KKR IPL 2023 Auction Highlights: টাকা বেশি না থাকায় আইপিএলের মিনি নিলামে জোড়াতালি দিয়ে চালাতে হল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। কয়েকটি শূন্যস্থান পূরণ হলেও ভারতীয় পেস বোলার, অল-রাউন্ডারের মতো জায়গা নিয়ে দুশ্চিন্তা থাকবে। সার্বিকভাবে নিলাম থেকে সাতজনকে নেওয়া হলেও অনেকেই আশঙ্কা, এখন যে তাপ্পিটা দেওয়া হল, তা আইপিএলের সময় ধুয়ে সাফ হয়ে যাবে না তো? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষা করার ফাঁকেই মিনি নিলামে কীভাবে এগিয়ে গেল কেকেআর, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে -
KKR-র পুরো দল দেখে নিন
KKR Full Squad IPL 2023 Auction: আইপিএলের মিনি নিলামে মোট সাতজন খেলোয়াড়কে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই পরিস্থিতিতে আগামী বছর আইপিএলে কেকেআরের পুরো স্কোয়াড কী হল, তা দেখে নিন - ক্লিক করুন এখানে
লিটনের পর শাকিবের - নিলামের শেষবেলায় ২ বাংলাদেশিকে নিল KKR
শাকিব আল হাসানকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ১.৫ কোটি টাকায় তাঁকে নিল কেকেআর।
মিনি নিলাম ৬ জনকে নিল KKR
আজ নিলামে কাকে কাকে নিল কলকাতা নাইট রাইডার্স? এন জগদীশন, বৈভব আরোরা, সুয়েশ শর্মা, কুলবন্ত খেজরোলি, লিটন দাস এবং মনদীপ সিং।
এখনও ৪ স্লট ফাঁকা KKR-র
এখনও কেকেআরের চারটি স্লট ফাঁকা আছে। ওই স্লটে কাউকে নেওয়া হবে কিনা, সেজন্য আলোচনা চলছে। হাতে পড়ে আছে ৩.১৫ কোটি টাকা।
মনদীপ সিংকে নিল KKR
অলরাউন্ডার মনদীপ সিংকে বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
লিটনকে নিল KKR! এবারের IPL নিলামে দল পেলেন প্রথম বাংলাদেশি
লিটন দাসকে নিল কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নিল কেকেআর। এবারের আইপিএলের প্রথম বাংলাদেশি দল পেলেন।
নয়া বলে উমেশের সঙ্গী হিমাচলের পেসার? বড় ইঙ্গিত KKR-র
কেকেআরের অভিষেক নায়ার: হিমাচল প্রদেশের বৈভব আরোরা আগেও আমাদের সঙ্গে ছিল। ও আমাদের নজর কেড়েছিল। নয়া বলে যে মানের বোলারের প্রয়োজন ছিল, সেই নিরিখে এটা খুব ভালো হয়েছে।
KKR-র হাতে ৪.১৫ কোটি টাকা
আপাতত কলকাতা নাইট রাইডার্সের হাতে ৪.১৫ কোটি টাকা আছে। ছ'টি স্লট ফাঁকা আছে।
দিল্লির পেসারকে নিল KKR
দিল্লির পেসার কুলবন্ত খেজরোলিয়াকে ২০ লাখ টাকায় নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ব্যাঙ্গালোরের কাছে হার কলকাতার
অবিনাশ সিং: ফাস্ট বোলারের জন্য দর হাঁকছে কেকেআর। কিন্তু ৬০ লাখ টাকায় রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে নতিস্বীকার কেকেআরের।
রাসেলের ব্যাক-আপ, নামিবিয়ার ক্রিকেটারকে ১ কোটিতে নিল KKR
ডেভিড ওয়াইজ: এক কোটি টাকায় নামিবিয়ার অল-রাউন্ডারকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁকে মূলত আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। তাঁর বেস প্রাইজও ছিল এক কোটি টাকা।
দিল্লির স্পিনারকে নিল KKR! মাত্র ৩ জনকে কিনল নাইটরা
সুয়েশ শর্মা: লেগস্পিনার সুয়েশ শর্মাকে ২০ লাখ টাকায় নিল কেকেআর। অন্য কোনও দল বিড করেনি। কেকেআর প্রথম বিডেই পেয়ে গেল।
আরও এক খেলোয়াড় হাতছাড়া KKR-র
রাজন কুমার: ভারতীয় বোলারের জন্য দর হাঁকল কেকেআর। যিনি সাত ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৫.৮৮। সেরা বোলিং ফিগার ১৭ রানে তিন উইকেট। তাঁকে নেওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে লড়াই হল। কিন্তু ৭০ লাখ টাকা দর হেঁকে বাজিমাত করল ব্যাঙ্গালোর।
প্রোটিয়া কিপারের জন্য দর হাঁকল KKR, বাজিমাত রাজস্থানের
ডোনোভান ফেরেইরা: দক্ষিণ আফ্রিকা তথা প্রোটিয়া উইকেটকিপারের জন্য দর হাঁকল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই চলল। তাতে ৫০ লাখ টাকার দরে সরে গেল কেকেআর।
দর হাঁকল KKR, তবে সাফল্য মিলল না
হরপ্রীত ভাটিয়ার জন্য দর হাঁকল কেকেআর। ৭৭ ম্যাচে ২,২০২ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৪.৫। তবে শেষপর্যন্ত ছিনিয়ে নিয়ে গেল পঞ্জাব কিংস।
হাতে মাত্র ৫.৫ কোটি টাকা! ফাঁকা আছে ১২ খেলোয়াড়ের জায়গা
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হাতে ৫.৫ কোটি টাকা আছে। ফাঁকা আছে ১২ জন খেলোয়াড়ের জায়গা পড়ে আছে। তাঁদের মধ্যে নয়জন ভারতীয় হতে পারেন। বাকি তিনজন বিদেশি।
চাপে KKR!
হাতে টাকা না থাকায় একেবারে ঝিমিয়ে কাটছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিলাম। মাত্র দু'জন খেলোয়াড়কে নিতে পেরেছে কেকেআর। অথচ প্রচুর শূন্যস্থান ভরাট করতে হবে। ফলে এবার কেকেআর কীভাবে এগিয়ে যায়, সেদিকে নজর থাকবে।
আপাতত ৫.৫৫ কোটি টাকা আছে KKR-র হাতে
কলকাতা নাইট রাইডার্সের হাতে আপাতত ৫.৫৫ কোটি টাকা পড়ে আছে। আরও ন্যূনতম দু'জন খেলোয়াড় লাগবে।
৩ বাংলাদেশিকে নিতেই উৎসাহ দেখাল না KKR! অবিক্রিত তাসকিনও
অবিক্রিত থাকলেন বাংলাদেশের আরও এক তারকা। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের প্রতি কোনওরকম উৎসাহ দেখায়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাকি দলগুলিও কোনওরকম উৎসাহ দেখায়নি। এই নিয়ে তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় অবিক্রিত থাকলেন। তাসকিনের বেস প্রাইজ ছিল ৫০ লাখ টাকা।
মহম্মদ নবির থেকে মুখ ফেরাল KKR! অবিক্রিত থাকলেন আফগান
মহম্মদ নবির থেকে মুখ ফেরাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি গতবার আইপিএলে কেকেআরেই খেলেছিলেন। এবার তাঁর বেস প্রাইজ ছিল এক কোটি টাকা। কেকেআর দর হাঁকেনি। অন্য কোনও দলও সেই পথে হাঁটেনি। অবিক্রিত থাকলেন আফগানিস্তানের তারকা।
এখনও অনেক কাজ বাকি KKR-র, এবার কি কৌশল হবে?
এন জগদীশন ও বৈভব অরোরাকে নিলেও কলকাতা নাইট রাইডার্সের এখনও অনেক কাজ বাকি আছে। পূরণ করতে হবে অনেক শূন্যস্থান।
KKR-র স্কোয়াডের কীরকম অবস্থা এখন?
কলকাতা নাইট রাইডার্স আপাতত দু'জনকে নিয়েছে। তার ফলে কেকেআরের পুরো স্কোয়াড কীরকম হয়েছে, তা দেখে নিন - এখানে ক্লিক করুন।
জগদীশনকে নিয়ে স্বস্তি পাবে KKR!
