পৃথ্বী শ' এবং ডেভিড ওয়ার্নার মিলে ওপেনিং জুটিতে ৫২ বলে ৯৩ রান করেছিলেন। আর ষষ্ঠ উইকেটে দিল্লির শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেল মাত্র ২০ বলে করেন ৪৯ রান। এই দুই জুটির হাত ধরেই ২১৫ রানের বড় ইনিংস গড় দিল্লি। সেই রানের পাহাড় তাড়া করতে নেমে ১৭১ রানেই গুটিয়ে যায় কলকাতার ইনিংস। শ্রেয়সের ৩৩ বলে ৫৪ এবং রানার ২০ বলে ৩০ বাদ দিলে রাসেলের ২১ বলে ২৪- এই হল কলকাতার তিন ক্রিকেটারের সর্বোচ্চ রান। বাকিরা কেউ প্রতিরোধই গড়ে তুলত পারেননি।
ম্যাচের সেরা কুলদীপ
১৬তম ওভারে কুলদীপ ৩ উইকেট তুলে নেন। প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদবের উইকেট তুলে নেন। আর সেখানেই কেকেআর-এর হাত থেকে ম্যাচ বেরিয়ে যায় কলকাতার। ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ। তবে ১৬তম ওভারে ম্যাচের রং বদলে দেওয়ার জন্যই তাঁকে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়।
২ বল বাকি থাকতেই ১৭১ রানে অল আউট কলকাতা
২০তম ওভারে ২ উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। প্রথমে রাসেলকে ফেরান তিনি। ২১ বলে ২৪ করে আউট হন রাসেল। তার পর ৬ বলে ৭ করে আউট হন রাসিখ সালাম। ১৯.৪ ওভারে ১৭১ করে অল আউট হয়ে যায় কলকাতা। ৪৪ রানে ম্যাচ জিতে যায় দিল্লি।
১৮ ওভার শেষে কলকাতা ১৫৯/৮
১৮ ওভার শেষে ৮ উইকেটে ১৫৯ কলকাতার। জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। ১৩ বলে ১৩ করে লড়াই চালাচ্ছেন রাসেল। ৫ বলে ৭ রান রসিখের।
১৬তম ওভারে কামিন্স, নারিন, উমেশকে ফেরালেন কুলদীপ
১৬তম ওভারে কুলদীপের সৌজন্যে ম্যাচ জয়ের গন্ধ পাচ্ছে দিল্লি। এক ওভারেই ৩ উইকেট নিয়ে বসেন কেকেআর-এর প্রাক্তনী। প্রথমে ১৫.৩ ওভারে কামিন্সকে এলবিডব্লিউ করেন তিনি। ৩ বল খেলে ৪ করে আউট হন কামিন্স। এর পর ১৫.৫ ওভারে ২ বলে ৪ রান করে কুলদীপের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সুনীল নারিন। ১৫.৬ ওভারে নিজের বলেই দুরন্ত ক্যাচ ধরেন কুলদীপ। প্রথম বল খেলে সাজঘরে ফেরেন উমেশ যাদব। ১৬ ওভার শেষে ১৪৩ রান কলকাতার। ম্যাচ কার্যত হাত থেকে বেরিয়ে গিয়েছে কেকেআর-এর। বড় কোনও অঘটন না ঘটলে এই ম্যাচ জেতা কার্যত অসম্ভব।
স্যাম বিলিংসকে ফেরালেন খালিল
৯ বলে ১৫ করে সাজঘরে ফেরেন বিলিংস। খালিল আহমেদের বলে ললিত যাদব ক্যাচ ধরেন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার প্যাট কামিন্স। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান কলকাতার। ৪ বলে ৩ রান রাসেলের। ২ বলে ৪ রান কামিন্সের।
শ্রেয়সকে ফেরালেন কুলদীপ
কুলদীপের বলে সাজঘরে ফিরলেন শ্রেয়স। ৩৩ বলে ৫৪ করেন তিনি। তাঁকে স্টাম্পআউট করেন পন্ত। ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার স্যাম বিলিংস। ১৩ ওভার শেষে ৪ উইকেটে ১১৮ রান কলকাতার।
ছক্কা হাঁকিয়ে ৫০ পূরণ শ্রেয়সের
১২.৪ ওভারে ৫০ করে ফেললেন শ্রেয়স। কলকাতার জার্সিতে এটাই তাঁর প্রথম অর্ধশতরান। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। একেবারে ৫৪ করেন শ্রেয়স।
নীতিশ রানাকে ফেরালেন ললিত যাদব
