বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs CSK: শেষ ওভারে নাটক, ১ ওভারে ২২ রান দেন কৃষ্ণ, জাড্ডু ঝড়েই হারল কলকাতা
জাদেজার ঝড়ো ইনিংসের হাত ধরেই জিতে গেল চেন্নাই। ছবি: এএনআই

KKR vs CSK: শেষ ওভারে নাটক, ১ ওভারে ২২ রান দেন কৃষ্ণ, জাড্ডু ঝড়েই হারল কলকাতা

শেষ ওভারে চূড়ান্ত নাটক। কিন্তু শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে রবীন্দ্র জাদেজার। প্রসিধ কৃষ্ণের এক ওভারে ২২ রান নিয়ে চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জাড্ডু। চেন্নাইকে জেতানোর আসল নায়ক জাদেজা হলে, নাইটদের হারের জন্য খলনায়ক হয়ে গেলেন প্রসিধ কৃষ্ণ।

১৯তম ওভারে বল করতে আসেন কৃষ্ণ। সেই ওভারে জাদেজা তাঁকে দু'টো ছয় এবং দু'টো চার মারেন। দু' রান সিঙ্গল নেয় জাদেজা এবং স্যাম কারান। আর এই ওভারটাই সব কিছু ওলটপালট করে দেয়। ম্যাচের রং-ই বদলে দেয়। চেন্নাই ২ উইকেটে ম্যাচ জিতে যায়।

26 Sep 2021, 07:45:46 PM IST

শেষ হাসি হাসল কলকাতা

টানটান উত্তজেনার ম্যাচ ছিল। শেষ ওভারে চূড়ান্ত নাটক হল। সুনীল নারিন ২ উইকেট নিল। কিন্তু শেষ রক্ষা হল না। আসলে ১৯তম ওভারে বল করতে এসে প্রসিধ কৃষ্ণ ২২ রান দিয়ে ফেলেন। আর তখনই ম্যাচ হাতের থেকে বের হয়ে যায়। শেষ ওভারে কিছুটা চেষ্টা করেছিলেন নারিন। তবে মাত্র ৮ বলে ২২ রান করে ম্যাচের রং বদলে দেন রবীন্দ্র জাদেজা।ওপেন করতে নেমে শুরুটা ফ্যাফ এবং রুতুরাজ অসাধারণ করেছিল। তাঁরা চেন্নাইকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু ওপেনিং জুটি আউট হওয়ার পরেই কলকাতা ধীরে ধীরে ম্য়াচে প্রভাব বিস্তার করতে শুরু করে। একটা সময়ে ১২ বলে ২৬ রান দরকার ছিল। আর এখান থেকেই ম্যাচের রং বদলে দেন জাদেজা। সুনীল নারিন ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন প্রসিধ, লকি, বরুণ এবং রাসেল।

26 Sep 2021, 07:26:35 PM IST

জাদেজা আউট

১৯.৫ বলে নারিন ফেরান জাদেজাকে। ১ বলে চাই ১ রান। 

26 Sep 2021, 07:21:03 PM IST

স্যাম কারান আউট

শেষ ওভারে সুনীল নারিনকে বল দেন মর্গ্যান। প্রথম বলেই স্যাম কারানকে আউট করেন নারিন। ৫ বলে চাই ৪ রান। ক্রিজে এসেছে শার্দুল ঠাকুর।

26 Sep 2021, 07:19:31 PM IST

ম্যাচের রং বদলে দিলেন জাদেজা

১২ বলে যেখানে ২৬ রান দরকার ছিল, সেখানে রবীন্দ্র জাদেজা পুরো ম্যাচের রং-ই বদলে দিল। প্রসিধ কৃষ্ণের ওভারে ৬ বলে ২২ রান করেন জাদেজা। স্বাভাবিক ভাবে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল কলকাতার। ৬ বলে চাই ৪ রান।

26 Sep 2021, 07:11:41 PM IST

ধোনি আউট

রায়না ফেরার পরেই ধোনিকে বোল্ড করলেন বরুণ। ছয় উইকেট হারিয়ে চাপ বাড়ল চেন্নাইয়ের। ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন ধোনি। ১৪১ রানে ৬ উইকেট পড়ল চেন্নাইয়ের। ১৮ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান চেন্নাইয়ের। ১২ বলে চাই ২৬ রান। কলকাতার প্রয়োজন উইকেট।

26 Sep 2021, 07:07:24 PM IST

রায়না আউট

রান নিতে গিয়ে আউট হলেন সুরেশ রায়না। পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে চেন্নাই। ১৪১ রানে ৫ উইকেট হারাল তারা। কিছুটা হলেও ম্যাচে ফিরল কলকাতা।

26 Sep 2021, 07:04:28 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১৭ ওভার: ১৪১/৪

১৮ বলে চাই ৩১ রান। ধোনি-রায়না দলকে জেতাতে মরিয়া। এই রানটাও খুব বেশি নয়। আর কলকাতাকে জিততে হলে উইকেট ফেলতে হবে। তা না হলে কিন্তু সমস্যা রয়েছে।

26 Sep 2021, 07:02:23 PM IST

মইন আলি আউট

লকি ফার্গুসনের বলে ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মইন আলি। ২৮ বলে ৩২ করেছিলেন মইন। ২০ বলে ৩৪ রান দরকার। মইন আলির বদলে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি চাইবেন  দলকে জেতাতে? কলকাতা কি পারবে ধোনি-রায়না জুটিকে ব্যর্থ করতে?

26 Sep 2021, 06:51:03 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১৫ ওভার: ১২৭/৩

৩ উইকেট হারালেও চেন্নাই বেশ ভালো জায়গায় রয়েছে। এখনও ম্যাচের লাগাম তাদের হাতে। ১৫ ওভারে ৩ উইকেটে ১২৭ করে ফেলেছে তারা। ৩০ বলে আর ৪৫ রান করতে হবে। এই রান করাটা একেবারেই কঠিন নয়। বিশেষ করে যে হারে চার, ছয়ের বন্যা বইছে। ক্রিজে রয়েছেন মইন আলি (২০ বলে ২৫) এবং সুরেশ রায়না (৩ বলে ৭)।

26 Sep 2021, 06:48:08 PM IST

অম্বাতি রাইডু আউট

৯ বলে ৯ করে সুনীল নারিনের বলে বোল্ড হলেন রাইডু। ১১৯ রানে ৩ উইকেট হারাল তারা। এই জায়গা থেকে কলকাতা কি আদৌ ম্যাচ বাঁচাতে পারবে?

26 Sep 2021, 06:33:45 PM IST

ফ্যাফ আউট

৩০ বলে ৪৪ করে সাজঘরে ফিরলেন ফ্যাফ ডু'প্লেসি। প্রসিধ কৃষ্ণার বলে ক্যাচ ধরেন লকি ফার্গুসন। কিন্তু চেন্নাইকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন ফ্যাফ। ১০২ রানের মাথায় ২ উইকেট পড়ল। এখান থেকে কি চেন্নাইকে আটকাতে পারবে কলকাতা?

26 Sep 2021, 06:29:27 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১১ ওভার: ১০১/১

রাসেলের এই ওভারে ১২ রান নিল চেন্নাই। ১১ ওভারেই ১০১ করে ফেলল তারা। মইন আলি নেমেই ১০ বলে ১৭ করে ফেলেছেন। ২৮ বলে ৪৪ রান ফ্যাফের।

26 Sep 2021, 06:23:18 PM IST

চেন্নাইয়ের ইনিংস ১০ ওভার: ৮৯/১

১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৮৯ করে ফেলেছে চেন্নাই। দুরন্ত ছন্দে সিএসকে-র ব্যাটসম্যানরা। রুতুরাজ আউট হওয়ার পরেও রানের গতি কমেনি। মইন আলি নেমেই ৭ বলে ১১ করে ফেলেছেন। ২৫ বলে ৩৮ ফ্যাফের।

26 Sep 2021, 06:17:19 PM IST

রুতুরাজ আউট

২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। রাসেলের বলে ক্যাচ ধরেন মর্গ্যান। ৭৪ রানের মাথায় প্রথম উইকেট হারাল চেন্নাই। ২২ বলে ৩৪ করে ক্রিজে রয়েছেন ফ্যাফ। রুতুরাজের জায়গায় নামলেন মইন আলি।

26 Sep 2021, 06:09:50 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৭ ওভার: ৬৩/০

দুরন্ত ছন্দে চেন্নাই সুপার কিংসের ওপেনাররা। ৭ ওভারে ৬৩ রান করে ফেলেছেন তাঁরা। ২০ বলে ৩২ করে ফেলেছেন ডু'প্লেসি। ২২ বলে ৩১ রান করেছেন রুতুরাজ। ম্যাচ কিন্তু ধীরে ধীরে হাত থেকে বের হয়ে যাচ্ছে কলকাতার। উইকেট ফেলতে না পারলে কোনও সম্ভাবনা নেই এই ম্যাচ জেতার।

26 Sep 2021, 05:59:32 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৫ ওভার: ৪২/০

নারিনের ওভারে ১৪ রান নিয়েছে চেন্নাই। প্রতি ওভারে চেন্নাই চার, ছয় মেরে চলেছে। ৫ ওভারেই ৪২ রান করে ফেলেছে তারা। কোনও উইকেট পড়েনি চেন্নাইয়ের। ১৩ বলে ২০ করে ফেলেছেন ডু'প্লেসি। ১৭ বলে ২২রান করেছেন রুতুরাজ।

26 Sep 2021, 05:56:06 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৪ ওভার: ২৮/০

এই ওভারেও বরুণ চক্রবর্তীকে দু'টি চার মেরেছেন ডু'প্লেসি। ১২ বলে ১৯ করে ফেলেছেন তিনি। ১২ বলে ৯ করেছেন রুতুরাজ। ৪ ওভারে ২৮ রান চেন্নাইয়ের। ওপেনিং জুটি শুরুতে ভাঙতে না পারলে চাপ বাড়বে কলকাতার।

26 Sep 2021, 05:51:42 PM IST

চেন্নাইয়ের ইনিংস ৩ ওভার: ১৮/০

প্রসিধ কৃষ্ণকে এই ওভারে দু'টো চার মারেন ডু'প্লেসি। এই ওভারে তিনি মোট ৯ রান করেন। ৩ ওভারে ১৮ রান চেন্নাইয়ের। কোনও উইকেট পড়েনি। ফ্যাফ ডু'প্লেসি করেছেন ১০ রান। রুতুরাজ গায়কোয়াড়ের সংগ্রহ ৮ রান।

26 Sep 2021, 05:48:17 PM IST

চেন্নাইয়ের ইনিংস ২ ওভার: ৯/০

২ ওভারে কোনও উইকেট না হারিয় ৯ রান করেছে চেন্নাই। তাড়াতাড়ি উইকেট না ফেলতে পারলে চাপে পড়বে কেকেআর। ক্রিজে রয়েছেন ফ্যাফ ডু'প্লেসি (১) এবং রুতুরাজ গায়কোয়াড় (৮)।

26 Sep 2021, 05:41:47 PM IST

চেন্নাইয়ের ইনিংস১ ওভার: ৫/০

প্রথম ওভারে প্রসিধ কৃষ্ণ ৫ রান দিলেন। ক্রিজে রয়েছেন ফ্যাফ ডু'প্লেসি (০) এবং রুতুরাজ গায়কোয়াড় (৫)।

26 Sep 2021, 05:37:23 PM IST

চেন্নাইয়ের ইনিংস শুরু

ফ্যাফ ডু'প্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় ওপেন করলেন চেন্নাইয়ের হয়ে। ১৭২ রান করতে হবে চেন্নাইকে। কলকাতা কি পারবে ধোনি ব্রিগেডকে আটকে দিতে?

26 Sep 2021, 05:28:48 PM IST

১৭১ রান করল কলকাতা

ষষ্ঠ উইকেটে কার্তিক এবং নীতিশ রানা জুটি গুরুত্বপূর্ণ ৪১ রান করে। যার হাত ধরে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স। ধোনিদের জিততে হলে ১৭২ করতে হবে। কার্তিকের ১১ বলে ২৬ রানটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নীতিশ রানা পাঁচ নম্বরে নেমে ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর এবং হ্যাজেলউড ২টি করে উইকেট নিয়েছেন। জাদেজা নিয়েছেন একটি উইকেট।

26 Sep 2021, 05:21:19 PM IST

কার্তিক আউট

১১ বলে ২৬ করে নাইট রাইডার্সের স্কোরবোর্ডকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন দীনেশ কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারলেন না। হ্যাজেলউডের ওভারে ব্যাটের কোণায় বল লেগে ধোনির কাছে ক্যাচ যায়। আউট হলেন কার্তিক।

26 Sep 2021, 05:16:14 PM IST

কলকাতার ইনিংস ১৯ ওভার: ১৫৮/৫

স্যাম কারানের ওভারে ১৯ রান নিল কলকাতা। কার্তিক একাই করলেন ১৭ রান। তাঁর সংগ্রহ ২০। রানা অপরাজিত রয়েছেন ২৫ বলে ৩২ রান করে। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান নাইট রাইডার্সের।

26 Sep 2021, 05:02:10 PM IST

রাসেল আউট

আরও একটি ধাক্কা খেল কলকাতা। আউট হলেন রাসেল। ১৫ বলে ২০ করেছিলেন তিনি। ১৭ ওভারে ৫ উইকেটে কলকাতার রান এখন ১২৭।

26 Sep 2021, 04:52:04 PM IST

কলকাতার ইনিংস ১৫ ওভার: ১১৮/৪

স্যাম কারানের এই ওভারে কলকাতা মোট ১৪ রান নিল। রাসেল একটা ছয় এবং দু'টি চার মারেন। ১১ বলে ১৮ রান রাসেলের। ১৩ বলে ১৬ রান রানার। ১৫ ওভারে ৪ উইকেটে ১১৮ রান কলকাতার।

26 Sep 2021, 04:45:51 PM IST

১০০ পার করল নাইট রাইডার্স

১৪তম ওভারে বল করছিলেন হ্যাজেলউড। এই ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান নীতিশ রানা। সেই সঙ্গে ১০০ পার করে কলকাতা। ১৪ ওভারে ৪ উইকেটে ১০৪ রান নাইটদের। ক্রিজে রয়েছেন রানা (১৩ বলে ১৬) এবং রাসেল (৫ বলে ৪)।

26 Sep 2021, 04:37:32 PM IST

ত্রিপাঠি আউট

রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হলেন রাহুল ত্রিপাঠি। ৩৩ বলে ৪৫ রান করে আউট হন রাহুল। ১৩ ওভারে ৩ উইকেটে ৯৪ রান কলকাতার। ক্রিজে রয়েছেন নীতিশ রানা এবং আন্দ্রে রাসেল।

26 Sep 2021, 04:26:20 PM IST

মর্গ্যান আউট

তিন নম্বর উইকেট হারাল নাইট রাইডার্স। হ্যাজেলউডের বলে বড় শট খেলার চেষ্টা করেন মর্গ্যান। বাউন্ডারি লাইনের সামনে দুরন্ত ক্যাচ ধরেন ডু'প্লেসি। ক্যাচটা ধরার পর তিনি ব্যালেন্স রাখতে না পেরে বাউন্ডারি লাইনের দিকে পড়ে যাচ্ছিলেন, নিজেকে সামলাতে বলটা উপরের দিকে ছুড়ে দেন ডু'প্লেসি। নিজেকে সামলে নিয়ে ফের ক্যাচটি ধরেন তিনি। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন কলকাতার অধিনায়ক। দলের ৭০ রানে ৩ উইকেট পড়ে যায়।

26 Sep 2021, 04:17:17 PM IST

কলকাতার ইনিংস ৯ ওভার: ৭০/২

ভেঙ্কটেশ আইয়ার আউট হওয়ার পর কলকাতার রানের গতি কমেছে। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান তাদের। ২২ বলে ৩৩ করে অপরাজিত রয়েছেন রাহুল ত্রিপাঠি। ইয়ন মর্গ্যানের সংগ্রহ ১৩ বলে ৮ রান।

26 Sep 2021, 04:06:01 PM IST

ভেঙ্কটেশ আইয়ার আউট

শুভমনের উইকেট হারানোর ধাক্কা সামলে দলের রান ৫০ করে ফেলার পরের মুহূর্তেই দ্বিতীয় উইকেট হারায় নাইট রাইডার্স।  ১৫ বলে ১৮ করে সাজঘরে ফেরেন ভেঙ্কটেশ। তাঁর পরিবর্তে নেমেছেন অধিনায়ক মর্গ্যান। ব্যাটের কোণায় লেগে ধোনির কাছে হাতে ক্যাচ যায়। আম্পায়ার আউট দিলেও ডিআরএস নিয়েছিলেন ভেঙ্কটেশ। কিন্তু তিনি আউটই ছিলেন।

26 Sep 2021, 03:55:46 PM IST

কলকাতার ইনিংস ৪ ওভার: ৪০/১

স্যাম কারানের ওভারে মাথার উপর দিয়ে একটি বল ব্যাটে লাগিয়ে ক্যাচ আউট হয়ে যাচ্ছিলেন রাহুল ত্রিপাঠি। কিন্তু মাথার উপর দিয়ে বলটি চলে যাচ্ছিল, স্বাভাবিক ভাবে সেটি নো বল হয়। ফ্রি হিটে ছক্কা হাঁকান রাহুল। চতুর্থ ওভারে মোট ১৪ রান নেয় কলকাতা। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান নাইটদের।

