রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের পাশে সর্বদা রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার। চলতি বছরে প্রথমবার রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সঞ্জু। এমন অবস্থায় বহু ঝড় ঝাপটা সামলাতে হচ্ছে তাঁকে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে রাজস্থান। সেকারণে বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। উঠেছে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি নিয়েও অনেক প্রশ্ন। এমন সময় সঞ্জুর পাশে দাঁড়ালেন তাঁর দলের সতীর্থ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার।
বাটলার জানিয়েছেন, নিজের সহ অধিনায়কত্বের অভিজ্ঞতা দিয়ে সঞ্জুর ক্যাপ্টেন্সিকে আরও ধারালো করছেন তিনি। জস বাটলার বলছেন, ‘আমি মনে করি, এমুহূর্তে আমার ভূমিকাটা হল, নিজের অভিজ্ঞতাকে ছড়িয়ে দেওয়া। আমি যতটা খেলেছি, যতটা শিক্ষা পেয়েছি সেই অভিজ্ঞতা দিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। সঞ্জু প্রথম বছর অধিনায়কত্ব করছেন। আমি ইংল্যান্ড দলের সহ অধিনায়ক হিসাবে যা শিখেছি, সেই অভিজ্ঞতা দিয়ে আমি ওকে সাহায্য করার চেষ্টা করি। যখন ও আমার কাছি কিছু জানতে চায় বা যখন দেখি ওর আমার প্রয়োজন তখন ওকে পরামর্শ দিয়ে থাকি।’
নিজের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে রাজস্থানের সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে চান বাটলার। জস বাটলার বলছেন, ‘চেষ্টা করি এবং ওকে পরামর্শ দিতে থাকি। আমাদের কাছে প্রচুর তরুন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমি মনে করি বিদেশি খেলোয়াড় হিসাবে আমার মতোই ডেভিড মিলার ও ক্রিস মরিসের অনেক অভিজ্ঞতা রয়েছে, এবং আমরা সকলে মিলে ওদের সাহায্য করতে পারি, আমরা আমাদের শিক্ষা ও অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।