ইস! ২০ তম ওভারের তৃতীয় যদি রিঙ্কু সিং দু'রানটা নিতেন - শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হারের পর সেই আক্ষেপই ঝরে পড়ছে নাইট সমর্থকদের গলা থেকে। তবে সেই আক্ষেপটা যে ক্ষোভে পরিণত হয়নি, সেটার কারণ হলেন রিঙ্কু। এই ম্যাচটা এতদূর আসত না, যদি না রিঙ্কু থাকতেন। যিনি ৩৩ বলে অপরাজিত ৬৭ রান করে কেকেআরকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। ১৯ তম ওভারে ২০ রান তোলেন। শেষ তিন বলে যখন ১৮ রান বাকি ছিল, তখন ১৬ রান করেন।
কী হয়েছিল ১৯.৩ ওভারে?
শেষ ওভারে জয়ের জন্য কেকেআরের ২১ রান দরকার ছিল। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন বৈভব অরোরা। এক রান নেন। দ্বিতীয় বলে স্ট্রাইকে আসেন রিঙ্কু। দ্বিতীয় বলটা দারুণ করেন যশ ঠাকুর। কোনও রান নিতে পারেননি রিঙ্কু। তৃতীয় বলটাও ভালো করেন লখনউয়ের পেসার। অফস্টাম্পের বাইরে লো ফুলটস করেন। ডিপ মিড-উইকেটের দিকে বলটা মারেন। ওই বলে কোনও রান নেননি রিঙ্কু। কিন্তু অনেকের মতে, ওই বলে দু'রান নিতে পারতেন কেকেআরের তারকা। কেন সেই রান নেননি, সেটা অবশ্য স্পষ্ট নয়।
তবে শনিবার ইডেনে রিঙ্কু যে খেলাটা খেললেন, সেটা দীর্ঘদিন কেকেআরের সমর্থকদের মনে গেঁথে থাকবে। যিনি এবার আইপিএলে কেকেআরকে এমন সব ম্যাচ জিতিয়েছেন, যে ম্যাচে জেতার কথাই নয় নাইটদের। শনিবারও কেকেআর যে মাত্র এক রানে হেরেছে, সেটার কৃতিত্ব হল রিঙ্কুর। শেষ দু'ওভারে যখন ৪১ রান বাকি ছিল, সেইসময় ১৯ তম ওভারে ২০ রান তোলেন। নবীন-উল-হকের ওভারে তিনটি চার এবং একটি ছক্কা মারেন কেকেআর তারকা। যে তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানাও।
আরও পড়ুন: KKR vs LSG: ক্ষমতা থাকা সত্ত্বেও জায়গা হয়নি প্লে-অফে, মরশুম শেষে হতাশা প্রকাশ নীতীশ রানার
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)