শুভব্রত মুখার্জি: সোশ্যাল মিডিয়ার যুগে ঝুঁকিপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া যে কতটা ঝুঁকির হতে পারে, তা শনিবার হাড়ে হাড়ে টের পেল কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে টের পেলেন তাদের ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। এ দিন ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর। তাদের প্রথম উইকেট পড়ার পরে অর্থাৎ জগদীশান আউট হয়ে যাওয়ার পরে এ দিন তিন নম্বরে পাঠানো হয়েছিল শার্দুল ঠাকুরকে। তবে এ দিন একটি রানও না করেই প্যাভিলিয়নে ফিরে যান শার্দুল। আর তার পরেই সোশ্যাল মিডিয়াতে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় মু্ম্বইয়ের এই তারকাকে। কেউ বলেছেন শার্দুলকে কি বিরাট (কোহলি) বানানোর চেষ্টা করছে কেকেআর? কারও প্রশ্ন টিম ম্যানেজমেন্ট কি অনুশীলনে খেয়াল রাখে না, কে কি করছেন?
আরও পড়ুন: একজন পেসারের বদলে স্পিনার খেলাতে পারে পঞ্জাব, ধোনির চেন্নাই টিম সম্ভবত অপরিবর্তিত থাকবে
অনিশ কুমার শাহু নামে জনৈক এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘এ বার শার্দুলকে তিন নম্বরে নামানো হল! এত পাগলামি! এক্কেবারে পাগলামি। ওরা কি নেটে অনুশীলন করে না ? কোচেরা কি জানে না, কে কেমন খেলে? ওদের দুর্বলতা কোথায়?’ ওয়েন্টওয়ার্থ মিলারের নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ‘অত্যন্ত জঘন্য ক্রিকেট খেলছে কেকেআর। শার্দুলের উইকেট পড়ার ফলে চাপে পড়ল কেকেআর। লোয়ার অর্ডারে বরং শার্দুল খেললে ভালো হত।’
আরও পড়ুন: শখের মাশুল, প্লেয়ারদের ভালোবেসে খাওয়াতে গিয়ে ১২০টি আলুর পরোটা বানিয়েছিলেন প্রীতি
নাইট রাইডার্স এক্সট্রা নামক টুইটার হ্যান্ডেল থেকে টুইটে লেখা হয়েছে, ‘শার্দুল ততটাই ভালো একজন ব্যাটার, যতটা হরভজন সিং। এ বার হরভজন সিং-কে কি আপনি তিন নম্বরে ব্যাট করাবেন ?’ আর এক জনৈক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে শার্দুলকে পিঞ্চ হিটার বানাতে চায়। তিন নম্বরে পাঠিয়ে ওকে কি বিরাট কোহলি বানাবে নাকি? এই চক্করে তো ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে।’
প্রসঙ্গত, শনিবার ইডেন ম্যাচে শার্দুল ঠাকুর চার বল খেলে শূন্য রান করেছেন। পাঁচ ওভারের একেবারে শেষ বলে আউট হন শার্দুল। পাওয়ার প্লে-র শেষে কেকেআরের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬১ রান। আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ ১৫ বলে ৩৯ রান করেন পাওয়ারপ্লে-তে। শামির বলে শার্দুল ঠাকুর মিড অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফেলেন। দুরন্ত একটি ক্যাচ ধরে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মোহিত শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।