বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: কাজে এল না কামিন্সের ঝোড়ো হাফ-সেঞ্চুরি, তীরে এসে তরী ডুবল KKR-এর
ম্যাচের শেষে কেকেআর তারকার সঙ্গে সৌজন্য বিনিময় ধোনির। ছবি- আইপিএল।

IPL 2021: কাজে এল না কামিন্সের ঝোড়ো হাফ-সেঞ্চুরি, তীরে এসে তরী ডুবল KKR-এর

৯৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ফ্যাফ ডু'প্লেসি। কেকেআরের হয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন রাসেল-কামিন্স।

চেন্নাই ৩ ম্যাচে ২টি এবং কলকাতা ৩ ম্যাচে ১টি জয়ে তুলে নিয়ে মুম্বইয়ে মুখোমুখি লড়াইয়ে নামে। উত্তেজক ম্যাচে সিএসকে ১৮ রানে পরাজিত করে কলকাতাকে।

21 Apr 2021, 11:44:11 PM IST

ম্যাচের সেরা ডু'প্লেসি

৬০ বলে অপরাজিত ৯৫ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ফ্যাফ ডু'প্লেসি।

21 Apr 2021, 11:35:07 PM IST

চেন্নাইয়ের বোলিং পারফর্ম্যান্স

দীপক চাহার ২৯ রানে ৪টি উইকেট নেন। এনগিদি ২৮ রানে ৩টি উইকেট দখল করেন। কারান ৫৮ রানে ১টি উইকেট পকেটে পোরেন।

21 Apr 2021, 11:33:40 PM IST

কলকাতার ব্যাটিং পারফর্ম্যান্স

নীতিশ রানা ৯, গিল ০, ত্রিপাঠী ৮, মর্গ্যান ৭, নারিন ৪, কার্তিক ৪০, রাসেল ৫৪, কামিন্স অপরাজিত ৬৬, নাগারকোটি ০, বরুণ ০ ও প্রসিধ ০ রান করেন।

21 Apr 2021, 11:21:46 PM IST

চেন্নাই ১৮ রানে জয়ী

চেন্নাইয়ের ৩ উইকেটে ২২০ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ১৯.১ ওভারে ২০২ রানে অল-আউট হয়ে যায়। ১৮ রানে ম্যাচ জেতে সিএসকে। ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কামিন্স।

21 Apr 2021, 11:19:58 PM IST

রান-আউট কৃষ্ণা

শেষ ওভারের প্রথম বলে রান-আউট হলেন প্রসিধ কৃষ্ণা। কলকাতা ২০২ রানে অল-আউট।

21 Apr 2021, 11:16:36 PM IST

শেষ ওভারে কলকাতার দরকার ২০ রান

শেষ ওভারে কলকাতার দরকার ২০ রান। আগের ওভারে ৩০ রান খরচ করা স্যাম কারেনর হাতেই বল দিয়েছিলেন ধোনি। কামিন্স পুনরায় ১টি ছক্কা মারেন। তবে শেষমেষ ওভারে ৮ রান খরচ করেন কারান। কলকাতা ১৯ ওভারে ২০১/৯। ৩৩ বলে ৬৫ রানে ব্যাট করছেন কামিন্স।

21 Apr 2021, 11:14:50 PM IST

বরুণ রান-আউট

১৯তম ওভারের তৃতীয় বলে রান-আউট হলেন বরুণ। কলকাতা ২০০ রানে ৯ উইকেট হারাল। ক্রিজে শেষ ব্যাটসম্যান প্রসিধ কষ্ণা

21 Apr 2021, 11:13:51 PM IST

কলকাতা ২০০

১৯তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে কলকাতা।

21 Apr 2021, 11:11:05 PM IST

২ ওভারে কলকাতার দরকার ২৮ রান

তিনটি ওয়াইড-সহ ৯ বলে ওভার শেষ করেন শার্দুল। ওভারে ১২ রান ওঠে। ১৮ ওভারে কলকাতা ১৯৩/৮। জয়ের জন্য ২ ওভারে ২৮ রান দরকার। কামিন্স ৫৮ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 11:07:12 PM IST

কামিন্সের হাফ-সেঞ্চুরি

৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্স।

21 Apr 2021, 11:04:53 PM IST

৩ ওভারে কেকেআরের দরকার ৪০ রান

এনগিদির ওভারে ৫ রান ওঠে। ১৭ ওভার শেষে কলকাতা ১৮১/৮। জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ৪০ রান। ২২ বলে ৪৯ রান করে ব্যাট করছেন কামিন্স।

21 Apr 2021, 11:01:38 PM IST

নাগারকোটি আউট

১৭তম ওভারের দ্বিতীয় বলে কলমেশ নাগারকোটিকে আউট করেন এনগিদি। খাতা খোলার আগেই ডু'প্লেসির হাতে ধরা পড়েন তিনি। কেকেআর ১৭৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বরুণ চক্রবর্তী।

21 Apr 2021, 10:57:00 PM IST

কারানের ওভারে ৩০ রান তুললেন কামিন্স

স্যাম কারানের ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন কামিন্স। ওভারে মোট ৩০ রান ওঠে। ১৬ ওভারে কলকাতা ১৭৬/৭। ৪ ওভারে জয়ের জন্য ৪৫ রান দরকার কেকেআরের। কামিন্স ১৯ বলে ৪৮ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 10:52:34 PM IST

কার্তিক আউট

১৫তম ওভারের শেষ বলে কার্তিকের উইকেট তুলে নিলেন লুঙ্গি এনগিদি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪০ রান করে এলবিডব্লিউ হন দীনেশ। কলকাতা ১৪৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কমলেশ নাগারকোটি।

21 Apr 2021, 10:46:41 PM IST

জয়ের জন্য কলকাতার ৬ ওভারে দরকার ৮৩ রান

শার্দুলের ওভারে জোড়া বাউন্ডারি মারেন কামিন্স। ১১ রান ওঠে ওভারে। ১৪ ওভারে কলকাতা ১৩৮/৬। জয়ের জন্য ৬ ওভারে দরকার ৮৩ রান। কার্তিক ২৩ বলে ৪০ ও কামিন্স ৯ বলে ১১ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 10:43:15 PM IST

১৩ ওভারে কেকেআর ২২৭/৬

১৩ ওভারে কেকেআর ২২৭/৬। কার্তিক ৩৭ রানে ব্যাট করছেন। 

21 Apr 2021, 10:38:16 PM IST

১২ ওভারে কলকাতা ১২৩/৬

রাসেল আউট হলেও হাল ছাড়েননি কার্তিক। স্যাম করনের শেষে দু'টি বলে যথাক্রমে ৬ এবং ৪ মারেন। এই ওভারে মোট ১২ রান হলেও রাসেলের মতো গুরুত্বপূর্ণ উইকেট হারাতে হয় কলকাতাকে।

21 Apr 2021, 10:35:48 PM IST

রাসেল আউট

স্যাম কারানের ওভারে (১১.২) আউট হন রাসেল। ২২ বলে ৫৪ করেন তিনি। তিনটি চার এবং ছ'টি ছয় মারেন। রাসেল আউট হওয়ার চাপে পড়ে গেল কেকেআর।

21 Apr 2021, 10:31:52 PM IST

১১ ওভারে কলকাতা ১১১/৫

জাদেজা এই ওভারে ১৪ রান দেন। প্রথম বলে কার্তিক একটি চার মেরেছিলেন। শেষ বলটি জাদেজা নো বল করায় চাপে পড়ে যায়। কারণ ফ্রি হিটে ছক্কা হাঁকান রাসেল।

21 Apr 2021, 10:27:23 PM IST

১০ ওভারে কলকাতা ৯৭/৫

শার্দুল ঠাকুরের ওভারে প্রথম বলেই ছয় মারা দিয়ে শুরু করেন রাসেল। এই ওভারে তিনি আরও দু'টি ছয় এবং একটি চার মারেন। তবে দ্বিতীয় ছয়টি মারার সময়ে মইন আলি ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু খুব অল্পের জন্য ক্যাচটি ধরতে পারেননি। উল্টে সেটি ছয় হয়ে যায়। মোট ২৪ রান হয় এই ওভারে।

21 Apr 2021, 10:21:06 PM IST

৯ ওভারে কলকাতা ৭৩/৫

রবীন্দ্র জাদেজার ওভারে একটি চার মারেন কার্তিক। তবে মাত্র ৭ রানই এই ওভার থেকে আসে।

21 Apr 2021, 10:15:39 PM IST

৮ওভারে কলকাতা ৬৬/৫

চাহারের ওভারে রাসেল ও এবং দীনেশ কার্তিক একটি করে ছয় মারেন। ১৩ রান হয় এই ওভারে।

21 Apr 2021, 10:08:23 PM IST

৬ ওভারে কলকাতা ৪৫/৫

এনগিদির ওভারে ২টি চার ও ১টি ছক্কা মারেন রাসেল। মোট ১৪ রান ওঠে ওভারে। ৬ ওভারে কলকাতা ৪৫/৫।

21 Apr 2021, 10:04:47 PM IST

ত্রিপাঠী আউট

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে এনগিদি আউট করে রাহুল ত্রিপাঠীকে। ৩১ রানে ৫ উইকেট হারায় কেকেআর। ১টি বাউন্ডারির সাহায্ ৯ বলে ৮ রান করে ধোনির দস্তানায় ধরা দেন রাহুল। নতুন ব্যাটসম্যান রাসেল।

21 Apr 2021, 10:04:21 PM IST

নারিন আউট

মর্গ্যানকে আউট করার পর একই ওভারের শেষ বলে চাহার ফিরিয়ে দিলেন সুনীল নারিনকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে জাদেজার হাতে ধরা দেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান কার্তিক। ৩১ রানে ৪ উইকেট হারায় কলকাতা। চাহার ৩ ওভারে ১৬ রান খরচ করে ৪ উইকেট নেন।

21 Apr 2021, 10:00:21 PM IST

মর্গ্যান আউট

কেকেআর শিবিরে ফের ধাক্কা চাহারের। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে মর্গ্যানকে আউট করেন দীপক চাহার। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে ধোনির দস্তানায় ধরা দেন কেকেআর অধিনায়ক। কলকাতা ২৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নারিন।

21 Apr 2021, 09:57:08 PM IST

৪ ওভারে কলকাতা ২২/২

এনগিদির ওভারে ৫ রান ওঠে। ৪ ওভারে কলকাতা ২২/২। 

21 Apr 2021, 09:50:36 PM IST

নীতিশ রানা আউট

ইনিংসের তৃতীয় ওভারে কেকেআর শিবিরে ফের ধাক্কা দিলেন চাহার। পঞ্চম বলে ধোনির দস্তানায় ধরা দেন নীতিশ। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করে ক্রিজ ছাড়েন রানা। কলকাতা ১৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মর্গ্যান। কলকাতা ৩ ওভারে ১৭/২।

21 Apr 2021, 09:46:13 PM IST

২ ওভার শেষে কলকাতা ১৪/১

কারানের ওভারে প্রথম ২টি বলে বাউন্ডারি মারেন নীতিশ রানা। ওভারে মোট ৯ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতা ১৪/১।

21 Apr 2021, 09:39:12 PM IST

গিল আউট

প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নেন দীপক চাহার। প্রথম ওভারের চতুর্থ বল এনগিদির হাতে ধরা পড়নে গিল। কেকেআর ১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী। তিনি ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন। কেকেআর ১ ওভারে ৫/১।

21 Apr 2021, 09:37:53 PM IST

কেকেআরের রান তাড়া করা শুরু

কলকাতার হয়ে ওপেন করতে নামেন গিল ও রানা। বোলিং শুরু করেন চাহার।

21 Apr 2021, 09:31:10 PM IST

কলকাতার বোলিং পারফর্ম্যান্স

বরুণ ২৭ রানে ১টি, নারিন ৩৪ রােন ১টি ও রাসেল ২৭ রানে ১টি উইকেট নেন। কামিন্স ৪ ওভারে ৫৮ রান খরচ করেন।

21 Apr 2021, 09:30:09 PM IST

চেন্নাইয়ের ব্যাটিং পারফর্ম্যান্স

রুতুরাজ ৬৪, ডু'প্লেসি অপরাজিত ৯৫, মঈন ২৫, ধোনি ১৭ ও জাদেজা অপরাজিত ৬ রান করেন।

21 Apr 2021, 09:22:10 PM IST

চেন্নাই ২০ ওভারে ২২০/৩

কামিন্সের শেষ ওভারে ২টি ছক্কা মারেন ডু'প্লেসি। ১টি ছক্কা মারেন জাদেজা। ওভারে মোট ১৯ রান ওঠে। চেন্নাই ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২০ রান তোলে। ডু'প্লেসি শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকেন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬০ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন। জাদেজা ১ বলে ৬ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য কলকাতার দরকার ২২১ রান।

21 Apr 2021, 09:18:01 PM IST

১৯ ওভারে চেন্নাই ২০১/৩

রাসেলের ওভারে পরপর তিনটি বাউন্ডারি মারেন ডু'প্লেসি। মোট ১৫ রান ওঠে ওভারে। ১৯ ওভারে চেন্নাই ২০১/৩। ডু'প্লেসি ৮২ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 09:15:48 PM IST

ধোনি আউট

৮ বলে ১৭ রানের সাড়া জাগানো ইনিংস খেলে আউট হলেন ধোনি। ১৯তম ওভারের শেষ বলে রাসেলের শিকার হন তিনি। মর্গ্যানের হাতে ধরা দেওয়ার আগে ২টি চার ও ১টি ছক্কা মারেন এমএসডি। চেন্নাই ২০১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাদেজা।

21 Apr 2021, 09:14:24 PM IST

চেন্নাই ২০০

১৯তম ওভারে চেন্নাই দলগত ২০০ রান পূর্ণ করে।

21 Apr 2021, 09:10:29 PM IST

১৮ ওভারে চেন্নাই ১৮৬/২

প্রসিধের ওভারে ১৪ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন ধোনি। ১৮ ওভারে চেন্নাই ১৮৬/২।

21 Apr 2021, 09:05:26 PM IST

সুনীল নারিন ৪ ওভারে ৩৪/১

নারিন ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৪ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে।

21 Apr 2021, 09:04:29 PM IST

নারিনের ওভারে ১৭ রান ওঠে

নারিনের ওভারে ১৭ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মেরে মঈন আউট হন। ধোনি ১টি চার মারেন।১৭ ওভারে চেন্নাই ১৭২/২।

21 Apr 2021, 09:00:52 PM IST

মঈন আলি আউট

১৭তম ওভারের তৃতীয় বলে মঈন আলিকে আউট করলেন সুনীল নারিন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৫ রান করে স্টাম্প আউট হন মঈন। ঠিক তার আগের ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। চেন্নাই ১৬৫ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ধোনি।

21 Apr 2021, 08:59:37 PM IST

১৬ ওভারে চেন্নাই ১৫৫/১

প্রসিধের ওভারে ১১ রান ওঠে। মর্ন ১টি ছক্কা মারেন। ১টি চার মারেন ডু'প্লেসি। ১৬ ওভারে চেন্নাই ১৫৫/১।

21 Apr 2021, 08:52:09 PM IST

চেন্নাই ১৫০

১৬ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে সিএসকে। প্রসিধকে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে ১৫০ রান পার করালেন মঈন।

21 Apr 2021, 08:50:54 PM IST

১৫ ওভারে চেন্নাই ১৪৪/১

কামিন্সের ওভারে ১৪ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ডু'প্লেসি। ১৫ ওভারে চেন্নাই ১৪৪/১। ডু'প্লেসি ৬৩ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 08:43:49 PM IST

১৪ ওভারে চেন্নাই ১৩০/১

নাগারকোটির ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মঈন। ১৪ ওভারে চেন্নাই ১৩০/১।

21 Apr 2021, 08:36:54 PM IST

বরুণ ৪ ওভারে ২৭/১

বরুণ চক্রবর্তী ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন ২৭ রানের বিনিময়ে ১ উইকেট দখল করে।

21 Apr 2021, 08:36:20 PM IST

১৩ ওভারে চেন্নাই ১২১/১

বরুণের ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ডু'প্লেসি। ১৩ ওভারে চেন্নাই ১২১/১।

21 Apr 2021, 08:34:22 PM IST

ডু'প্লেসির হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডু'প্লেসি।

21 Apr 2021, 08:31:58 PM IST

রুতুরাজ আউট

অবশেষে চেন্নাইয়ের ওপেনিং জুটি ভাঙলেন বরুণ চক্রবর্তী। ১৩তম ওভারের দ্বিতীয় বলে কামিন্সের হাতে ধরা পড়েন গায়কোয়াড়। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে ক্রিজ ছাড়েন তিনি। চেন্নাই ১১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মঈন আলি

21 Apr 2021, 08:30:21 PM IST

১২ ওভারে চেন্নাই ১১৫/০

প্রসিধের ওভারে ১৭ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ। ২টি নো বল করেন প্রসিধ। ১২ ওভারে চেন্নাই ১১৫/০।

21 Apr 2021, 08:23:49 PM IST

চেন্নাই ১০০

১২তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে চেন্নাই। ১১.২ ওভারে ওপেনিং জুটিতে ১০০ রান তোলে সিএসকে।

21 Apr 2021, 08:23:25 PM IST

১১ ওভারে সুপার কিংস ৯৮/০

১১ ওভারে চেন্নাই সুপার কিংস ৯৮/০। নাগারকোটির ওভারে ১৬ রান ওঠে। ১টি করে ছক্কা মারেন রুতুরাজ ও ডু'প্লেসি।

21 Apr 2021, 08:22:46 PM IST

রুতুরাজের হাফ-সেঞ্চুরি

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়।

21 Apr 2021, 08:17:30 PM IST

১০ ওভারে চেন্নাই ৮২/০

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে চেন্নাই ৮২/০। ডু'প্লেসি ৩৮ ও রুতুরাজ ৪৩ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 08:12:54 PM IST

৯ ওভারে সিএসকে ৭৭/০

৯ ওভারে সিএসকে ৭৭/০। বরুণের ওভারে ৫ রান ওঠে। 

21 Apr 2021, 08:09:53 PM IST

রাসেলের ওভারে ওঠে ১২ রান

রাসেলের ওভারে ১২ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ। চেন্নাই ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছে। রুতুরাজ ৩৯ ও ডু'প্লেসি ৩২ রানে ব্যাট করছেন।

21 Apr 2021, 08:05:56 PM IST

সিএসকে ৭ ওভারে ৬০/০

সুনীল নারিনের ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন রুতুরাজ। সিএসকে ৭ ওভারে ৬০/০।

21 Apr 2021, 07:58:58 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

পাওয়ার প্লে'র ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৫৪ রান তুলেছে। ডু'প্লেসি ১৮ বলে ৩০ ও রুতুরাজ ১৮ বলে ২৩ রান করেছেন।

21 Apr 2021, 07:55:28 PM IST

সিএসকে ৫০

৬ ওভারের মাথায় দলগত ৫০ রান পূর্ণ করে চেন্নাই সুপার কিংস।

21 Apr 2021, 07:53:33 PM IST

চেন্নাই ৫ ওভারে ৪৪/০

প্রসিধের ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন রুতুরাজ। চেন্নাই ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৪ রান তুলেছে।

21 Apr 2021, 07:48:23 PM IST

চেন্নাই ৪ ওভারে ৩৭/০

বরুণের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ডু'প্লেসি। মোট ১২ রান ওঠে ওভারে। চেন্নাই ৪ ওভারে ৩৭/০। 

21 Apr 2021, 07:43:03 PM IST

নারিনের ওভারে ওঠে ৬ রান

নারিনের প্রথম ওভারে ৬ রান ওঠে। ৩ ওভারে সিএসকে ২৫/০।

21 Apr 2021, 07:39:35 PM IST

কামিন্সের ওভারে ১৫ রান তোলে চেন্নাই

কামিন্সের ওভারে ১৫ রান তোলে চেন্নাই। ১টি চার ও ১টি ছক্কা মারেন গায়কোয়াড়। ১টি চার মারেন ডু'প্লেসি। ২ ওভারে সিএসকে ১৯/০।

21 Apr 2021, 07:35:59 PM IST

ম্যাচ শুরু

চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন ডু'প্লেসি ও রুতুরাজ। বোলিং শুরু করেন বরুণ। প্রথম ওভারে ৪ রান ওঠে।

21 Apr 2021, 07:23:21 PM IST

মাইলস্টোন ম্যাচ কামিন্স ও কার্তিকের

কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচে মাঠে নামছেন প্যাট কামিন্স। দীনেশ কার্তিক মাঠে নামছেন কেরিয়ারের ২০০তম আইপিএল ম্যাচে।

21 Apr 2021, 07:15:18 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু'প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও লুঙ্গি এনগিদি।

21 Apr 2021, 07:13:49 PM IST

কলকাতার প্রথম একাদশ

শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও প্রসিধ কৃষ্ণা।

21 Apr 2021, 07:08:43 PM IST

বিশ্রামে ব্র্যাভো

চেন্নাই অধিনাক ধোনি জানিয়ে দিলেন, তাঁরা বিশ্রাম দিয়েছেন ডোয়েন ব্র্যাভোকে। তাঁর পরিবর্তে মাঠে নামছেন লুঙ্গি এনগিদি।

21 Apr 2021, 07:07:50 PM IST

ফিরলেন নারিন

শাকিবের বদলে কলকাতা দলে ফেরাল সুনীল নারিনকে। বাদ পড়লেন হরভজন সিং। তাঁর জায়গায় মাঠে নামছেন নাগারকোটি।

21 Apr 2021, 07:06:47 PM IST

টস জিতল কলকাতা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে নাইট দলনায়ক মর্গ্যান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.