বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Shardul in KKR: আট ম্যাচে মাত্র ১৪.৫ ওভার বোলিং- ১০.৭৫ কোটির শার্দুলকে শুধু ফিল্ডিং করাচ্ছে KKR!

Shardul in KKR: আট ম্যাচে মাত্র ১৪.৫ ওভার বোলিং- ১০.৭৫ কোটির শার্দুলকে শুধু ফিল্ডিং করাচ্ছে KKR!

এবারের আইপিএলে শার্দুল ঠাকুরকে কার্যত ব্যবহারই করছে না কেকেআর। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তো শার্দুল ঠাকুরকে এতটাই কম ব্যবহার করছে যে মনে হচ্ছে ১০ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামছে নাইট ব্রিগেড। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তো তাঁকে একটি ওভারও দেননি কেকেআরের অধিনায়ক নীতীশ রানা। ব্যাটিংয়ে তো শেষ বলটার জন্য নামেন শার্দুল।

তাঁকে নিতে ১০.৭৫ কোটি টাকা খরচ পড়েছে। অথচ সেই শার্দুল ঠাকুরকে কার্যত ব্যবহারই করছে না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইতিমধ্যে আটটি ম্যাচে খেলে ফেললেও বল করেছেন মাত্র ১৪.৫ ওভার। যেখানে সর্বোচ্চ ৩২ ওভার করতে পারতেন (তাও যে একেবারে স্পিনিং উইকেটে খেলেছে কেকেআর, সেটাও নয়)। আর ব্যাট হাতে মাত্র ৬১ টি বল খেলেছেন। তার জেরে স্বভাবতই প্রশ্ন উঠছে, শার্দুলকে পুরোপুরি কেন ব্যবহার করা হচ্ছে না? কেকেআরের বাকি বোলাররা যে দারুণ খেলছেন, সেটাও নয়। তাহলে তাঁকে কেন বল দেওয়া হচ্ছে না?

সেই বিষয়টি নিয়ে সোমবার প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলেও। যেদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সে পেসাররা ভালো বল না করলেও শার্দুলকে একটি ওভারও দেননি কেকেআরের অধিনায়ক নীতীশ রানা। ব্যাটিংয়ে তো শেষ বলটার জন্য নামেন শার্দুল। স্ট্রাইকেও ছিলেন না। সেই পরিস্থিতিতে হর্ষ বলেন, 'এই মুহূর্তে শার্দুল ঠাকুরের মাথায় ঠিক কী চলছে, সেটা জানতে আমি মুখিয়ে আছি। চলতি বছর ১৫ ওভার (১৪.৫ ওভার) বল করেছেন, ৬১ টি বলে ব্যাট করেছে। আশা করছি যে ও এবং উমেশ লাল বল নিয়ে অনুশীলন করছে।'

আরও পড়ুন: IPL 2023: ওকে বিরাট বানাবে নাকি- তিন নম্বরে নেমে শূন্য করার পর কটাক্ষের শিকার শার্দুল

একটি মহলের যুক্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে শার্দুলকে সম্ভবত বেশি বল করাচ্ছে না কেকেআর, যাতে সেই মেগা ফাইনালের জন্য পুরো চাঙ্গা থাকেন শার্দুল। যদিও অপরের মহলের পালটা বক্তব্য, যদি সেটাই চায় কেকেআর, তাহলে শার্দুলকে প্রথম একাদশে রাখা হচ্ছে কেন? কেকেআর তো শার্দুলকে এতটাই কম ব্যবহার করছে যে মনে হচ্ছে ১০ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামছে নাইট ব্রিগেড। যদি সত্যিই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কারণ হয়, তাহলে শার্দুলকে বসিয়ে রাখা হোক। কারণ ফিল্ডিং করার সময়ও চোট লাগতে পারে। 

এবারের আইপিএলের ম্যাচভিত্তিকে শার্দুলের পারফরম্যান্স

আটটি ম্যাচে (আট ইনিংস) মোট ১০৯ রান করেছেন শার্দুল। খেলেছেন মাত্র ৬১ টি বল। গড় ১৮.১৭। সর্বোচ্চ ৬৮। স্ট্রাইক রেট ১৭৮.৬৮। অন্যদিকে, আট ম্যাচে (ছয় ইনিংস) মোট ১৪.৫ ওভার বল করেছেন। খরচ করেছেন ১৬০ রান। নিয়েছেন চারটি উইকেট। ইকোনমি রেট ১০.৭৮। গড় ৪০। স্ট্রাইক রেট ২২.২৫।

১) পঞ্জাব কিংস: চার ওভার বল করে ৪৩ রান দিয়েছিলেন। তিন বলে অপরাজিত আট রান করেছিলেন।

২) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২৯ বলে ৬৮ রান করেছিলেন। দু'ওভার বল করেছিলেন শার্দুল। ১৫ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন।

৩) গুজরাট টাইটানস: তিন ওভারে ২৪ রান দিয়েছিলেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন।

৪) সানরাইজার্স হায়দরাবাদ: পাঁচটি বল করেছিলেন। দিয়েছিলেন ১৪ রান। ব্যাট হাতে সাত বলে ১২ রান করেছিলেন।

৫) মুম্বই ইন্ডিয়ান্স: ১১ বলে ১৩ রান করেছিলেন। দু'ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন।

৬) দিল্লি ক্যাপিটালস: প্রথম একাদশে ছিলেন না। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবেও সুযোগ পাননি।

৭) চেন্নাই সুপার কিংস: দলে ছিলেন না শার্দুল। 

৮) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: শার্দুল দলে ছিলেন না।

৯) গুজরাট টাইটানস: তিনে ব্যট করতে পাঠানো হয়েছিল। চার বল খেলেছিলেন। কোনও রান করতে পারেননি। এক ওভারও বল পাননি।

১০) সানরাইজার্স হায়দরাবাদ: ছয় বলে আট রান করেছিলেন। তিন ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: IPL 2023: শার্দুলকে কেন খেলানো হচ্ছে না, বোঝার বাইরে- KKR-এর প্ল্যানিং নিয়ে প্রশ্ন তুললেন ভাজ্জি

১১) পঞ্জাব কিংস: এক ওভারও বল করেননি। শেষ বলের জন্য মাঠে নামেন। স্ট্রাইক পাননি। একটাই কাজ ছিল তাঁর - রিঙ্কু সিং ব্যাটে বল ঠেকালে যতটা জোরে সম্ভব, ততটা জোরে দৌড়াতে হবে। তবে শার্দুলকে দৌড়াতে হয়নি। কারণ রিঙ্কু চার মেরে দেন। 

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.