এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-এর ৬১ টি ম্যাচ খেলা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও দল আনুষ্ঠানিকভাবে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। রবিবার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হারের ফলে অন্য দলগুলি দারুণভাবে উপকৃত হয়েছে। ধোনির দুর্গ ভেঙে চিপকে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। নীতীশ রানার দলের জন্য এটি মরশুমের ছয় নম্বর জয় ছিল এবং এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্স ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।
আরও পড়ুন… IPL 2024-এখনই অবসর নয়, পরের মরশুমে খেলবেন ধোনি! বড় বার্তা দিলেন CSK-এর CEO
কেকেআরের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ, তবে নীতীশ রানা-রিঙ্কু সিংরা শেষ পর্যন্ত লড়াই করছে এবং তারা লড়াই-এ রয়েছে। অন্যদিকে, আমরা যদি চেন্নাইয়ের কথা বলি, এই পরাজয়ের ফলে, এই দল এখনও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এখনও চেন্নাই-এর কাছে সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সামনের ম্যাচে তাদের টপ-২ তে থাকার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
আরও পড়ুন… IPL 2023: KKR দলের ১২ জন ক্রিকেটারকে দিতে হবে জরিমানা! অধিনায়ক নীতীশ রানাকে বড় শাস্তি দিল BCCI
চেন্নাই সুপার কিংসের এই পরাজয়ে দারুণভাবে উপকৃত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসরা। এই দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জিততে পারে তাহলে তারা টপ-২ নিজেদের জায়গা পাকা করতে পারবে। এমন অবস্থায় ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবেন তাঁরা। অন্যদিকে, আমরা যদি কেকেআরের কথা বলি তাহলে নীতীশ রানাদের জয়ের ফলে পঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে তাদের একটি জায়গা হারিয়েছে। কেকেআর এবং পঞ্জাব ছাড়াও রাজস্থান এবং ব্যাঙ্গালোরেরও পকেটে এই মুহূর্তে ১২ পয়েন্ট রয়েছে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের দল ৮ পয়েন্ট নিয়ে নবম ও দশম স্থানে রয়েছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
চিপকের মাঠে মহেন্দ্র সিং ধোনিরা তাদের শেষ লিগ ম্যাচ খেলছে। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শিবম দুবের ৪৯ রানের ইনিংসের ভিত্তিতে দলটি নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান তুলতে সফল হয়। অধিনায়ক নীতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের অর্ধশতকের সাহায্যে ৯ বল বাকি থাকতে KKR এই স্কোর অর্জন করে এবং ৬ উইকেট এই ম্যাচ জিতে নেয়। সিএসকে-র বিরুদ্ধে এই ম্যাচের সেরা হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup