বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs LSG: রিঙ্কুর তাণ্ডব সত্ত্বেও ১ রানে হার কলকাতার, প্লে-অফের টিকিট নিশ্চিত লখনউয়ের
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রিঙ্কুর। ছবি- বিসিসিআই।

KKR vs LSG: রিঙ্কুর তাণ্ডব সত্ত্বেও ১ রানে হার কলকাতার, প্লে-অফের টিকিট নিশ্চিত লখনউয়ের

Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL 2023 Live Score: নিকোলাস পুরানের ঝোড়ো হাফ-সেঞ্চুরি সুবাদে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। রিঙ্কু সিংয়ের ধ্বংসাত্মক অর্ধশতরান সত্ত্বেও জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় কলকাতাকে।

গুজরাট টাইটানস ইতিমধ্যেই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। প্রথম দল হিসেবে তারা প্লে-অফের টিকিট পকেটে পুরেছে। লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস আগেই কেকেআরের ধরাছোঁয়ার বাইরে ছিল। একমাত্র চতুর্থ দল হিসেবে প্লে-অফের যাওয়ার অতি ক্ষীণ সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। যদিও তার জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের শেষ ম্যাচ হারতে হতো এবং কলকাতাকে অভাবনীয় ব্যবধানে নিজেদের শেষ ম্যাচ জিততে হতো। এমন কঠিন সব শর্ত সামনে রেখে কেকেআর তাদের শেষ লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউয়ের বিরুদ্ধে। ইডেনে জিতলে নীতীশ রানারা শুধু মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারতেন তাই নয়, বরং লখনউয়ের কাজ কঠিন করে তুলতে পারতেন। সেক্ষেত্রে নিজেদের নাক না কেটেও পরের যাত্রাভঙ্গ করতে পারত নাইট রাইডার্স। যদিও ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে হারতে হয় কেকেআরকে। কলকাতাকে ছিটকে দিয়ে আইপিএল ২০২৩-এর প্লে-অফে জায়গা করে নেয় লখনউ।

20 May 2023, 11:51:05 PM IST

ম্যাচের সেরা পুরান

৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লখনউ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।

20 May 2023, 11:32:50 PM IST

প্লে-অফে লখনউ

লখনউ সুপার জায়ান্টসের ৮ উইকেটে ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রানে আটকে যায়। ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের টিকিট নিশ্চিত করে লখনউ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচে তারা ১৭ পয়েন্টে পৌঁছে যায়। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৩ থেকে বিদায় নেয় কেকেআর। রিঙ্কু সিং ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করেন বৈভব আরোরা। যশ ঠাকুর ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। 

20 May 2023, 11:27:32 PM IST

১ রানে হার কলকাতার

শেষ ওভারে যশ ঠাকুরের প্রথম বলে ১ রান নেন বৈভব আরোরা। ঠিক তার পরের একটি ওয়াইড বল করেন যশ। দ্বিতীয় ও তৃতীয় বলে বলে কোন রান সংগ্রহ করতে পারেননি রিঙ্কু সিং। তার পরে আরও ১টি ওয়াইড বল করেন যশ। চতুর্থ বলে ছক্কা মারেন রিঙ্কু। পঞ্চম বলে চার মারেন তিনি। সুতরাং, জয়ের জন্য শেষ বলে ৮ রান দরকার ছিল কলকাতার। শেষ বলে রিঙ্কু ছক্কা মারেন। জয় থেকে ১ রান দূরে দাঁড়িয়ে যেতে হয় কলকাতাকে।

20 May 2023, 11:18:57 PM IST

হাফ-সেঞ্চুরি রিঙ্কুর

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু সিং। ১৯তম ওভারে নবীন উল হকের বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন রিঙ্কু। ওভারে ২০ রান ওঠে। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৭ উইকেটে ১৫৬ রান। জয়ের জন্য শেষ ওভারে ২১ রান দরকার কেকেআরের। রিঙ্কু ২৮ বলে ৫১ রান করেছেন। নবীন ৪ ওভারে ৪৬ রান খরচ করেছেন।

20 May 2023, 11:12:46 PM IST

রান-আউট নারিন

১৭.৬ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হয়ে মাঠ ছাড়েন সুনীল নারিন। ২ বলে ১ রান করেন তিনি। কলকাতা ১৩৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বৈভব আরোরা। জয়ের জন্য ২ ওভারে ৪১ রান দরকার কলকাতার। রিঙ্কু ৩১ রানে ব্যাট করছেন। যশ ঠাকুর ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 11:09:23 PM IST