নিলামে একটি জায়গা শূন্যস্থান পূরণ করল কলকাতা নাইট রাইডার্স। এক ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের দরকার ছিল কেকেআরের। ৯০ লাখ টাকায় এন জগদীশনকে নিয়ে সেই শূন্যস্থান পূরণ করল। যিনি সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন।
বাংলার মুকেশের জন্য দরও হাঁকল না KKR, ৫.৫ কোটিতে কিনল দিল্লি
মুকেশ কুমারের জন্য দরও হাঁকল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অথচ জোরদার লড়াই করল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। তারপর ময়দানে নামে পঞ্জাব কিংস। শেষপর্যন্ত ৫.৫ কোটি টাকায় কিনল দিল্লি। যাঁর বেস প্রাইজ ছিল ২০ লাখ টাকা।
মাভিকে পেল না KKR
শিবম মাভিকে নিতে পারল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রাথমিকভাবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই চললেও তারপর ময়দানে নামে গুজরাট টাইটানস। তারপরই লড়াই থেকে সরে যায় কেকেআর। ইতিমধ্যে মাভির দর দু'কোটি টাকা ছুঁয়ে ফেলেছে।
শিবম মাভির জন্য লড়াই KKR-র
শিবম মাভির জন্য লড়াই কেকেআরের। এবারও চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই চলছে কলকাতা নাইট রাইডার্সের।
প্রাক্তনীকে দলে ফেরাল কেকেআর
প্রাক্তনীকে দলে ফেরাল কলকাতা নাইট রাইডার্স। হিমাচল প্রদেশের বৈভব অরোরাকে নিল কেকেআর। তাঁকে ৬০ লাখ টাকায় নিয়েছে।
সদ্য বিশ্বরেকর্ড গড়া ভারতীয় তারকাকে নিল KKR!
এন জগদীশনের জন্যও চেন্নাই-কলকাতা লড়াই। তাঁর বেস প্রাইজ ২০ লাখ টাকা। প্রথমের দর হাঁকে কলকাতা। তারপর দর হাঁকতে শুরু করে চেন্নাই। শেষপর্যন্ত নাইটদের ৯০ লাখ টাকা দরের সামনে নতিস্বীকার চেন্নাইয়ের। অবশেষে প্রথম খেলোয়াড় নিল কলকাতা নাইট রাইডার্স। এন জগদীশনকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯০ লাখ টাকায় নিল।
CSK-র কাছে হারল KKR!
নিশান্ত সিন্ধুর জন্য চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু ৬০ লাখ টাকার দরে পিছু হটে গেল কেকেআর। ৬০ লাখ টাকায় নিল চেন্নাই সুপার কিংস।
বাংলার ক্রিকেটারকে নিল না KKR! অবিক্রিত থাকলেন অভিমন্যু
অভিমন্যু ঈশ্বরণকে দলে নিল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁর বেস প্রাইজ ছিল ২০ লাখ টাকা। অবিক্রিত থেকে গেলেন বাংলার খেলোয়াড়।
অনামী ভারতীয়র জন্য জোর লড়াই! ২.৪ কোটি দর হেঁকেও পেল না
জম্মু ও কাশ্মীরের উঠতি অল-রাউন্ডার বির্যান্ত শর্মাকে পেল না কেকেআর। ২.৬ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ দলে নিল। শর্মার জন্য অনেকটা গিয়েছিল কেকেআর। যাঁর বেস প্রাইজ ছিল ২০ লাখ টাকা। কিন্তু টাকার অভাবে বির্যান্তকে নিতে পারল না কেকেআর।
আনক্যাপড অল-রাউন্ডারের জন্য দর হাঁকছে KKR
আনক্যাপড অল-রাউন্ডার বির্যান্ত শর্মার জন্য দর হাঁকছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁর বেস প্রাইজ ২০ লাখ। ঘরোয়া ক্রিকেটে শর্মার রেকর্ড বেশ ভালো। জোরদার লড়াই চলছে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। নয় ম্যাচে ১৯১ রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় ১৩০। বোলিং হাতও ভালো। নয় ম্যাচ ছয় উইকেটে নিয়েছেন। ইকোনমি রেট ৫.৭৩।
এবার পণ্ডিতের জ্ঞানকে কাজে লাগাবে KKR?
