চলতি আইপিএলে মাঠের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের পারফর্ম্যান্স ভালোয়-মন্দয়। অবশ্য এখনও পর্যন্ত ১০ ম্যাচের ফলাফলের দিকে তাকালে নাইটদের সার্বিক পারফর্ম্যান্সে মন্দ বেশি, ভালোর ভাগ কম চোখে পড়েছে। কেননা নিজেদের প্রথম ১০টি লিগ ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে ৪টি ম্যাচ, হেরেছে ৬টি।
তবে সোশ্যাল মিডিয়ায় কেকেআর ক্রমাগত চার-ছক্কা হাঁকাচ্ছে বলা যায়। নাইট রাইডার্সের বিশ্বজোড়া ফ্যানবেস কত পোক্ত, সেটা প্রমাণিত হয়ে যায় ছোট্ট একটি পরিসংখ্যানেই।
গত এপ্রিল মাসে ফেসবুক ইন্টারাকশনের নিরিখে বিশ্বের সেরা তিনটি স্পোর্টস টিমের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখযোগ্য বিষয় হল, কেকেআর এক্ষেত্রে টেক্কা দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, এফসি বার্সেলোনার মতো তাবড় তাবড় ফুটবল ক্লাবকেও।
DEPORFINANZAS-এর তথ্য অনুযায়ী এপ্রিল মাসে সব থেকে বেশি ফেসবুক ইন্টারাকশনের নিরিখে সারা বিশ্বের স্পোর্টস টিমগুলির মধ্যে তৃতীয় স্থানে থাকে কেকেআর (১৯.৪ মিলিয়ন)। এক নম্বরে থাকে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ (২৫.৯ মিলিয়ন)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্য়াঞ্চেস্টার সিটি (২২.০ মিলিয়ন)। এই নিরিখে নাইট রাইডার্সের ঠিক পিছনে তালিকার চার নম্বরে থাকে বার্সেলোনা (১৭.২ মিলিয়ন)। পাঁচ নম্বরে জায়গা করে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (১৫.৯ মিলিয়ন)।
এপ্রিল ২০২৩-এর ফেসবুক ইন্টারাকশনের নিরিখে বিশ্বের সেরা পাঁচটি স্পোর্টস টিম:-
১. রিয়াল মাদ্রিদ (২৫.৯ মিলিয়ন)
২. ম্য়াঞ্চেস্টার সিটি (২২.০ মিলিয়ন)
৩. কলকাতা নাইট রাইডার্স (১৯.৪ মিলিয়ন)
৪. এফসি বার্সেলোনা (১৭.২ মিলিয়ন)
৫. ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (১৫.৯ মিলিয়ন)
উল্লেখ্য, চলতি আইপিএলের লিগ টেবিলে কলকাতা নাইট রাইডার্স আপাতত ৮ নম্বরে থাকলেও তাদের সামনে প্লে-অফের দরজা বন্ধ হয়ে যায়নি এখনও। লিগের শেষ চারটি ম্যাচে জয় তুলে নিতে পারলে কলকাতার সামনে শেষ চারের দরজা খুলে যেতে পারে। তবে রাস্তাটা সহজ নয় মোটেও।
আইপিএল ২০২৩-তে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ১০টি লিগ ম্যাচের ফলাফল:-
১. পঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরে যায়।
২. আরসিবিকে ৮১ রানে হারিয়ে দেয়।
৩. গুজরাট টাইটানসকে ৩ উইকেটে পরাজিত করে।
৪. সানরাইজার্স হায়দরবাদার কাছে ২৩ রানে হেরে যায়।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হার মানে।
৭. সিএসকের কাছে ৪৯ রানে পরাজিত হয়।
৮. আরসিবিকে ২১ রানে হারিয়ে দেয়।
৯. গুজরাট টাইটানসের কাছে ৭ উইকেটে হেরে যায়।
১০. সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে দেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।