আইপিএলে পরপর তিন ম্যাচে হার। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। চার বার ওপেনিং কম্বিনেশন বদল করেও কোনও লাভ হয়নি কলকাতার টিমের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচেই পুরো নতুন ওপেনিং জুটি খেলানো হয়। জেসন রয় এবং লিটন দাস ওপেন করেন। জেনস কিছুটা লড়াই চালালেও চূড়ান্ত ব্যর্থ হন লিটন দাস। মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এমন কী উইকেটের পিছনে দাঁড়িয়েও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ২টি সহজ স্টাম্প মিস করেছেন। তার পর তাঁকে নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে।
রবিবার নিজেদের সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কি ওপেনিং জুটি পাল্টাবে? শনিবার নাইটদের অনুশীলন দেখে অবশ্য মনে হয়েছে, সিএসকে-র বিরুদ্ধেও জেসন এবং লিটনই ওপেন করবেন। শনিবার নেট অনুশীলনেও প্রথমে ব্যাট করেন জেসন রয় ও লিটন দাস। দুই ব্যাটারই নেটে দীর্ঘক্ষণ সময় কাটান। এমন কী দেখা যায়, দীর্ঘ সময় ধরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অধিনায়ক নীতিশ রানার সঙ্গে লিটন দাসকে কথা বলতে।
আরও পড়ুন: সেরা একাদশ খুঁজে পাওয়ার চেষ্টা করছি- ৬ ম্যাচ হওয়ার পরেও অজুহাত KKR-এর বোলিং কোচের
এ দিকে কিছুটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে রহমনুল্লাহ গুরবাজের। এই আফগান কিপার-ব্যাটারকে গত ম্যাচে বাদ দেওয়া হয়। আইপিএলে অভিষেক হয় বাংলাদেশের কিপার ব্য়াটার লিটন দাসের। তার উপর আবার ম্যাচের আগের দিন চোট পান গুরবাজ। খুড়িয়ে হাঁটছিলেন। তাঁর চোট কতটা গুরুতর তা অবশ্য জানানো হয়নি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে কম্বিনেশনে কোনও বদল হবে না কলকাতা নাইট রাইডার্সের। যদিও লিটন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন, তবে চেন্নাইয়ের বিরুদ্ধে জেসন রয়ের সঙ্গে বাংলাদেশের তারকারই ওপেন করার সম্ভাবনা প্রবল।
শনিবার কলকাতা নাইট রাইডার্স প্র্য়াক্টিসে উপস্থিত ছিলেন না অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ম্যাচে অবশ্য খেলবেন। টিমের তরফে নিশ্চিত করা হয়েছে, অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল রাসেলকে।
আরও পড়ুন: অর্জুন গলালো এক ওভারে ৩১,MI-এর বিরুদ্ধে শেষ ৬ ওভারে রেকর্ড রান PBKS-এর
এ দিকে নাইটরা প্র্যাক্টিস করলেও, চেন্নাই সুপার কিংস অনুশীলন ছাড়াই ইডেনে নামছে। শনিবার সন্ধ্যায় পৌঁছনোয় আর মাঠমুখো হননি সিএসকে-র প্লেয়াররা। তবে ভালো ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। বিশেষ করে সিএসকে ব্যাটাররা আছে বিধ্বংসী মেজাজে। ডেভন কনওয়ে থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে- ধোনির ভরসার মর্যাদা দিচ্ছেন।
কেকেআরের দল বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে। এখনও পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে কেকেআর। শেষ তিন ম্যাচেই হেরেছে কলকাতা। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইটরা। চেন্নাই সুপার কিংসের আবার কেকেআর-কে হারালে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে।
সিএসকে চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। চেন্নাই যদি আজ কেকেআর-কে হারায়, তা হলে ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে আসবে। সেই সঙ্গে জয়ের হ্যাটট্রিকও পূর্ণ করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।