বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR IPL 2023 Auction Strategy: সবথেকে কম টাকা নিয়ে ছক্কা মারতে KKR-র ভরসা একজন! নিলামে কাদের জন্য ঝাঁপাতে পারে?

KKR IPL 2023 Auction Strategy: সবথেকে কম টাকা নিয়ে ছক্কা মারতে KKR-র ভরসা একজন! নিলামে কাদের জন্য ঝাঁপাতে পারে?

সবথেকে কম টাকা নিয়ে আইপিএল নিলামে নামছে কেকেআর। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

KKR IPL 2023 Auction Strategy: এবারের আইপিএল নিলামে সবথেকে কম টাকা নিয়ে নামছে কেকেআর। ঝুলিতে মাত্র ৭.০৫ কোটি টাকা আছে। সর্বাধিক ১১ জন খেলোয়াড়কে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁদের মধ্যে সর্বাধিক তিনজন বিদেশি হতে পারবেন।

হাতে সবথেকে কম টাকা আছে। অথচ প্রচুর শূন্যস্থান পূরণ করতে হবে। সেরকম চাপের মধ্যেই আইপিএলের মিনি নিলামে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই পরিস্থিতিতে শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে আইপিএলের মিনি নিলামে কেকেআরের কৌশল কী হবে, তা দেখে নিন -

কেকেআরে আপাতত কে কে আছেন? 

আপাতত কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে মোট ১৪ জন আছেন। তাঁরা হলেন - শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, নীতিশ রানা, টিম সাউদি, লকি ফার্গুসন (নিলামের আগে ট্রেডে), রহমানউল্লাহ গুরবাজ (নিলামের আগে ট্রেডে), শার্দুল ঠাকুর (নিলামের আগে ট্রেডে), উমেশ যাদব, অনুকূল রায়, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।

কেকেআরের হাতে কত টাকা আছে?

এবারের নিলামে সবথেকে কম টাকা নিয়ে নামছে কেকেআর। ঝুলিতে মাত্র ৭.০৫ কোটি টাকা আছে। সর্বাধিক ১১ জন খেলোয়াড়কে নিতে পারবে কেকেআর। তাঁদের মধ্যে সর্বাধিক তিনজন বিদেশি হতে পারবেন।

কোন কোন খেলোয়াড়দের জন্য ঝাঁপাতে পারে কেকেআর?

১) ভারতীয় ওপেনার: এবারের আইপিএলে যদি ভালো কিছু করতে হয়, তাহলে নাইট বাহিনীকে ভালোমানের ভারতীয় ওপেনার নিতে হবে। যিনি ওপেনিংয়ে বেঙ্কটেশ বা গুরবাজের সঙ্গে ভালো শুরু করতে পারবেন। গতবার ওপেনিংয়ে ডুবেছিল কেকেআর। তাই এবার নিলামে এন জগদীশন, মায়াঙ্ক আগরওয়ালের মতো ভারতীয় ওপেনারদের জন্য ঝাঁপাতে পারে কেকেআর। 

তবে দু'জনের জন্যই একাধিক দল ঝাঁপাতে পারে। তাই আদৌও নাইট ব্রিগেড তাঁদের পাবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। সেই পরিস্থিতিতে কেকেআরকে ব্যাক-আপ পরিকল্পনা রাখতে হবে। সেক্ষেত্রে অনামী, প্রতিভাবান কোনও খেলোয়াড়ের পিছনেও (যেমন বিরাট সিং) ছুটতে পারে কেকেআর। যে কাজটা সহজ হবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য। যিনি ভারতের ঘরোয়া ক্রিকেটকে হাতের তালুর মতো চেনেন।

