বুধবার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়ে ছিটকে গিয়েচে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড টিম। যে কারণে মন ভেঙেছে উইলিয়ামসনের। তার মধ্যেই আবার জানা গিয়েছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিতে চলেছে কেন উইলিয়ামসনকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ এবং ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে। গত দুই বছর ধরে তারা ৮ নম্বর স্থানে শেষ করেছে। প্রসঙ্গত, ২০২১ সালে ৮টি দলই খেলেছিল। তাদের মধ্যে লাস্টবয় হয়েছিল হায়দরাবাদ। এ বার দশ দলের মধ্যে আট নম্বরে শেষ করেছে তারা।
আরও পড়ুন: লর্ডে ঘুচল মোহ, ১০.৭৫ কোটির অলরাউন্ডারকে ছাড়ছে DC, বাতিল আরও চার
২০২১ সালে প্রথমে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তবে দলের সঙ্গে ঝামেলার জেরে টুুর্নামেন্টের মাঝামাঝি সময়ে ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়। যাইহোক সে বার মনে করা হয়েছিল, ডামাডোলের মাঝে খারাপ ফল হয়েছিল হায়দরাবাদের। তবে ২০২২ সালের শুরু থেকেই উইলিয়ানসনই অধিনায়ক ছিলেন। কিন্তু তাতেও পারফরম্যান্সের কোনও উন্নতি হয়নি।
দল খারাপ খেলেছিল তো বটেই, উইলিয়ামসনের পারফরম্যান্সও ছিল তলানিতে। অভিজ্ঞ ক্রিকেটার ২০২২ আইপিএলে ১৩টি ম্যাতে ১৯.৬৪ গড়ে এবং ৯৩ স্ট্রাইকরেটে মাত্র ২১৬ রান করেছিলেন।
আরও পড়ুন: বিদেশি লিগে ভারতীয়দের খেলার প্রশ্নই নেই, পাঁচ বছরে IPL-এ হবে ৯৪টি ম্যাচ
তাঁর পারফরম্যান্সের কারণেই উইলিয়ামসনকে ছেড়ে দিচ্ছে হায়দরাবাদ। ২০২৩ আইপিএলের আগে খুব বেশি মাস বাকি নেই। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দল গোছানোর। মিনি-নিলামের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তার আগে বিসিসিআই বাধ্যতামূলক করেছে যে, সমস্ত দলকেই ১৫ নভেম্বরের মধ্যে যে সমস্ত প্লেয়ার তারা ছাড়তে চলেছে, তার তালিকা দিয়ে দিতে হবে। জানা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিতে চলেছে।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দিনই হায়দরাবাদের এই খবরে নিঃসন্দেহে আরও একটি বড় ধাক্কা খাবেন কিউয়ি অধিনায়ক।