এতদিন স্পিন-বান্ধব পিচে খেলে আসছিল কলকাতা নাইট রাইডার্স। এবার এমন পিচে পরীক্ষায় পড়তে চলেছেন ইয়ন মর্গ্যানরা, যেখানে এই মরশুমে স্পিনারদের তুলনায় ছ'গুণ বেশি উইকেট নিয়েছেন পেসাররা। তার ফলে কেকেআরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চতুর্থ বিদেশি নির্বাচন।
চতুর্দশ আইপিএলে এখনও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছ'টি ম্যাচ হয়েছে। সেই ম্যাচে পেসাররা নিয়েছেন ৬১ টি উইকেট। মাত্র ১০ উইকেট গিয়েছে স্পিনারদের ঝুলিতে। তাও রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে ছ'উইকেট পেয়েছিলেন স্পিনাররা। দুটি উইকেট তুলেছিলেন রবীন্দ্র জাদেজা। তিনটি উইকেট গিয়েছিল মইন আলির ঝুলিতে। একটি উইকেট পেয়েছিলেন রাহুল তেওয়াটিয়া।
কিন্তু ওয়াংখেড়েতে পেসারদের সেই দাপটের কারণ কী? বিশেষজ্ঞদের বক্তব্য, ওয়াংখেড়ের পিচে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পান। বাউন্স থাকে। সঙ্গে এবার যোগ হয়েছে শিশিরের দাপট। প্রথম ইনিংসের মধ্যভাগ-শেষলগ্ন থেকে এতটাই শিশির পড়ছে যে স্পিনারদের পক্ষে বল গ্রিপ করা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। ফলে স্পিনারদের কাজটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
সেই কারণেই চেন্নাইয়ের বিরুদ্ধে চতুর্থ বিদেশি হিসেবে লকি ফার্গুসন বা বেন কাটিংয়ের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শাকিব আল হাসানের পরিবর্তে ফার্গুসন খেললে কেকেআরকে একজন কম ব্যাটসম্যানকে নিয়ে নামতে হবে। সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার বেন কাটিংয়ের খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ শাকিব একেবারেই ফর্মে নেই। সুনীল নারিন খেললে ব্যাটিংয়ে ভরসা পাওয়া অত্যন্ত দুষ্কর। সেইসঙ্গে মিডিয়াম পেস বল করেন। যা ওয়াংখেড়ের পিচে কার্যকরী হতে পারে।
তবে সেই পথে কেকেআর হাঁটবে কিনা, সেটা নিয়ে ধন্দ আছে। বিশেষত সেই পেসার ভাবনায় কেকেআরের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে রাজস্থান-চেন্নাই ম্যাচ। কারণ সেই ম্যাচে শিশির কিছুটা কম পড়ায় বল শুকনো ছিল। আর সেই সুযোগ রাজস্থানের ব্যাটসম্যানদের স্পিনের জালে জড়িয়ে ফেলেছিলেন জাদেজা-মইনরা। ফলে চতুর্থ নির্বাচনের ক্ষেত্রে কেকেআরকে কিছুটা ফাটকাই খেলতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।