২০ বলে ৩০ করে সাজঘরে ফিরলেন নীতিশ রানা। ললিত যাদবের বলে ক্যাচ ধপেন পৃথ্বী। ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার আন্দ্রে রাসেল। ১২ ওভার শেষে ৩ উইকেটে ১০৯ রান কলকাতার। ২৯ বলে ৪৭ রান শ্রেয়সের। ১ বলে ১ রান রাসেলের।
১০০ পার করল কলকাতা
১১ ওভারে ১০১ রান করল কলকাতা। ২ উইকেট হারিয়েও ১০০ রানের গণ্ডি টপকাল তারা। তবে ২১৬ রানের লক্ষ্য বড় বেশি। পারবে কি জিততে? ২৮ বলে ৪৬ করেছেন শ্রেয়স। ১৬ বলে ২৪ রানার।
১০ ওভারে কেকেআর-এর সংগ্রহ ৯১/২
রোভম্যাল পাওয়েলের এই ওভারে হল ১৭ রান। ১০ ওভার শেষে ২ উইকেটে ৯১ রান কলকাতার। ১৪ বলে ২২ রান নীতিশ রানার। ২৪ বলে ৩৯ রান শ্রেয়সের।
৮ওভারে কেকেআর-এর সংগ্রহ ৬১/২
৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬১ রান কলকাতার। ১৬ বলে ২২ রান শ্রেয়সের। ১০ বলে ১২ রান নীতিশের।
পাওয়ার প্লে শেষে কলকাতার সংগ্রহ ৪৩/২
পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪৩ রান কলকাতার। ১০ বলে ১৪ রান শ্রেয়সের। ৪ বলে ২ রান নীতিশের।
রাহানেকে ফেরালেন খালিল
দ্বিতীয় উইকেট পড়ল কলকাতার। বেঙ্কটেশের পর রাহানেকেও ফেরালেন খালিল আহমেদ। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন রাহানে। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার নীতিশ রানা। দুরন্ত ক্যাচ ধরলেন শার্দুল ঠাকুর। ৫ ওভার শেষে ২ উইকেটে ৪০ রান কলকাতার। ৬ বলে ১১ রান শার্দুলের। ২ বলে ২ রান নীতিশ রানার।
ওভারে কেকেআর-এর সংগ্রহ ৩৮/১
৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৮ রান কলকাতার। ১০ বলে ৮ রান রাহানের। ৬ বলে ১১ রান শ্রেয়সের।
বেঙ্কটেশকে ফেরালেন খালিল
খালিল আহমেদের বলে ৮ বলে ১৮ করে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বেঙ্কটেশ। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার শ্রেয়স আইয়ার। ৩ ওভার শেষে ১ উইকেটে ২৬ রান কলকাতার। ৩ বলে ৫ রান শ্রেয়সের। ৭ বলে ২ রান রাহানের।
২ ওভারে কেকেআর-এর সংগ্রহ ১৫/০
এই ওভারে শার্দুল ঠাকুরকে পরপর দু'টো ছক্কা হাঁকিয়েছে কেকেআর। ২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান কলকাতার। ৬ বলে ১৪ রান বেঙ্কটেশের। ৬ বলে ১ রান রাহানের।
প্রথম ওভারে দু'বার আউটের হাত থেকে বাঁচলেন রাহানে
প্রথম দু'বলেই রাহানেকে এলবিডব্লিউয়ের জন্য জোরদার অ্যাপিল করে মুস্তাফিজুর। দু'বারই আউট দেন ফিল্ড আম্পায়ার। কিন্তু রিভিউ নিলে দেখা যায়, রাহানে দু'বারই নট আউট। যাইহোক প্রথম ওভারে মুস্তাফিজুর কোনও উইকেট নিতে না পারলেও মাত্র ২ রান দেন।
রান তাড়া শুরু কেকেআর-এর
বেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে ২১৫ রান তাড়া করতে নেমেছেন। দিল্লির মুস্তাফিজুর বল হাতে ওপেন করেছেন।
শেষ ওভারে হল ১৬ রান, কলকাতার সামনে কঠিন চ্যালেঞ্জ
প্যাট কামিন্স ২০তম ওভারে বল করতে আসেন। এই ওভারে হয় ১৬ রান। ২১৫ রানে ইনিংস শেষ করে দিল্লি। শুরুতে যতটা ধামাকাদার পারফরম্যান্স করছিল, মাঝে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি। কিন্তু শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেল মিলে দিল্লিকে ২১৫ পৌঁছে দেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ করে দিল্লি। ১১ বলে ২৯ করেন শার্দুল। ১৪ বলে ২২ করেন অক্ষর।
১৯তম ওভারে উঠল ২৩ রান