এবার আনক্যাপড খেলোয়াড়দের সেট আসছে। এবার কেকেআর নড়েচড়ে উঠতে পারে কেকেআর। চন্দ্রকান্ত পণ্ডিতের অসীম অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারবে নাইট ব্রিগেড।
কেকেআরের স্কোয়াড দেখে নিন
আইপিএলের মিনি নিলাম চলছে কোচিতে। পাঁচটি সেট হয়ে গিয়েছে। তবে এখনও কাউকে নেয়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আপাতত কেকেআরের স্কোয়াডে কে কে আছেন, তা দেখে নিন - এখানে ক্লিক করুন
এখনও কাউকে নিতে পারল না কেকেআর
আরও একটা সেট শেষ হয়ে গেল। মোট পাঁচটি সেট শেষ হল। কিন্তু কেকেআর কাউকেও নিল না। কেকেআরের নিলামের টেবিল দেখে আত্মবিশ্বাসী দেখালেও আদৌও কতটা স্বস্তিতে আছেন বেঙ্কি মাইসোররা, তা নিয়ে সন্দেহ আছে।
উনাদকাটকে কিনল না KKR!
ভারতীয় পেস বোলারের দরকার ছিল কেকেআরের। কিন্তু তাঁর জন্য দরই হাঁকল না নাইট ব্রিগেড। মাত্র ৫০ লাখ টাকায় নিয়ে চলে গেল প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের দল লখনউ সুপার জায়েন্টস।
অবশেষে নিলামে নড়ল KKR, প্রথমবার হাঁকল দর, যদিও লাভ হয়নি
এবারের নিলামে প্রথমবার দর হাঁকল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেনের জন্য দর হেঁকেছিলেন বেঙ্কি মাইসোররা। তবে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ টেক্কা দিয়ে দিয়েছে।
আরও বাংলাদেশির থেকে মুখ ফেরাল KKR, অবিক্রিত লিটন
বাংলাদেশের আরও এক তারকা লিটন দাসকেও নিল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁর বেস প্রাইজ ছিল ৫০ লাখ টাকা। কেকেআরের যা দল, তাতে উইকেটকিপার-ব্যাটার দরকার হলেও তাঁকে ভারতীয় হতে হবে।
নিলামে টাকার ফোয়ারা! ফুটো ঝুলি নিয়ে নীরব দর্শক KKR
দ্বিতীয় সেটেও দর্শক হয়ে কাটাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের ইতিহাসে সব রেকর্ড ভেঙে গেল সেই সেটে। ১৮.৫ কোটি টাকায় পঞ্জাব কিংসে গেলেন স্যাম কারান। ১৭.৫ কোটি টাকায় ক্যামেরুন গ্রিনকে ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৬.২৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন বেন স্টোকস।
আইপিএল নিলামের দর্শক KKR
দ্বিতীয় সেটে যে সব খেলোয়াড়দের নাম আছে, তাতেও আপাতত কারও জন্য ঝাঁপাল না কেকেআর। যে সেটে ক্যামেরুন গ্রিন, স্যাম কারানদের মতো খেলোয়াড়রা আছেন। আপাতত পুরো দর্শক হয়ে আছে কেকেআর।
বাংলাদেশের শাকিবের জন্য দরই হাঁকল না KKR, থাকলেন অবিক্রিত
শাকিব আল হাসানের জন্য দর হাঁকল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। যিনি অতীতে আইপিএলে কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। শাকিবের বেস প্রাইজ ছিল ১.৫ কোটি টাকা।
প্রথম সেটে দর হাঁকল না KKR
প্রথম সেটে কারও জন্য দরই হাঁকল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নাইটদের হাতে যে টাকা আছে, তাতে যে নিলামের বেশিরভাগ সময় মুখে হাতে দিয়ে বসে থাকতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
হ্যারি ব্রুক কোন দলে গেলেন?
ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি ব্রুকের জন্য জোরদার লড়াই চলছে। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে টক্কর চলছে ব্রুককে নিয়ে। শেষপর্যন্ত ১৩.২৫ কোটি টাকায় দলে নিয়ে সানরাইডার্স।
শুরু হল আইপিএলের মিনি নিলাম
শুরু হল আইপিএলের মিনি নিলামের পর্ব। কোন দলে কোন খেলোয়াড় যাবেন, তা দেখে নিন লাইভ আপডেট - ক্লিক করুন এখানে।
চন্দ্রকান্ত পণ্ডিত কেন এত স্পেশাল?
চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে এত আলোচনা কেন? তাঁর বিশেষত্ব কী? হিন্দুস্তান টাইমস বাংলার এই পুরনো প্রতিবেদন পড়ে নিন, তাহলেই বুঝতে পারবেন যে কেন পণ্ডিতের পাণ্ডিত্যের দিকে তাকিয়ে আছে কেকেআর - ক্লিক করুন এখানে।
নাইটদের এক্স-ফ্যাক্টর কোচই? মনে করছেন কুম্বলেও
অনিল কুম্বলে: একজন ভারতীয় কোচ যে আইপিএলের দায়িত্বে আছেন, তা দুর্দান্ত। ভারতের ঘরোয়া ক্রিকেটারদের হাতের তালুর মতো চেনেন চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের দিকে নজর দেবেন। আইপিএল জয় গুরুত্বপূর্ণ। কিন্তু ভবিষ্যতের জন্য দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এবার কয়েকজন আনক্যাপড খেলোয়াড়ের জন্য টাকা খরচ করবে কেকেআর।
কেকেআর নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ইনয় মর্গ্যান: কেকেআরের কোচিং স্টাফ সবসময় ভালো থেকেছে। অধিনায়কত্বের উপর ভরসা দেখিয়েছে। ক্রিকেটের লোকেদের উপর ক্রিকেট ছেড়ে দেন। এবারও সেই ভরসা দেখাতে হবে কেকেআরকে।
কিছুক্ষণ পরেই শুরু আইপিএলের নিলাম
হাতে নেই আর ২০ মিনিটও। কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। বাকি দলগুলির মতো তৈরি কলকাতা নাইট রাইডার্সও। তবে কেকেআরের কাজটা মারাত্মক কঠিন।
ভাগ্যপরীক্ষা ৪০৫ ক্রিকেটারের, বড় দর পেতে পারেন কারা?
IPL 2023 Auction LIVE: আজ কোচিতে আইপিএলের নিলাম হতে চলেছে। মোট ৪০৫ জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। কোন দল কাদের কিনছে, তা লাইভ দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায় - ক্লিক করুন এখানে
কেকেআরের এবার প্লাস পয়েন্ট চন্দ্রকান্ত পণ্ডিত
কলকাতা নাইট রাইডার্সের এবার সবথেকে বড় প্লাস-পয়েন্ট হতে চলেছেন চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি গতবার মধ্যপ্রদেশকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করেছেন। ঘরোয়া ক্রিকেটের প্রচুর ক্রিকেটার তৈরি হয়েছেন তাঁর হাতে। তাহলে তাঁর অভিজ্ঞতার উপর ভর করে নিলামের চ্যালেঞ্জ উতরে যাওয়ার চেষ্টা করবে কেকেআর।
নিলামে কেকেআরের স্ট্র্যাটেজি কী হবে?
কম টাকা নিয়ে এবার আইপিএলে নিলামে কলকাতা নাইট রাইডার্সকে প্রচুর শূন্যস্থান পূরণ করতে হবে। তাই নিলামে একেবারে নিখুঁত প্ল্যান 'এ', প্ল্যান 'বি', প্ল্যান 'সি' নিয়ে নামতে হবে নাইট বাহিনীকে। কেকেআরের কৌশল কী হবে, তা দেখে নিন - এখানে ক্লিক করুন।
কত খেলোয়াড়কে নিলাম থেকে নিতে পারে কেকেআর?
এবার মিনি নিলাম থেকে সর্বাধিক ১১ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁদের মধ্যে সর্বাধিক তিনজন বিদেশি খেলোয়াড় হতে পারবেন।
কম টাকায় প্রচুর শূন্যস্থান পূরণ - নিলামে কীভাবে এগোবে?
ঝুলিতে একেবারে সামান্য টাকা আছে। কিন্তু দলের একাধিক ফাঁকফোকর ভরাট করতে হবে। তাই এবার আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন হতে চলেছে। তবে কেকেআরকে ভরসা জোগাবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি ভারতের ঘরোয়া ক্রিকেটের খুঁটিনাটি জানেন। তাই এবার নিলামে অনামী ভারতীয় প্রতিভার দিকে ঝুঁকতে পারে কেকেআর।
কেকেআরের হাতে কত টাকা পড়ে আছে?
এবার মিনি নিলামে ৭.০৫ কোটি টাকা নিয়ে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১০ টি দলের মধ্যে কেকেআরের হাতে সবথেকে কম টাকা আছে। ফলে কেকেআরের কাছে চ্যালেঞ্জটা বেশি।
নিলামের আগে কেকেআরের কতজন খেলোয়াড় আছেন?
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, রহমানউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। নিলামে আগে শার্দুলকে দিল্লি ক্যাপিটালস এবং লকি ও গুরবাজকে গুজরাট টাইটানস থেকে নিয়েছে কেকেআর।