26 Sep 2021, 03:48:58 PM IST

কলকাতার ইনিংস ৩ ওভার: ২৬/১

এই ওভারে ৭ রান নিল কেকেআর। রাহুল ত্রিপাঠি এবং ভেঙ্কটেশ আইয়ার ৮ করে রান করে ক্রিজে রয়েছেন। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান কেকেআর-এর

26 Sep 2021, 03:41:37 PM IST

কলকাতার ইনিংস২ ওভার: ১৯/১

শুরুটা বাল করেছিলেন শুভমন। প্রথম ওভারে পরপর দু'টো চারও মেরেছিলেন। কিন্তু তিনি আউট হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে কলকাতা। তবে রানের গতি ধরে রাখার চেষ্টা করছে তারা। ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান নাইট রাইডার্সের।

26 Sep 2021, 03:38:29 PM IST

শুভমন গিল আউট

ভাগ্যটা এ দিন মোটেও প্রসন্ন ছিল না শুভমনের। প্রথমে এলবিডব্লিউ না থাকা সত্ত্বেও আউট দিয়েছিলেন আম্পায়ার। ডিআরএস নিয়ে বেঁচে যান নাইট ওপেনার। কিন্তু এর পরের বলেই রান নিতে গিয়ে দুই ক্রিকেটারের বোঝাপড়ার অভাবে রান আউট হয়ে যান শুভমন। ৫ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান নাইট রাইডার্সের।

26 Sep 2021, 03:31:20 PM IST

নাইটদের ইনিংস শুরু

ওপেন করেছেন শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। নাইটরা কি পারবে জয়ের ধারা ধরে রাখতে?

26 Sep 2021, 03:18:21 PM IST

নতুন মাইলস্টোন মর্গ্যানের

কেকেআর-এর হয়ে আইপিএলে ৫০তম ম্যাচ খেলছেন মর্গ্যান। ৫০তম ম্যাচ জিতে দিনটি স্মরণীয় করে রাখতে চাইবেন মর্গ্যান।  

26 Sep 2021, 03:13:00 PM IST

কলকাতা এবং চেন্নাইয়ের প্রথম একাদশ

নাইট রাইডার্স প্রথম একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।সুপার কিংস প্রথম একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোস হ্যাজেলউড। 

26 Sep 2021, 03:06:53 PM IST

চেন্নাই টিমে একটি পরিবর্তন

মহেন্দ্র সিং ধোনি ভাই ডোয়েন ব্র্যাভো খেলছেন না। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে ঢুকছেন স্যাম কারান। চেন্নাই টিমে একটিই পরিবর্তন রয়েছে। নাইট রাইডার্স টিমে কোনও পরিবর্তন হচ্ছে না।

26 Sep 2021, 03:05:32 PM IST

টসে জিতল কেকেআর

টসে জিতল কেকেআর। পরপর তিন ম্যাচে টসে জিতল ইয়ন মর্গ্যান। এই ম্যাচেও কি জয়ের ধারা ধরে রাখতে পারবে কলকাতা? এই উত্তর সময়ই দেবে। টসে জিতে ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাটিং নিয়েছে। সম্ভবত পরের দিকে পিচ স্লো হয়ে যেতে পারে, সে কথা ভেবেই আগে ব্যাটিং নিয়েছেন মর্গ্যান।

26 Sep 2021, 02:51:31 PM IST

আত্মবিশ্বাসী নাইট শিবির

ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম চারে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া হয়ে রয়েছে নাইট রাইডার্স।

26 Sep 2021, 02:51:31 PM IST

জিতবে কে?

আইপিএলের প্রথম পর্বের তুলনায় এখন পর্যন্ত দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নজর কাড়া। কিন্তু অধিনায়ক ধোনির স্ট্র্য়াটেজির সঙ্গে কি পাল্লা দিতে পারবে নাইটরা? ইয়ন মর্গ্যান কি পারবে ধোনির স্ট্র্যাটেজি গুড়িয়ে দিয়ে নাইটদের জয়ের ধারা অব্যাহত রাখতে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP নখ, চুল কাটা হল, গ্রামীণ প্রথা মেনে প্রথমবার সদ্যোজাত মেয়েকে স্নান করালেন পপি

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.