উমেশ যাদবের এই ওভারে ২৩ রান উঠল। শার্দুল এই ওভারে ২টো ছয় মারেন। অক্ষর প্যাটেল ১টি ছয় এবং ১টি তার মারেন। এ ছাড়াও শার্দুল ১ রান নিয়েছেন। ৭ বলে ১৬ রান করে ফেলেছেন শার্দুল। ১২ বলে ১৯ রান অক্ষরের। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান দিল্লির।
রোভম্যান পাওয়েলকে আউট করলেন নারিন
৬ বলে ৮ রান করে আউট হলেন রোভম্যান পাওয়েল। নারিনের বলে পরিবর্তে নামা ফিল্ডার আরকে সিং-এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাওয়েল। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার অক্ষর প্যাটেল। ১৬তম ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ১৬২রান। ৪২ বলে ৬০ রান ওয়ার্নারের। ৩ বলে ১ রান অক্ষরের।
ললিত যাদবকে ফেরালেন সুনীল নারিন
দিল্লি ক্যাপিটালস ১৫০ পার করার পরেই তৃতীয় উইকেট হারিয়ে বসল। ৪ বলে ১ রান করে নারিনের বলে এলবিডব্লিউ হন ললিত যাদব। পরিবর্তে ক্রিজে এসেছেন রোভম্যান পাওয়েল। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১৫১ রান দিল্লির। ৩৮ বলে ৫৮ রান ওয়ার্নারের। ১ বল খেললেও রানের খাতা খোলেননি পাওয়েল।
পন্তকে আউট করলেন রাসেল
রাসেলের এই ১৩তম ওভারে ওয়ার্নার পঞ্চাশ পূরণ করলেও, এই ওভারেই পন্ত আউট হন। ১৪ বলে ২৭ করে রাসেলের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পন্ত। ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার নলিল যাদব। ১৩ ওভার শেষে ২ উইকেটে ১৪৮ রান দিল্লির। ৩৬ বলে ৫৬ রান ওয়ার্নারের। ১ বল খেললেও রানের খাতা খোলেননি ললিত।
ওয়ার্নারের হাফ সেঞ্চুরি
ছক্কা হাঁকিয়ে ৫০ পূরণ করেন ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ করে ফেলেন তিনি। দিল্লির হয়ে দুরন্ত ছন্দে শুরু করেছিল পৃথ্বী এবং ওয়ার্নার। পৃথ্বী আউট হলেও ওয়ার্নার কিন্তু ক্রিজে টিকে থেকে লড়াই চালাচ্ছেন।
১০ ওভারে ১০১ করে ফেলল দিল্লি
১ উইকেট হারালেও ১০ ওভারে ১০১ রান করে ফেলল দিল্লি। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে তারা। ২৬ বলে ৩৮ রান ওয়ার্নারের। ৫ বলে ৬ রান পন্তের।
পৃথ্বীকে ফেরালেন বরুণ
২৯ বলে ৫১ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন পৃথ্বী। তবে দলের ভিত একেবারে গড়ে দিয়েই আউট হয়েছেন পৃথ্বী। ৯ ওভার শেষে ১ উইকেটে ৯৩ রান দিল্লির। ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার ঋষভ পন্ত। পন্ত ২ বলে খেলে রানের খাতা খোলেননি। ২৩ বলে ৩৭ রান ওয়ার্নারের।
অর্ধশতরান পৃথ্বীর
২৭ বলে দুরন্ত ছন্দে নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেন পৃথ্বী শ'। অষ্টম ওভারের শেষ বলে নিজের ৫০ পূরণ করেন পৃথ্বী। এটি তাঁর আইপিএলের ১২তম ৫০। এ দিকে ২১ বলে ৩২ করে ফেলেছেন ওয়ার্নারও। ৮ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৮৭ রান দিল্লির।
পাওয়ার প্লে-তে দিল্লির সংগ্রহ ৬৮/০
কলকাতার বিরুদ্ধে শুরুটা দুরন্ত করেছে দিল্লি। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৬৮। ২০ বলে ৩৬ করে ফেলেছেন পৃথ্বী। এবং ওয়ার্নার করেছেন ১৬ বলে ২৭।
দিল্লির ৫ ওভারে সংগ্রহ ৫৮/০
