জোর কদমে চলছে ইন্ডিয়ন প্রিমিয়র লিগ। প্রায় সব দলই অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে। তবে প্লেঅফে কোন দল জায়গা করে নেবে তা এখনও ঠিক হয়নি। তবে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস প্লেঅফে নিজেদের রাস্তা পাকা প্রায় করেই ফেলেছে। যদিও এখনও পাকাপাকি ভাবে প্লেঅফে জায়গা করে নিতে পারেনি কোনও দলই।
চেন্নাই এবং গুজরাট প্রথম চারে জায়গা করে নেওয়ার জন্য অনেকটাই এগিয়ে রয়েছে। পাশাপাশি লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্য়ালস, কলকাতা নাইটরাইডার্স এবং আরসিবিও সেই দৌড়ে রয়েছে। লিগের যত শেষের দিকে যাচ্ছে সাপ-লুডো খেলা জমে জমে উঠছে। কারণ একটি ম্যাচ জিততে পারলেই লাফিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে দলগুলি। আবার হারলেও নেমে যেতে হচ্ছে। ফলে এই মুহূর্তে জমে উঠেছে আইপিএলের লড়াই। কোনও দলই প্রতিপক্ষকে একেবারেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সবাই নিজেদের সেরাটা দিয়ে প্রথম চারে জায়গা করে নিতে মরিয়া।
এই যেমনটা দেখা গেল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। যেখানে কেকেআর পঞ্জাবকে হারাতে ৮ নম্বর স্থান থেকে চলে গেল পঞ্চম স্থানে। অর্থাৎ মাত্র ১ ম্যাচ জেতায় এল লাফে অনেকটাই উঠে গেল নীতীশ রানার দল। ফলে প্লেঅফে যাওয়ার দৌড়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে এই ম্য়াচ হারার ফলে ১১ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই রইল শিখর ধাওয়ানের দল।
কেকেআরকে প্লেঅফে জায়গা করে নিতে হলে সব ম্যাচই জিততে হবে। তাহলেই প্লেঅফে জায়গা করে নিতে পারবে শাহরুখ খানের দল। সেই সঙ্গে লখনউ এবং রাজস্থানকেও হারতে হবে। তাহলেই খুব সহজেই প্রথম চার নিশ্চিত করবে কেকেআর। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে সঞ্জুর রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। আর সেই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া কেকেআর শিবির।
অন্যদিকে গুজরাট টাইটানস ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে। ঠিক পরেই রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে লখনউ। তাদের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ১১ এবং চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে ১০ পয়েন্ট। তার ঠিক পরেই রয়েছে কেকেআর।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।