শার্দুল ঠাকুর আউট

১৭.৪ ওভারে যশ ঠাকুরের বলে প্রেরক মানকড়ের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৭ বলে ৩ রান করেন তিনি। কলকাতা ১৩৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনীল নারিন।

20 May 2023, 11:05:36 PM IST

৩ ওভারে ৫১ রান দরকার কলকাতার

১৭তম ওভারে ৫ রান খরচ করেন নবীন উল হক। ১৭ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১২৬ রান। জিততে শেষ ৩ ওভারে ৫১ রান দরকার নাইট রাইডার্সের। রিঙ্কু ২৪ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন শার্দুল। নবীন ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।

20 May 2023, 10:53:25 PM IST

আন্দ্রে রাসেল আউট

১৫.৪ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। তার আগের বলেই ছক্কা মারেন দ্রে রাস। শেষমেশ ৯ বলে ৭ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। কলকাতা ১২০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১২১ রান। জয়ের জন্য ৪ ওভারে ৫৬ রান দরকার কেকেআরের। রবি বিষ্ণোই ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

20 May 2023, 10:49:26 PM IST

৫ ওভারে ৬৩ রান দরকার কলকাতার

১৫তম ওভারে নবীন উল হকের বলে ১টি চার মারেন রিঙ্কু সিং। ওভারে ৬ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১১৪ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৩ রান দরকার নাইট রাইডার্সের। রিঙ্কু ২১ রানে ব্যাট করছেন। ২ ওভারে ২১ রান খরচ করেছেন নবীন।

20 May 2023, 10:41:55 PM IST

রহমানউল্লাহ গুরবাজ আউট

১৩.৪ ওভারে যশ ঠাকুরের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ১৫ বলে ১০ রান করেন তিনি। কলকাতা ১০৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল।

20 May 2023, 10:37:06 PM IST

১০০ টপকাল কলকাতা

১৩তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ১টি চার মারেন রিঙ্কু সিং। ওভারে ৯ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ১০৩ রান। রিঙ্কু সিং ১৫ রানে ব্যাট করছেন। ওভারের শেষ বলে রিঙ্কুর ক্যাচ ছাড়েন বোলার বিষ্ণোই। রবি ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 10:32:52 PM IST

গৌতমের বোলিং কোটা শেষ

১২তম ওভারে কৃষ্ণাপ্পা গৌতম ৫ রান খরচ করেন। কলকাতার স্কোর ৩ উইকেটে ৯৩ রান। গুরবাজ ৭ ও রিঙ্কু ৬ রানে ব্যাট করছেন। গৌতম ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 10:29:04 PM IST

বিষ্ণোইয়ের ওভারে ৬ রান

১১তম ওভারে রবি বিষ্ণোই ৬ রান খরচ করেন। কলকাতার স্কোর ৩ উইকেটে ৮৮ রান। বিষ্ণোই ২ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 10:23:25 PM IST

জেসন রয় আউট

৯.৬ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জেসন রয়। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ২৮ বলে ৪৫ রান করেন জেসন। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। ৮২ রানে ৩ উইকেট হারায় কলকাতা। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ক্রুণাল ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

20 May 2023, 10:17:17 PM IST

নীতীশ রানা আউট

৮.৩ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন নীতীশ রানা। ১০ বলে ৮ রান করেন নাইট দলনায়ক। মারেন ১টি চার। কলকাতা ৭৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৭৯ রান।

20 May 2023, 10:15:31 PM IST

গৌতমের ওভারে ৯ রান

অষ্টম ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের বলে ১টি চার মারেন জেসন রয়। ওভারে মোট ৯ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৭৮ রান। জেসন ৪৫ রানে ব্যাট করছেন। কৃষ্ণাপ্পা ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 10:12:01 PM IST

ক্রুণালের ওভারে ৮ রান

সপ্তম ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ১টি চার মারেন নীতীশ রানা। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৬৯ রান। জেসন ৩৮ রানে ব্যাট করছেন। ক্রুণাল ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।

20 May 2023, 10:03:14 PM IST

বেঙ্কটেশ আইয়ার আউট

৫.৫ ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ১৫ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ৬১ রানে ১ উইকেট হারায় কলকাতা। ব্যাট করতে নামেন নীতীশ রানা। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৬১ রান। ৩৬ রানে ব্যাট করছেন জেসন রয়। কৃষ্ণাপ্পা ২ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 10:00:45 PM IST