এই ওভারে তুলনামূলক কম রান হল। ৮ রান হল বরুণ চক্রবর্তীর এই ওভারে। ১৭ বলে ৩১ রান পৃথ্বীর। ওয়ার্নারের সংগ্রহ ১৩ বলে ২২ রান। ৫ ওভার শেষে দিল্লি কোনও উইকেট না হারিয়ে করে ফেলেছে ৫৮ রান।
দিল্লির ৪ ওভারে সংগ্রহ ৫০/০
প্যাট কামিন্স বল করতে এলে তাঁর ওভারে ১৬ রান নেয় দিল্লি। পৃথ্বী শ' একেবারে মারকুটে মেজাজে রয়েছেন। ১৬ বলে ৩০ রান করে ফেলেছেন পৃথ্বী। ৮ বলে ১৫ রান ওয়ার্নারের। ৪ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫০ করে ফেলল দিল্লি।
দিল্লির ৩ ওভারে সংগ্রহ ৩৪/০
উমেশ যাদবকে পৃথ্বী শ' একেবারে পিটিয়ে চলেছেন। এই ওভারে দিল্লি ১৪ রান নিল। ১৪ বলে ২৪ রান করে ফেলেছেন পৃথ্বী। ৪ বলে ৬ রান করেছেন ওয়ার্নার।
দিল্লির ২ ওভারে সংগ্রহ ২০/০
২ ওভারে দিল্লির সংগ্রহ ২০ রান। রসিখের এই ওভারেও হয়েছে ১০ রান। ৯ বলে অপরাজিত ১৫ রান পৃথ্বীর। ৩ বলে ৫ রান ওয়ার্নারের।
দিল্লির ১ ওভারে সংগ্রহ ১০/০
প্রথম ওভারের প্রথম বলেই চার দিয়ে শুরু করেন পৃথ্বী। উমেশ যাদবের এই ওভারে ১০ রান নেয় পৃথ্বী শ'। একাই ৬ বল খেলে ১০ করেন তিনি। ওয়ার্নার এখনও একটি বলও খেলেননি।
খেলা শুরু
দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ' এবং ডেভিড ওয়ার্নার। বল হাতে ওপেন করছেন কেকেআর-এর উমেশ যাদব।
দিল্লির প্রথম একাদশ
পৃথ্বী শ', ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটকিপার), সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ।
দিল্লি টিমে একটি পরিবর্তন করা হয়েছে। এনরিক নরকিয়ার জায়গায় দলে ঢুকেছেন খালিল আহমেদ।
কেকেআর-এর প্রথম একাদশ
অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, রসিখ সালাম, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
টসে জিতল কেকেআর
কলকাতা নাইট রাইডার্স টসে জিতে বোলিং নিল। অর্থাৎ প্রথমে ব্যাট করবে দিল্লি ক্যাপিটালস। কেকেআর-এর টিম কোনও পরিবর্তন হচ্ছে না। তবে দিল্লি ক্যাপিটালস টিমে ১টি পরবির্তন হয়েছে।
এই পর্যন্ত দুই দলের ফল
কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে। ১টি হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে তারা।
উল্টোদিকে দিল্লি পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে। তারা মোট ৩ ম্যাচ খেলেছে। তার মধ্যে ২টিতেই হেরেছে। ১টি জিতেছে। ২ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে তারা।
শ্রেয়সের চ্যালেঞ্জ
গত বছর চোটের জন্য শ্রেয়স আইয়ারকে সরিয়ে ঋষভ পন্তকে অধিনায়ক করা হয়েছিল। এ বারও পন্তকেই অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে দিল্লিকে বহু সাফল্য দেওয়ার পরেও, শ্রেয়সের বদলে রাজধানীর দলটি পন্তকে বেশি গুরুত্ব দিয়েছে। সবমিলিয়েই দিল্লি ছেড়েছেন শ্রেয়স। যে কারণে আজ দিল্লির বিরুদ্ধে শ্রেয়সের চ্যালেঞ্জ একেবারে আলাদা। কেকেআর-কে আজ জয় এনে দিতে মরিয়া থাকবেন তিনি।
পরিসংখ্যানে এগিয়ে কেকেআর
মোট ৩০ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে ১৬ বার জিতেছে কেকেআর। আর দিল্লি জিতেছে ১৩ বার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। দিল্লির বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ রান ২১০ এবং সর্বনিম্ন ৯৭। উল্টোদিকে কেকেআর-এর বিরুদ্ধে দিল্লির সর্বোচ্চ রান ২২৮ এবং সর্বনিম্ন ৯৮।