২) ভালোমানের ভারতীয় পেসার: গতবার পাওয়ার প্লে'তে উমেশ যাদব দারুণ বল করেছিলেন। কিন্তু তিনি ছাড়া পাওয়ার প্লে'তে বোলিংয়ের জন্য কেকেআরের হাতে ভালো কোনও খেলোয়াড় ছিল না। ডেথেও ভালোমানের ভারতীয় বোলার ছিলেন না। তাই এবার নিলাম থেকে এমন ভারতীয় বোলারকে নিতে হবে, যিনি পাওয়ার প্লে'তে দু'ওভার এবং ডেথে দু'ওভার বল করতে পারবেন।

আরও পড়ুন: IPL 2023 নিলামের আগে মুখ খুললেন কিং খান, কী অবস্থা KKR-এর? জানুন বিস্তারিত

সেক্ষেত্রে শিবম মাভিকে ফের দলে ফিরিয়ে নিতে পারে কেকেআর। যে ভারতীয় তরুণকে এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল নাইট ব্রিগেড। কিন্তু নিলামে কম দামে দলে ফেরাতে পারে। এছাড়াও অনামী পেসারের দিকে চোখ থাকতে পারে। তবে এবার শার্দুল থাকায় ডেথ বোলিং নিয়ে কিছুটা স্বস্তিতে পাবে কেকেআর।

৩) রাসেলের বিকল্প: যেনতেন প্রকারে রাসেলের বিকল্পের জন্য কেকেআরকে নিলামে ঝাঁপাতে হবে। হাতে কম টাকা থাকলেও সেই কাজ করতে হবে। কারণ রাসেলের ফিটনেস নিয়ে বড় সমস্যা আছে। কবে চোট পেয়ে বসে যাবেন বা বল করতে পারবেন না, তা নিয়ে সবসময় ঝুঁকি থেকেই যায়। তাই রাসেলের বিকল্প হিসেবে ডেভিড ওয়াইজকে নিতে পারে কেকেআর। 

এমনিতে রাসেলের বিকল্প হিসেবে ক্যামেরুন গ্রিনকে নিলে সবথেকে লাভ হত কেকেআরের। যিনি ওপেনিংয়ে আক্রমণাত্মক ব্যাটও করতে পারবেন, আবারও বলও করতে পারবেন। কিন্তু অস্ট্রেলিয়ান তারকা গ্রিনকে নিতে একাধিক দল ঝাঁপাবে। তাই এবারের নিলামে তাঁর দর কোটি-কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। কেকেআরের হাতে যে পরিমাণ অর্থ আছে এবং যত শূন্যস্থান পূরণ করতে হবে, তাতে গ্রিনের আশা ছেড়ে দিয়েই নিলামে নামা উচিত কেকেআরের।

আরও পড়ুন: Andre Russell in BBL 12: IPL নিলামের আগে ১০৩ মিটারের ছক্কা KKR তারকা রাসেলের! বল গিয়ে পড়ল ছাদে: ভিডিয়ো

৪) ভারতীয় উইকেটকিপার-ব্যাটার: কেকেআরের হাতে আপাতত কোনও ভারতীয় উইকেটকিপার নেই। গতবার যে দু'জন ছিলেন, দু'জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। একমাত্র উইকেটকিপার হলেন গুরবাজ। কিন্তু তাঁকে যে সব ম্যাচে খেলানো যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। সেই পরিস্থিতিতে ভালোমানের ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অবশ্যই চাই কেকেআরের। যিনি ওপেনিং, মিডল অর্ডার বা শেষের দিকে ঠিকঠাক ব্যাট করতে পারবেন। নাহলে এবার আইপিএল জয়ের আশা ছাড়তে হবে কেকেআরকে।

কেকেআরের প্লাস পয়েন্ট

টাকা কম, প্রচুর শূন্যস্থান পূরণ, উপযুক্ত খেলোয়াড় কেনার মতো বিষয় নিয়ে প্রবল চাপ থাকলেও এবার নিলামে কেকেআরের সবথেকে বড় প্লাস পয়েন্ট হল চন্দ্রকান্তের উপস্থিতি। যিনি ভারতের ঘরোয়া ক্রিকেটের বেতাজ বাদশা। ফলে অনেক প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়দের বাছাই করে নিতে পারবে কেকেআর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.