মঙ্গলবার রাতে একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স নয়, ‘হারল’ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কারণ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মুম্বই জিতলে সুবিধা হত। কিন্তু লখনউ জিতে যাওয়ায় এবার আইপিএল থেকে কার্যত ছিটকে গেল কেকেআর (মুম্বই-লখনউ ম্যাচের পর কেকেআরের অ্যাকাউন্ট থেকে মন খারাপের ইমোজিও পোস্ট করা হয়)। খাতায়-কলমে সুযোগ পড়ে থাকলেও সেই সম্ভাবনা স্রেফ দশমিকে আছে। কারণ ইতিমধ্যে গুজরাট টাইটানস প্লে-অফে চলে গিয়েছে। কেকেআরের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস এবং লখনউ (নাইটদের সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতে পারে, সেখানে চেন্নাই ও লখনউয়ের পয়েন্ট ইতিমধ্যে ১৫)। সেই পরিস্থিতিতে আইপিএলের যে সাতটি ম্যাচ পড়ে আছে, সেটির মধ্যে ছ'টি ম্যাচে কেকেআরের পক্ষে ফল যেতে হবে। তবেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠতে পারবে নাইট ব্রিগেড।
আইপিএলের পয়েন্ট তালিকা
আইপিএলের বাকি ৭ ম্যাচে কী ফলাফল চাইবে কেকেআর?
পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
সৌরভ গঙ্গোপাধ্যায়দের দলের হয়ে গলা ফাটাবে কেকেআর। কারণ পঞ্জাব দুটি ম্যাচে জিতলে কেকেআর ছিটকে যাবে (১৬ পয়েন্টে পৌঁছে যাবে পঞ্জাব)। আবার দুটি ম্যাচেই পঞ্জাব হারলে কেকেআরের সমস্যা আছে। কারণ কেকেআরের (-০.২৫৬) থেকে রাজস্থান রয়্যালসের (+০.১৪০) নেট রানরেট অনেক ভালো। সেক্ষেত্রে নেট রানরেটের লড়াইয়ে কেকেআর ছিটকে যাবে। তাই নাইট ব্রিগেড চাইবে যে দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে যাক পঞ্জাব (-০.২৬৮)। তাহলে নেট রানরেটও কমবে শিখর ধাওয়ানদের। আর সব ম্যাচ শেষে পঞ্জাব এবং কেকেআরের পয়েন্ট ১৪ হলে ভালো নেট রানরেটের নিরিখে প্লে-অফে যেতে পারবেন নাইটরা।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রাজস্থানকে বিশাল বড় ব্যবধানে হারানোর পর ব্যাঙ্গালোরের নেট রানরেট (+০.১৬৬) অভাবনীয় হয়ে গিয়েছে। তাই কেকেআর চাইবে যে বাকি দুটি ম্যাচেই হেরে যাক আরসিবি। যে কাজটা সানরাইজার্স ম্যাচ দিয়ে শুরু হতে পারে। কেকেআর চাইবে যে সানরাইজার্সের কাছে বড় ব্যবধানে হেরে যাক আরসিবি। সানরাইজার্স যেহেতু ছিটকে গিয়েছে, তাই ভুবনেশ্বর কুমাররা বড় ব্যবধানে জিতলেও কেকেআরের পথে কাঁটা বাড়বে না।
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস
আগের দুটি ম্যাচের ফলাফল কেকেআরের পক্ষে গেলে পঞ্জাব ও রাজস্থানের দ্বৈরথ কেকেআরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাচে পঞ্জাবের জয় চাইবে নাইট ব্রিগেড। তবে সেটা বড় ব্যবধানে নয় (এক রানে বা এক উইকেটে)। তাহলে ১৪ ম্যাচে পঞ্জাবের পয়েন্ট হবে ১৪। রাজস্থানের পয়েন্ট ১২-তে ঠেকবে। রাজস্থান এমনিই ছিটকে যাবে। নেট রানরেটের নিরিখে ছিটকে যাবে পঞ্জাব।
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস
এখনও যে ম্যাচগুলি বাকি আছে, একমাত্র এই ম্যাচের সঙ্গে কেকেআরের প্লে-অফে ওঠার কোনও সম্ভাবনা নেই। কারণ দিল্লি ইতিমধ্যে আইপিএল থেকে ছিটকে গিয়েছে। আর কেকেআরের ধরাছোঁয়ার বাইরে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস
ইডেন গার্ডেন্সে কেকেআরকে জিততেই হবে। তবে প্লে-অফে যাওয়ার আশা কিছুটা জিইয়ে থাকবে (যদি আগের সবকটি ম্যাচের ফলাফল কেকেআরের পক্ষে যায়, তবেই সেটা হবে)। যত বড় ব্যবধানে জিতবে, তত সুবিধা হবে নাইট ব্রিগেডের।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ
লখনউয়ের বিরুদ্ধে মঙ্গলবার হেরে যাওয়ার পর সানরাইজার্সের কাছেও যাতে রোহিত শর্মারা হারেন, সেই প্রার্থনা করবে কেকেআর। কারণ মুম্বইয়ের ঝুলিতে আপাতত ১৪ পয়েন্ট আছে। নেট রানরেটও (-০.১২৮) নাইটদের থেকে ভালো। তাই কেকেআর চাইবে যে মুম্বই বড় ব্যবধানে হেরে যাক। তাহলে ১৪ পয়েন্ট পাওয়া চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পেতে কেকেআরের সুবিধা হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটানস
গুজরাট টাইটানসকে সমর্থন করবে কেকেআর। প্রাক্তনী শুভমন গিলের থেকে ‘গুরুদক্ষিণা’-র আশা করবে। গুজরাটের বিরুদ্ধে হেরে গেলে ১৪ ম্যাচে ১২ পয়েন্টেই থেকে যাবে বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসির আরসিবি (সানরাইজার্স ম্যাচে হারবে ধরে) এবং প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে। তাতে সুবিধা হবে কেকেআরের।
আরও পড়ুন: রিঙ্কু ভাঙলেন রাসেলের রেকর্ড! এই বিষয়ে সূর্য-ফ্যাফ-পুরানকে পিছনে ফেললেন KKR তারকা
সেইসব ম্যাচের ফল মিলে গেলে প্লে-অফে যাওয়ার চতুর্থ স্থান দখলের জন্য তিনটি দলের মধ্যে লড়াই হবে - কেকেআর, পঞ্জাব এবং মুম্বই (তিনটি দলই ১৪ পয়েন্টে থাকবে ধরে)। তাহলে যে দলের নেট রানরেট বেশি হবে, সেই দল প্লে-অফের টিকিট পাবে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)