২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে তিনি একেবারে স্বপ্নের ছন্দে রয়েছেন। তবে ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে মনে করেন, তাঁর সেরাটা এখনও তিনি দেননি। রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাহানে সিএসকে-র হয়ে সবচেয়ে বেশি রান করেন। ২৯ বলে অপরাজিত ৭১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। সেই সঙ্গে সিএসকে-কে রানের পাহাড়ে বসিয়ে দেন রাহানে।
এটি রাহানের এই মরশুমে দ্বিতীয় হাফ সেঞ্চুরি। রাহানের বিধ্বংসী ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। কেকেআর-কে ৪৯ রানে হারায় চেন্নাই। নিজের প্রাক্তন আইপিএল দলের বিরুদ্ধে তাঁর ম্যাচ জয়ী পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে, অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান রাহানে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্বে ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: নাইট বোলারদের ছাতু করে রানের পাহাড়ে উঠল চেন্নাই, ইডেনে গড়ে ফেলল রেকর্ড
কলকাতায় এসে দুই বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিএসকে-এর সহজ জয়ের পর রাহানে বলেছেন, ‘আমি এখনও পর্যন্ত আমার সমস্ত নক উপভোগ করেছি। তবে আমি এখনও মনে করি, আমার সেরাটা দেওয়া বাকি। এটা একটা দারুণ শিক্ষা, আমি বহু বছর ধরে ভারতের হয়ে মাহি ভাইয়ের অধীনে খেলেছি, এবং এখন সিএসকে-তেও খেলছি। ওর অধীনে খেলতে গিয়ে দারুণ শিক্ষা হয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবে কথা বলে মাহি ভাই। সবার কাজ ভালো ভাবে বুঝিয়ে দেয়। তাই সবাই এত মন খুলে খেলতে পারে। মাহি ভাইয়ের কথা মাথায় রেখে খেলতে নামি।’
আরও পড়ুন: আইপিএলে ক্যাচ ধরার সেঞ্চুরি বিরাটের, নিরাপদ নয় সুরেশ রায়নার সর্বকালীন রেকর্ড
রাহানের ৭১ রান ছাড়াও, অলরাউন্ডার শিবম দুবে ৫০ রানের (২১ বলে) গুরুত্বপূর্ণ নক খেলেন। ডেভন কনওয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে সিএসকে-র হয়ে শুরুটা ভালো করেছিলেন। সিএসকে-কে একটি দুর্দান্ত শুরু করেছিলেন। সব মিনিয়ে চেন্নাই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল স্কোর করে। জবাবে, জেসন রয় (৬১) এবং রিংকু সিং (অপরাজিত ৫৩) কেকেআরকে ৮ উইকেটে ১৮৬-তে নিয়ে গিয়েছিল। শেষ রক্ষা হয়নি। ৮ উইরেটে ১৮৫-তেই শেষ হয় কলকাতার দলের ইনিংস। ৪৯ রানে ম্যাচটি হেরে যায় নাইটরা।
ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর রাহানে আরও বলেছেন, ‘আমি যখন নামি তখন দল ভালো জায়গায় ছিল। ওই ছন্দ ধরে রাখতে চেয়েছিলাম। তাই হাত খুলে খেলেছি। যখন আপনি অতিরিক্ত চিন্তা না করে শুধু নিজের ব্যাটিং উপভোগ করেন তখন খেলা অনেক সহজ হয়ে যায়। আমার এখন সেটাই হয়েছে। আমি শুধু নিজের খেলা উপভোগ করছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।