'পাসপোর্ট' এবং 'ভিসা' তৈরি, শুধু বিমানবন্দরে 'সিলমোহর' পড়ার অপেক্ষা - আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হাল দেখে যেন সেটাই মনে হচ্ছে। কারণ আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছেন নাইটরা। কিন্তু খাতায়কলমে একটা সুযোগ রয়ে গিয়েছে। সেটার জন্য শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে। আবার রান তাড়া করতে নামলে ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে কেকেআরকে। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-গুজরাট টাইটানস ম্যাচের দিকে তাকিয়ে হবে। কারণ ব্যাঙ্গালোর বা মুম্বই জিতলেই আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর।
আইপিএলের পয়েন্ট তালিকা (শুধু যে দলগুলি প্লে-অফের লড়াইয়ে আছে)
আপাতত আইপিএলের লিগ তালিকার যা অবস্থা, তাতে প্লে-অফের লড়াইয়ে যে দলগুলি টিকে আছে (চেন্নাই সুপার কিংস, লখনউ, ব্যাঙ্গালোর, মুম্বই এবং রাজস্থান রয়্যালস) সেই দলগুলির মধ্যে শেষ চারের টিকিট পাওয়া কেকেআরের পক্ষে সবথেকে কঠিন। কারণ শনিবার ইডেনে জিতে যেতে বড়জোর ১৪ পয়েন্ট পৌঁছাতে পারে কেকেআর। চেন্নাই এবং লখনউয়ের পয়েন্ট যেহেতু ১৫ হয়ে গিয়েছে (চেন্নাই জিতলে ১৭ হবে), তাই ওই দুই দলই প্লে-অফের টিকিট পেয়ে যাবে (মুম্বই এবং ব্যাঙ্গালোর হারলে)। প্লে-অফের আর একটি জায়গা পড়ে থাকবে (গুজরাট ইতিমধ্যে উঠে গিয়েছে)।
কিন্তু তারপরও কেকেআরের প্লে-অফের টিকিট নিশ্চিত হবে না। কারণ নেট রানরেটের নিরিখে অনেকটা পিছিয়ে আছে কেকেআর (-০.২৫৬)। ১৪ পয়েন্টে রাজস্থানের যেহেতু নেট রানরেট অনেক ভালো (+০.১৪৮), তাই কেকেআরকে আজ বিশাল বড় ব্যবধানে জিততে হবে। প্রথমে ব্যাটিং করে লখনউকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে নাইটদের। আবার দ্বিতীয় ব্যাটিং করতে নেমে যদি ২০০ রানের লক্ষ্যমাত্রা ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে। নাহলে আইপিএল থেকে ছিটকে যাবে।
তাহলে কোন অঙ্কে আইপিএলে প্লে-অফে উঠতে পারবে কেকেআর?
১) শনিবার লখনউকে বিশাল বড় ব্যবধানে হারাতে হবে, যাতে নিদেনপক্ষে রাজস্থানের নেট রানরেট ছাপিয়ে যেতে পারে।
২) রবিবার মুম্বই (-০.১২৮) এবং ব্যাঙ্গালোরকে (+০.১৮০) হারতে হবে। কারণ মুম্বই বা ব্যাঙ্গালোর - যে দল জিতবে, সেই দলই প্লে-অফের টিকিট পেয়ে যাবে।
৩) ব্যাঙ্গালোর যাতে বড় ব্যবধানে হারে, সেই প্রার্থনা করতে হবে নাইটদের।
আরও পড়ুন: IPL 2023: শোচনীয় ফলাফলের জন্য ভাগ্যকেই দুষছেন গুরবাজ, ভাবের ঘরে চুরি করছে KKR?
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।