (ক্রিকেট) বাজার হল ভারত। তারা যা বলবে তাই হবে।’ সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ থেকে সারা বিশ্বের ক্রিকেটাররা কোটি টাকা আয় করেন।

এবার বলা যাক জয় শাহ কী বলেছিলেন। ২০২৭ সালে আইপিএলে ৯৪টি ম্যাচ খেলা হবে। এর ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেটে এর প্রভাব সম্পর্কে শাহ বলেছিলেন, ‘এটি একটি দিক যা আমরা কাজ করেছি। পরবর্তী আইসিসি এফটিপি ক্যালেন্ডার থেকে, আইপিএলের আড়াই মাসের একটি অফিসিয়াল উইন্ডো থাকবে, যাতে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নিতে পারেন। আমরা আইসিসির পাশাপাশি বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা করেছি।’

জয় শাহ আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট ততদিন শক্তিশালী থাকবে যতদিন বিশ্ব ক্রিকেট শক্তিশালী থাকবে। আমি আপনাদের এই আশ্বাস দিচ্ছি। বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি কেবল ভারত বনাম অস্ট্রেলিয়া বা ভারত বনাম ইংল্যান্ডের মতো বড় সিরিজের জন্য নয়, আমরা ছোট দেশগুলিও খেলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বন্ধ করুন