শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের প্রথমার্ধ শেষ হওয়ার পর আপাতত প্লে অফের দৌড়ে টিকে রয়েছে রাজস্থান রয়্যালস দল। গতবারের রানার্স আপরা এই মরশুমে বেশ কয়েকটি ম্যাচে জেতার পরিস্থিতি থেকেও হারের সম্মুখীন হয়েছে।এর মধ্যে রয়েছে গত শনিবারের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে। ওই ম্যাচে যশস্বী জসওয়ালের অনবদ্য শতরানে ভর করে ২০০ রানের উপর স্কোর করেও ম্যাচ হারতে হয়েছিল রাজস্থানকে। ম্যাচে যশস্বী ছাড়া আর কোনও রাজস্থান ব্যাটার বলার মতন রান পাননি। ওপেনার জোস বাটলার, অধিনায়ক সঞ্জু স্যামসনরা যদি সে দিন যশস্বীকে ব্যাট হাতে সাপোর্ট দিতে পারত তাহলে হয়তো রাজস্থানকে ম্যাচ হারতে হত না । এমনটাই মত পোষন করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
আরও পড়ুন… মাঠে ঝামেলার জন্য কোহলি-নবীন-গম্ভীরকে শাস্তি দিল BCCI! দিতে হবে মোটা অঙ্কের জরিমানা
রাজস্থান রয়্যালস বনাম মু্ম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বলতে গিয়ে আকাশ চোপড়া বলেছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন দলকে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে অনুপ্রেরণা দিতে পারছেন না। যার ফল ভুগতে হচ্ছে রয়্যালসকে। আকাশ চোপড়া বলেন, ‘রাজস্থান বেশ কয়েকটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। জোস বাটলার সে ভাবে রান পাচ্ছে না। যে ভাবে ওকে আমরা রান করতে দেখতে অভ্যস্ত সে ভাবে ও খেলতে পারছে না। এই বছর বাটলার শুরুটা ভালো করেছিল। তবে সেটা ও ধরে রাখতে পারেনি। সম্প্রতি ওঁর পারফরম্যান্সে যথেষ্ট খামতি দেখা গেছে। সঞ্জু স্যামসনও একেবারে রান করতে পারছে না।’
আরও পড়ুন… যশস্বী যে লম্বা রেসের ঘোড়া, একটা কথাতেই বুঝিয়ে দিলেন সাঙ্গাকারা
এখন পর্যন্ত ৯ ম্যাচে সঞ্জু স্যামসন করেছেন ২১২ রান। গড় মাত্র ২৩.৫৬। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোস বাটলারও অতি জঘন্য ব্যাট করেছেন। ১৯ বল খেলে করেছেন মাত্র ১৮ রান। আর সেই ম্যাচেই একাধিক নজির গড়ে অনবদ্য শতরান করেছেন যশস্বী জসওয়াল। ম্যাচে শেষ পর্যন্ত ৬ উইকেটে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। এই বিষয়ে বলতে গিয়ে আকাশ চোপড়া বলেছেন, ‘রাজস্থান রয়্যালস খুব ভালো দল। কারণ ওদের পরবর্তীতে যে ব্যাটাররা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন শিমরন (হেতমায়ের), ধ্রুব জুড়েল এবং দেবদূত পাডিক্কালের মতন ক্রিকেটার। তবে ওদের সমস্যা হল দুই প্রধান ক্রিকেটার (সঞ্জু স্যামসন এবং জোস বাটলার) রান পাচ্ছে না। আর এটাই এই টুর্নামেন্টে ওদেরকে সমস্যায় ফেলে দিচ্ছে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।