বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ভালো বোলিং করলেও, CSK ব্য়াটাররা ভালো শট খেলে পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে- হাস্যকর দাবি KKR বোলারের

IPL 2023: ভালো বোলিং করলেও, CSK ব্য়াটাররা ভালো শট খেলে পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে- হাস্যকর দাবি KKR বোলারের

ডেভিড উইজ।

রবিবার কেকেআর বোলারদের পিটিয়ে ছাতু করে রানের পাহাড় করে সিএসকে। আর সেই রান তাড়া করতে নেমে ল্যাজেগোবরে হয় নাইট রাইডার্স। ম্যাচের পর কেকেআর বোলার ডেভিড উইজ দাবি করেছেন, সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে নাইট বোলাররা ভালোই বল করেছিলেন। তবে চেন্নাইয়ের ব্যাটাররা ভালো শট খেলে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

টানা চার ম্যাচে হারের পর পুরো বিধ্বস্ত কলকাতা নাইট রাইডার্স। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর বোলারদের উপর ক্ষোভ উগরে দেন নীতীশ রানা। পাশাপাশি ব্যাটসম্যানদেরও তিনি ছেড়ে কথা বলেননি। যদিও ব্যাট হাতে নিজেও খুব একটা ভালো ছন্দে নেই নীতীশ রানা। চেন্নাইয়ের বিরুদ্ধে ২০ বলে মাত্র ২৭ রান করেছেন তিনি।

যাইহোক চেন্নাই রবিবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানের পাহাড় গড়ে। এর পরেই নীতীশের মন্তব্য, পিচ যতই ভালো হোক, এই রানটা মেনে নেওয়া যায় না। তিনি সাফ বলেও দিয়েছেন, ‘যেমন পিচই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচ করা মেনে নেওয়া কঠিন।’

আরও পড়ুন: মাহিমন্ত্রেই বদলেছে ক্রিকেটীয় দর্শন, রবিবারের ইডেন মাতিয়ে অকপট রাহানে

নিঃসন্দেহে কেকেআর-এর বোলাররা টানা খারাপ পারফরম্যান্স করে চলেছেন। নাইটদের মোট পাঁচ ম্যাচে হারের কারণ বিশ্লেষণ করতে বসলে, বোলারদের ঘাড়েই দায়ের ভার বেশিটা এসে পড়বে। ডেভিড উইজ অবশ্য নিজেদের পিঠ বাঁচাতে অন্য যুক্ত দিয়েছেন। তাঁর দাবি, সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে নাইট বোলাররা ভালোই বল করেছিলেন। তবে চেন্নাইয়ের ব্যাটাররা ভালো শট খেলে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

গত রাতে ২০২৩ আইপিএলে সিএসকে-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন ডেভিড উইজ। তিনি সাফ বলে দেন, ‘আমরা খুব খারাপ বোলিং করেছি বলে মনে হয় না। আমরা ঠিকঠাক লেন্থে বল করেছি। আমরা আমাদের পরিকল্পনায় অনুযায়ী খেলেছি। কিন্তু ওরা (সিএসকে ব্যাটাররা) কিছু ভালো শট খেলে সবটা শেষ করে দিয়েছে।’

আরও পড়ুন: নাইট বোলারদের ছাতু করে রানের পাহাড়ে উঠল চেন্নাই, ইডেনে গড়ে ফেলল রেকর্ড

পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এ বার আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে বড় জয় আশার সঞ্চার করেছিল নাইট ভক্তদের মনে। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে খেতাবের স্বপ্ন দেখতে শুরু করেছিল নাইট শিবির। কিন্তু এর পরেই সব স্বপ্ন ফের এলোমেলো। দেখতে দেখতে পরপর চারটে ম্যাচ হার। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর চার ম্যাচে হার। প্লে-অফের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে কলকাতার।

নাইটদের ব্যর্থতার পিছনে যেমন বোলারদের দায় ভার অস্বীকার করা যায় না, তেমনই ব্যাটাররাও কিন্তু ধারাবাহিক নন। ফিল্ডিংয়ের হালও সেই রকমই। এখনও টিমের কম্বিনেশন তৈরি হয়নি। ওপেনিং জুটি গড়ে ওঠেনি। সব মিলিয়েই বড় একেবারে ল্যাজেগোবরে হচ্ছে নাইটরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.