৫০ টপকাল কলকাতা

পঞ্চম ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ৩টি চার মারেন জেসন রয়। ওভারে ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৫৯ রান। জেসন ৩৫ ও বেঙ্কটেশ ২৩ রানে ব্যাট করছেন। ক্রুণাল ২ ওভারে ২০ রান খরচ করেছেন।

20 May 2023, 09:57:38 PM IST

গৌতমের ওভারে ৯ রান

চতুর্থ ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের বলে ১টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ৯ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৪৫ রান। জেসন ও বেঙ্কটেশ, উভয়েই ব্যক্তিগত ২২ রানে ব্যাট করছেন।

20 May 2023, 09:50:49 PM IST

ক্রুণালের ওভারে ৬ রান

তৃতীয় ওভারে বল করতে আসেন ক্রুণাল পান্ডিয়া। ১টি চার মারেন জেসন রয়। ওভারে ৬ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৩৬ রান। জেসন ২১ ও বেঙ্কটেশ ১৫ রানে ব্যাট করছেন।

20 May 2023, 09:46:31 PM IST

নবীনের ওভারে ১৫ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন নবীন উল হক। ওভারে ২টি চার ও ১টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে মোট ১৫ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৩০ রান। জেসন ১৬ ও বেঙ্কটেশ ১৪ রানে ব্যাট করছেন।

20 May 2023, 09:37:57 PM IST

রান তাড়া শুরু কলকাতার

বেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জেসন রয়। লখনউয়ের হয়ে বোলিং শুরু করেন মহসিন খান। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন জেসন। তৃতীয় বলে চার মারেন বেঙ্কটেশ। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে আরও ১টি চার মারেন বেঙ্কটেশ। প্রথম ওভারে ১৫ রান তোলে কেকেআর।

20 May 2023, 09:20:49 PM IST

লড়াইয়ের রসদ সংগ্রহ করে নিল লখনউ

শেষ ওভারে আন্দ্রে রাসেলের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন কৃষ্ণাপ্পা গৌতম। ওভারে ১৩ রান ওঠে। লখনউ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৬ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য কলকাতার দরকার ১৭৭ রান। গৌতম ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৩ বলে ২ রান করেন নবীন উল হক।

20 May 2023, 09:14:29 PM IST

রবি বিষ্ণোই আউট

১৮.৫ ওভারে শার্দুলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রবি বিষ্ণোই। ২ বলে ২ রান করেন তিনি। ১৬২ রানে ৮ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন নবীন উল হক। ১৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ৮ উইকেটে ১৬৩ রান। শার্দুল ২ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 09:11:31 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট পুরান

৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিকোলাস পুরান। ১৮.৩ ওভারে শার্দুলের বলে বেঙ্কটেশের হাতে ধরা পড়েন তিনি। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৮ রান করেন পুরান। লখনউ ১৫৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই।  

20 May 2023, 09:07:56 PM IST

আয়ুষ বাদোনি আউট

১৮তম ওভারে সুনীল নারিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন আয়ুষ বাদোনি। তবে ওভারের শেষ বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন তিনি। ২১ বলে ২৫ রান করেন আয়ুষ। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ১৪৭ রানে ৬ উইকেট হারায় লখনউ। ৪৬ রানে ব্যাট করছেন পুরান। ব্যাট করতে নামেন কৃষ্ণাপ্পা গৌতম। নারিন ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

20 May 2023, 09:04:11 PM IST

বৈভবের বোলিং কোটা শেষ

১৭তম ওভারে বৈভব আরোরার বলে ১টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে মোট ১১ রান ওঠে। লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১৩৩ রান। পুরান ২৫ বলে ৪৪ রান করেছেন। বাদোনি ব্যাট করছেন ১৪ রানে। বৈভব ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 08:55:44 PM IST

বরুণের বোলিং কোটা শেষ

১৬তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন বরুণ চক্রবর্তী। লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১২২ রান। পুরান ৩৮ রানে ব্যাট করছেন। বরুণ ৪ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 08:51:40 PM IST

সুয়াশের ওভারে চার-ছক্কা পুরানের

১৫তম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে ১২ রান ওঠে। লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১১৯ রান। পুরান ১৯ বলে ৩৭ রান করেছেন। ১০ রানে ব্যাট করছেন বাদোনি।

