বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > কোহলির প্রথম IPL ম্যাচে ১৪০ রানে জেতে KKR, বিরাটের ২০০তম ম্যাচে ৬০ বলে জয় কলকাতার, দু'টিই নাইটদের সর্বকালীন রেকর্ড

কোহলির প্রথম IPL ম্যাচে ১৪০ রানে জেতে KKR, বিরাটের ২০০তম ম্যাচে ৬০ বলে জয় কলকাতার, দু'টিই নাইটদের সর্বকালীন রেকর্ড

কোহলিদের বিরুদ্ধে ফের সর্বকালীন রেকর্ড কেকেআরের। ছবি- আইপিএল (ANI)

দু'টি রেকর্ডের ক্ষেত্রেই নাইট শিবিরে ব্রেন্ডন ম্যাকালাম উপস্থিত রইলেন উল্লেখযোগ্যভাবে।

কেকেআরের আইপিএলে সর্বকালীন দু'টি রেকর্ডের সঙ্গে লজ্জাজনকভাবে জড়িয়ে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লজ্জার নজিরে নাম জড়িয়ে থাকল বিরাট কোহলিরও। উল্লেখযোগ্য বিষয় হল, দু'টি ক্ষেত্রেই নাইট শিবিরে ব্রেন্ডন ম্যাকালাম উপস্থিত রইলেন উল্লেখযোগ্যভাবে।

আরসিবির বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচেই ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত রানের নিরিখে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সেটিই কেকেআরের সবথেকে বড় জয় এবং আরসিবির সবথেকে বড় হার। সেটি ছিল বিরাট কোহলির কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচে।

এবার কোহলির আইপিএল কেরিয়ারের ২০০তম ম্যাচে কেকেআর ১০ ওভার বাকি থাকতে ম্যাচ জেতে। ১০ ওভার অর্থাৎ ৬০ বলের ব্যবধানে ম্যাচ জেতা এখনও পর্যন্ত ওভার বা বল বাকি থাকার নিরিখে কেকেআরের সবথেকে বড় জয়ের এবং আরসিবির সবথেকে বড় হারের সর্বকালীন রেকর্ড।

কাকতলীয়ভাবে ম্যাকালাম ২০০৮ সালের সেই ম্যাচে ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এবার ম্যাকালাম হলেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ।

কোহলি কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচে ৫ বলে ১ রান করে আউট হয়েছিলেন। কেরিয়ারের ২০০তম আইপিএল ম্যাচে বিরাট ৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন।

বন্ধ করুন