মাত্র ৫৩ বলে (৮.৫ ওভার) করতে হবে ১৭৭ রান। তবেই আইপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে কোনওক্রমে টিকে থাকবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অর্থাৎ ওভারপিছু কেকেআরকে ২০ রান তুলতে হবে। যেটা প্রায় অসম্ভব। সেটা যদি হয়, তাহলে আইপিএল তো বটেই, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নয়া নজির তৈরি হবে। পরিসংখ্যান অনুযায়ী, ১৭৬ রানের মাথায় দাঁড়িয়ে থেকে যদি কেকেআর ছক্কা মারে, তাহলে কেকেআরের স্কোর হবে ১৮২ রান। ওই রানটা ৯.২ ওভারে তুলতে পারলেও কেকেআর প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে কেকেআর।
৮.৫ ওভারে কেকেআর জিতে গেলে কী হবে?
শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআর যদি সেই অসাধ্য কাজটা করে ফেলে, তাহলে নেট রানরেটের নিরিখে রাজস্থান রয়্যালসকে ছাপিয়ে যাবে নাইট ব্রিগেড। আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে রাজস্থান। আপাতত কেকেআরের নেট রানরেট -০.২৫৬। রাজস্থানের নেট রানরেট +০.১৪৮। নাইটরা ৮.৫ ওভারে ১৭৭ রান তুলে ফেললে সঞ্জু স্যামসনদের থেকে কেকেআরের নেট রানরেট ভালো হয়ে যাবে।
৮.৫ ওভারে জিতলেই কি প্লে-অফে উঠে যাবে কেকেআর?
একেবারেই সেটা হবে না। শুধু প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে। কেকেআর প্লে-অফে যাবে কিনা, তা নির্ভর করবে রবিবারের দুটি ম্যাচের উপর। রবিবার সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই এবং ব্যাঙ্গালোরের মধ্যে কোনও একটি দলই জিতে গেলে কেকেআর ছিটকে যাবে (মুম্বই এবং ব্যাঙ্গালোরের মধ্যে যে দল জিতবে, সেই দল প্লে-অফে উঠে যাবে)। কারণ আপাতত ব্যাঙ্গালোর এবং মুম্বইয়ের পয়েন্ট আছে ১৪। রবিবার জিতলেই ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে আজ জিতলেও কেকেআর ১৪ পয়েন্টে আটকে থাকবে।
আরও পড়ুন: KKR vs LSG Live Updates: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচ দেখুন
তবে আরসিবি এবং মুম্বই হারলেই হবে না, নেট রানরেটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আজ কেকেআর ৮.৫ ওভারে জিতে যায়, তাহলে মুম্বইয়ের নেট রানরেট নাইটদের নীচেই থাকবে। আপাতত মুম্বইয়ের নেট রানরেট -০.১২৮। রবিবার হারলে তা আরও কমে যাবে। অন্যদিকে, আপাতত ব্যাঙ্গালোরের রানরেট +০.১৮০ আছে। তাই ব্যাঙ্গালোর শুধু হারলেই হবে না, বড় ব্যবধানে হারতে হবে। কেকেআর চাইবে যে এমন ব্যবধানে হেরে যাক আরসিবি, যাতে বিরাট কোহলিদের নেট রানরেট +০.১৪৮-র নীচে নেমে আসে।
প্লে-অফের কতগুলি জায়গা ফাঁকা আছে?
ইতিমধ্যে প্লে-অফে উঠে গিয়েছে গুজরাট এবং চেন্নাই। বাকি দুটি ম্যাচের জন্য লড়াইয়ে আছে আরসিবি, মুম্বই, রাজস্থান এবং কেকেআর। আজ যদি লখনউ হেরে যায় এবং রবিবার আরসিবি ও মুম্বই জিতে যায়, তাহলে প্লে-অফে উঠে যাবেন বিরাট এবং রোহিত শর্মারা (কেকেআর ৮.৫ ওভারে জিততে পারবে না ধরে)। আবার আরসিবি এবং মুম্বইয়ের মধ্যে যে দল জিতবে, সেই দল প্লে-অফে যাবে। আরসিবি এবং মুম্বইয়ের মধ্যে যে দল হারবে, সেই দল প্লে-অফে উঠতে পারবে না। লখনউ প্লে-অফে উঠে যাবে (হেরে গেলেও ১৫ পয়েন্টে থাকবে)।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।