20 May 2023, 08:44:53 PM IST

নারিনের ওভারে ৭ রান

১৪তম ওভারে সুনীল নারিনের বলে ১টি চার মারেন আয়ুষ বাদোনি। ওভারে ৭ রান ওঠে। লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১০৭ রান। পুরান ২৬ ও বাদোনি ৯ রানে ব্যাট করছেন। নারিন ৩ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 08:41:05 PM IST

১০০ ছুঁল লখনউ

১৩তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি ছক্কা মারেন নিকোলাস পুরান। ওভারে ৯ রান ওঠে। ১৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১০০ রান। পুরান ১২ বলে ২৪ রান করেছেন। বরুণ ৩ ওভারে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 08:36:23 PM IST

নারিনের ওভারে ৩ রান

১২তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন সুনীল নারিন। লখনউয়ের স্কোর ৫ উইকেটে ৯১ রান। ১৭ রানে ব্যাট করছেন পুরান। নারিন ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 08:28:24 PM IST

কুইন্টন ডি'কক আউট

১০.১ ওভারে বরুণ চক্রবর্তীর বলে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন কুইন্টন ডি'কক। ২৭ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি ছক্কা। ৭৩ রানে ৫ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। তিনি মাঠে নেমে প্রথম ২টি বলে ২টি চার মারেন। নিজের খেলা তৃতীয় বলে ছক্কা মারেন পুরান। ১১ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ৮৮ রান। ১৫ রানে ব্যাট করছেন পুরান। ২ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেটে নিয়েছেন বরুণ।

20 May 2023, 08:24:16 PM IST

ক্রুণাল পান্ডিয়া আউট

৯.৪ ওভারে সুনীল নারিনের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন ক্রুণাল পান্ডিয়া। ৮ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। ৭১ রানে ৪ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন আয়ুষ বাদোনি। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ৪ উইকেটে ৭৩ রান।

20 May 2023, 08:22:31 PM IST

শার্দুলের ওভারে ছক্কা হাঁকালেন ক্রুণাল

নবম ওভারে শার্দুল ঠাকুরের বলে ১টি ছক্কা মারেন ক্রুণাল পান্ডিয়া। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। ২৬ রানে ব্যাট করছেন কুইন্টন। ৮ রানে ব্যাট করছেন ক্রুণাল।

20 May 2023, 08:16:22 PM IST

নীতীশ রানার ওভারে ৩ রান

অষ্টম ওভারে মাত্র ৩ রান খরচ করেন নীতীশ রানা। লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৫৮ রান। কুইন্টন ডি'কক ১৯ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ২টি ছক্কা।

20 May 2023, 08:13:58 PM IST

মার্কাস স্টইনিস আউট

একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন বৈভব আরোরা। ৬.৫ ওভারে আরোরার বলে বেঙ্কটেশের হাতে ধরা পড়েন মার্কাস স্টইনিস। ২ বল খেলে খাতা খুলতে পারেননি স্টইনিস। লখনউ ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রুণাল পান্ডিয়া। বৈভব ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

20 May 2023, 08:08:03 PM IST

প্রেরক মানকড় আউট

৬.৩ ওভারে বৈভব আরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন প্রেরক মানকড়। ২০ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৫টি চার। লখনউ ৫৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস।

20 May 2023, 08:05:51 PM IST

৫০ টপকাল লখনউ

ষষ্ঠ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ২টি চার মারেন প্রেরক মানকড়। ১টি বাই-চার হয়। ওভারে ১৫ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৫৪ রান। কুইন্টন ২০ ও প্রেরক ২৬ রানে ব্যাট করছেন।

20 May 2023, 07:58:48 PM IST

হর্ষিতের ওভারে ৩টি বাউন্ডারি প্রেরকের

পঞ্চম ওভারে হর্ষিত রানার ওভারে ৩টি চার মারেন প্রেরক মানকড়। ওভারে ১২ রান ওঠে। ৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৩৯ রান। কুইন্টন ১৯ ও প্রেরক ১৬ রানে ব্যাট করছেন। হর্ষিত ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 07:54:40 PM IST

বৈভবকে ছক্কা হাঁকালেন কুইন্টন

চতুর্থ ওভারে বৈভব আরোরার বলে ১টি ছক্কা মারেন কুইন্টন ডি'কক। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ২৭ রান। কুইন্টন ১৯ রানে ব্যাট করছেন। বৈভব ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।

20 May 2023, 07:44:38 PM IST

করণ শর্মা আউট

তৃতীয় ওভারে হর্ষিত রানার প্রথম বলে ছক্কা মারেন কুইন্টন ডি'কক। ২.৩ ওভারে হর্ষিতের বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন করণ শর্মা। ৫ বলে ৩ রান করেন তিনি। ১৪ রানে ১ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন প্রেরক মানকড়। ৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ১৫ রান। ১১ রানে ব্যাট করছেন কুইন্টন। হর্ষিত ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

20 May 2023, 07:41:49 PM IST

রান-আউট হতে হতে বাঁচলেন কুইন্টন

১.২ ওভারে কুইন্টন ডি'কককে রান-আউট করার সুযোগ হাতছাড়া করে কলকাতা নাইট রাইডার্স। বৈভব আরোরার ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ৭ রান।

20 May 2023, 07:35:18 PM IST

ম্যাচ শুরু, ভাগ্য সঙ্গ দিল ডি'কককে

করণ শর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক। কলকাতার হয়ে বোলিং শুরু করেন হর্ষিত রানা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন করণ। প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে লখনউ। ওভারের চতুর্থ বল কুইন্টনের ব্যাটের কানা নিলেও কোনও আবেদন করেনি কেকেআর। সুতরাং, সে যাত্রায় বেঁচে যান লখনউ ওপেনার।

20 May 2023, 07:27:24 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

কলকাতা- সুয়াশ শর্মা, মনদীপ সিং, অনুকূল রায়, নারায়ন জগদীশান ও ডেভিড ওয়াইজ।লখনউ- যশ ঠাকুর, ড্যানিয়েল স্যামস, যুধবীর সিং, দীপক হুডা ও কাইল মায়ের্স।

20 May 2023, 07:24:37 PM IST

লখনউয়ের প্রথম একাদশ

কুইন্টন ডি'কক (উইকেটকিপার), প্রেরক মানকড়, ক্রুণাল পান্ডিয়া (ক্যাপ্টেন), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, করণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই ও মহসিন খান।

20 May 2023, 07:22:12 PM IST

কলকাতার প্রথম একাদশ

জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।

20 May 2023, 07:02:29 PM IST

টস জিতল কেকেআর

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর শেষ লিগ ম্যাচে টস জিতল কেকেআর। টস জিতে নাইট দলনায়ক নীতীশ রানা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান লখনউকে। সুতরাং, ইডেনে রান তাড়া করবে নাইট রাইডার্স।

20 May 2023, 06:29:08 PM IST

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লখনউ

গত মরশুমে আইপিএলে আত্মপ্রকাশ করা লখনউ সুপার জায়ান্টস কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২টি ম্যাচে মাঠে নেমেছে। ২টি ম্যাচই জিতেছে তারা। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে লখনউ কেকেআরের থেকে ২-০ ব্যবধানে এগিয়ে।

20 May 2023, 06:08:34 PM IST

কেকেআরের ১৩টি লিগ ম্যাচের ফলাফল

১. পঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরে যায়।
২. আরসিবিকে ৮১ রানে হারিয়ে দেয়।
৩. গুজরাট টাইটানসকে ৩ উইকেটে পরাজিত করে।
৪. সানরাইজার্স হায়দরবাদার কাছে ২৩ রানে হেরে যায়।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হার মানে।
৭. সিএসকের কাছে ৪৯ রানে পরাজিত হয়।
৮. আরসিবিকে ২১ রানে হারিয়ে দেয়।
৯. গুজরাট টাইটানসের কাছে ৭ উইকেটে হেরে যায়।
১০. সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে দেয়।
১১. পঞ্জাব কিংসকে ৫ উইকেটে পরাজিত করে।
১২. রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে পরাজিত হয়।
১৩. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।

20 May 2023, 06:00:01 PM IST

কেকেআরের পথের কাঁটা হতে পারেন গম্ভীর 

ইডেনে আইপিএল ২০২৩-এর শেষ লিগ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পথের কাঁটা হতে পারেন গৌতম গম্ভীর। কেকেআরকে ২টি আইপিএল ট্রফি এনে দেওয়া প্রাক্তন অধিনায়ক ইডেনের গতিবিধির সঙ্গে অতি পরিচিত। তাই কেকেআরের গেম প্ল্যান ভেস্তে দিতে পারেন লখনউয়ের মেন্টর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.